| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসে আছি সেই শিমূল গাছটার নিচে । যে গাছটার নিচে বসে দুজনে কতো হাসাহাসি করে কথা বলেছি
কিন্তু আজ সেই শিমূল গাছটা ঠিক আগের মতোই আছে। শুধু আমি আর তুমি আগের মতো নেই
কতো জানা অজানা স্মৃতি জড়িয়ে আছে এই শিমূল গাছটার নিচে
-এই ছেলে তুমি এই গাছটার নিচে একা বসে আছো কেন
-চুপ
-কি হলো কথা বলেন না কেন
-কি বলবো
-এটাও কি শিখিয়ে দিতে হবে নাকি
-জানিনা কিভাবে কথা বলতে হয়
-এটা আবার কেমন কথা
এভাবে আস্তে আস্তে তোমার সাথে আমার পরিচয় হয়ে ছিলো
তারপর বন্ধুত্ব
কতো সুখি ছিলাম আমরা তাইনা
কিন্তু সেই সুখ ছিলো আমাদের মাঝে ক্ষনস্থায়ী।কারণ সুখটা সবার জীবনে ক্ষণস্থায়ী।কেউ জন কোটিপতির কোটি কোটি টাকা থেকেও সুখ নেই । কারণ টাকা কাউকে সুখ দেয় না আবার ক্ষনিকের ভালোবাসাও কখনো সুখ খুজে এনে দেয় না বরং আরো কষ্ট গুলোকে কুড়িয়ে এনে এই মনে ছেড়ে দিয়ে চলে যায়
-এই যে মি কি করেন
-ডান্স করছি
-মানে দেখছি বসে আছো ডান্স করছো কোথায়
-তাহলে বলছো কেন যখন দেখতেই পারছো
এভাবে আমাদের মাঝে অনেক কথা চলতো। মাঝে মাঝে আমি কতো তোমার সাথে দুস্টমি করেছি ।তা ছিলো ক্ষনিকের যদি জানতাম তাহলে কি এই পথে পা বাড়াতাম।
ভালোবাসা কখনো সুখের আরেক নাম নয় বরং ভালোবাসা হলো কষ্টের আরেক নাম।কারণ তোমাকে ভালোবেসে আগের স্মৃতি মনে হলেই অজানায় আবেশে এক ফোটা চোখের জল এসে বালিশটা ভিজে যায়
কতো স্মৃতি তোমাকে নিয়ে সে গুলো মনে হলেই বুকটা ফেটে যায়
-এই চলোনা একটু ঘুর যাবো
-কোথায়
-নদীর ধারে
-নদীর ধারে কেন
-কেন আবার প্রকৃতির মুগ্ধ সৌন্দরর্য দেখবো
-ওহহহ
-ওহহহ কি হ্যা
-আচ্ছা চলো
কতো জায়গায় তোমায় নিয়ে আমি ঘুরেছি।
এখন যেখানে যাই সেখানেই তোমার স্মৃতি মনে পড়ে যায়
তুমি বলেছিলে না
-আচ্ছা রাকিব তোমাকে একটা কথা বলবো
-আচ্ছা বলো
-তুমি কি কাউকে ভালোবাসো
-হুম
-কাকে
-একজনকে ভালোবাসি
-কাকে সেটা বলো
-অন্য এক দিন বলবো
সেদিন তোমার মনের কথা আমি জেনে গিয়েছিলাম।কিন্তু আস্তে আস্তে তুমি পাল্টে গেলে
আমিও আর তোমার মনের কথা বুঝতে পারিনা
তোমার মনে কি সেই আগের মতো আমার জায়গা আছে কিনা
থাকবে কি করে বলো কারণ আমিইতো তোমাকে ঠিক করে আমার মনে জায়গা দিতে পারিনি
একদিন ফোন করে তোমাকে ডেকেছিলাম আমার মনের কথা বলার জন্য
-কই তুমি
-কেন
-একটু ঐ শিমূল গাছটার নিচে আসতে পারবে
