নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাকালের পথিক

এনামুল হাসান নোমান

..

এনামুল হাসান নোমান › বিস্তারিত পোস্টঃ

মহিলাদের গপ্পোসপ্পো...

০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

প্রকৃতি নারীকে মহান করেছে তার কথার প্রাচুর্যের কারণে। নারীকে এক কথা বলে দেখুন, নারী আপনাকে চৌদ্দকথা শুনিয়ে দিবেন!

নিরীহ পুরুষ সম্প্রদায় কথা কম বলেও নিস্তার পায়না। কিন্তু নারী চির কথাবর্ষীনী। নদীর স্রোত থমকে যাবে, ঘড়ির কাটা থেমে যাবে; কিন্তু মহিলার যবান থাকবে চির চলমান....

পুরুষদের আলাপচারিতা যখন শেষঃ

-ঠিক আছে ভাই, আজকে উঠি।

-ওকে। বাই।

মহিলাদের আলাপচারিতা যখন শেষ(?)ঃ

-ঠিক আছে ভাবী, অনেক্ষণ গল্প করলাম। এখন যাই, আমার মামা শশুরের ছোট খালার ননদের ভাশুর আবার এক্সিডেন্ট করেছে। গিয়ে দেখতে হবে তো...

-(বজ্রপাত) সেকি? কখন এক্সিডেন্ট হলো ভাবী? কিভাবে? কখন?

-আর বইলেন না ভাবী। হোন্ডার সিট উল্টে গিয়ে... (হোন্ডার সিট উল্টে কিভাবে!!)

-ইশ...! হোন্ডার সিটে মনে হয় ভালভাবে বেল্ট লাগানো হয়নি। (আরেক বিশেষজ্ঞ)

-কি যে খারাপ লাগছে ভাবী। বলে বুঝাতে পারব না।

-তা তো লাগবেই। কোথায় কোথায় লেগেছে?

-আঙ্গুলের চামড়া উঠে গেসে!

-উফফ, ধুত্রা পাতা বেটে তার সাথে একটু লবণ মিশিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দিলে তাড়াতাড়ি সুস্থ হওয়া যাবে, ভাবী। (এইবার কবিরাজি)

-ওমা তাই! বাচালেন ভাবী...

-একবার তো আম্মার ছোট ফুফুর ননদের ছেলেরও এরকম এক্সিডেন্ট হয়েছিল। তারপর .... ... .... ..

-আচ্ছা আচ্ছা, তারপর?

-.............. ...... ...... ......

-..... .. .. .........

-..............(চলিবে)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :P
.............. ...... ...... ......

-..... .. .. .........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.