| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরের গান
যদি আমি ঝঁরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়: যখন ঝরিছে ধান বাংলার ক্ষেতে ক্ষেতে ম্লান চোখ বুঝে, যখন চড়াই পাখী কাঁঠালীচাঁপার নীড়ে ঠোঁট আছে গুঁছে, যখন হলুদ পাতা মিশিতেছে খয়েরী পাতায়, যখন পুকুরে হাঁস সোঁদা জলে শিশিরের গন্ধ শুধু পায়, শামুকের গুগলিগুলো প'ড়ে আছে শ্যাওলার মলি সবুজে, - তখন আমারে যদি পাও নাকো লালশাক-ছাওয়া মাঠে খুঁজে, ঠেস দিয়ে ব'সে আর থাকি নাকো বুনো চালতার গায়, তাহলে জানিও তুমি আসিয়াছে অন্ধকারে মৃত্যুর আহবান ---।
©somewhere in net ltd.