![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক পথিক, ঘুরে বেড়ানোই আমার নেশা, যেথায় পথের শেষ, সেথায় আমার টিকানা!
এটা কি তাদের বাপের দেশ যে তারা যা বলবে তা করতে হবে? কিছুদিন পর হয়তো বলবে সরকারের অনুমতি ব্যতীত স্ত্রীর পাশে শুইতেও পারবেনা, এমন জালেম সরকারের বিরুদ্ধে পাবলিক আন্দোলন করেনা কেন বুঝিনা! যে দেশে পাবলিকের জানের নিরাপত্তা নাই সে দেশে হাই ফাই ভুমি ব্যবস্থাপনা আইন কার জন্যে?
পত্রিকার নিউজে দেখুন-"নগরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বাড়িঘর নির্মাণ এবং যে কোনো উন্নয়ন কাজে ভূমি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা রেখে আইন করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এই নিয়ম না মানলে পাঁচ বছর কারাদন্ডের সঙ্গে ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘নগর ও অঞ্চল পরিকল্পনা আইন, ২০১৭’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। "
এটা সংসদে যাওয়ার পুর্বে কিছু একটা না হলে খবর আছে, এমন আইন কখন কোন দেশে হয় এরা কি দেখেনি, জানেনি? যুগযুগ ধরে আসা বাপের ভিটায় আজ শকুনের চোখ! যা সবকিছু লুটেপুটে না খেয়ে বুঝি নিস্তার নেই! তাই সময় থাকতে আন্দোলনের দাবানল ছড়িয়ে দিন শহর বন্দর ও পি রামান্চলে।
https://www.dailyinqilab.com/article/70558/
২| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
আপনার মগজ পাঠানদের মতো, আমাদের কৃষি জমিতে মানুষ বাড়ী তুলছে, নতুন বাড়ীর দরকার নেই।
৩| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
আল-শাহ্রিয়ার বলেছেন: ঘুষ খাওয়ার নতুন পদ্ধতি।
৪| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২২
এ আর উৎপল বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৭
কানিজ রিনা বলেছেন: আমাদের একশত বছরের বাপ দাদার ভিটায়ও
শকুনের চোখ পড়েছে। ভুমি অফিসের দুর্নীতি
বাজ কর্মকর্তার সাথে স্থানীয় কিছু রাজাকার
বংশ জালজালিয়াতির মাধ্যমে আমাদের
বাপ দাদার ভিটা নিয়ে আমাদের কোটে যেতে
বাধ্য করেছে জানিনা কতদিন কোটে ঝুলতে
হয়। নতুন টিএনও বেশ সচেতন কিন্তু কোটে
যখন কেচ থাকে টিএনও কিছু করতে পারেনা। আর শকুনের দল যেখানে টাকা পায়
বেশী সেই পক্ষেই কথা বলে। থানার কর্মকর্তা
থেকে চেয়ারম্যান মেমব্বর সব এমনকি
উপজেলার কর্মকর্তাও।