-আচ্ছা
তোমাকে যখন আমার মনের কথাটি বললাম
তখন তুমি কতোই না খুশি হয়েছিলে
কিন্তু আস্তে আস্তে আর তোমার মাঝে খুশির ভাব টা দেখতে পেতাম
ভাবতাম তাহলে আমি কি তোমার উপর বিরক্তের কারণ হয়ে উঠলাম
এক দিন তূমি ফোন করে বললে
-এই তুমি কোথায়
-কেন
-আমি শিমূল গাছটার নিচে দাড়িয়ে আছি
-ওহহ
-ওহ কি তারাতারি আসো
-
-
-আচ্ছা আসতেছি
যাওয়ার পর তুমি যে টা বললে যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না
তুমি বললে খুব সহজে
-জানো আমার বিয়ে ঠিক হয়ে গেছে
-ওহহ
-ওহহ কি হ্যা আমি সত্যি বলছি
-ওকে ভালো থাকো এই দোয়ায় করি
-প্লিজ রাকিব তুমি মন খারাপ করো না আমার চেয়ে ভালো মেয়ে তুমি পাবে
তোমার কি মনে আছে সেই কথা না তোমার আজ কিছু মনে নেই কারণ আমিতো তোমাকে একাই ভালোবেসেছি তুমিতো আমাকে ভালোবাসোনি
তুমি বলেছিলেনা
আমি নাকি তোমার হৃৎপিন্ড
কিন্তু তুমি ভুল বলেছিলে । কারণ হৃৎপিন্ড আমি তোমার ছিলাম না ছিলো অন্য একজন যদি আমি তোমার হৃৎপিন্ড হতাম তাহলে তুমি আজ আমাকে ছাড়া বেচে থাকতে না
কারণ হৃৎপিন্ড ছাড়া কেউতো বেচে থাকে না
-তবুও দোয়া করি তুমি ভালো থাকো সেদিনও বলেছিলাম
আজ তোমার বিয়ের দিন কিছুক্ষণের মধ্যে তোমাকে আমি হারিয়ে ফেলবো চিরকালের জন্য
মনে হচ্ছে আমার এই জীবনটা তছনছ হয়ে যাচ্ছে বুকের ভিতরে । আজ আমি অনেক বড় কিছু হারিয়ে ফেলেছি
জানি তুমি ফিরে আসবেনা তবুও কেন এই মন তোমায় নিয়ে স্বপ্ন দেখে
আগে যখন বলতাম তোমাকে নিয়ে আমি বাচবো না কিন্তু দেখো আজ ঠিকই বেচে আছি
আবেগের বশে অনেকে বলো তোমাকে না পেলে আমি বাচবো না
কিন্তু ক জন বলে আমি তোমার জন্য বাচবো
কিন্তু আমি বলতে চাই আমি তোমার জন্য বাচবো
দেখ ঠিকই বেচে আছি
কারণ আমার ভালোবাসাতো ব্যর্থ ছিলোনা
বরং আমার ভালোবাসায় তুমি ব্যর্থ হয়েছো
ভালোবাসা যা দিয়ে যায় তার চেয়ে বেশি কেড়ে নিয়ে যায় ।যদি তোমায় ভালোবাসতাম না তাহলে হয়তো জানতাম না কিন্তু তোমায় ভালোবেসেতো জানতে পারলাম
-কতো স্মৃতি মনে পরে আমার কিন্তু তোমার মনে পড়ে কি না জানি না হয়তো পড়ে
-হঠাৎ কাদে কারো হাতের ছোয়া অনুভব করলাম
এতক্ষণ শিমূল গাছটার নিচে বসে কথা ভাবছিলাম
তাকিয়ে দেখি আমার বন্ধু আরমান
-কি রে রাকিব এখানে বসে একা একা কাদছিস কেন
-আগের স্মৃতি খুব মনে পড়ছেরে
-কেন ও যদি তোকে ভুলে থাকতে পারে তুই কেন পারবি
আজ আমি বাস্তবতার কাছে হেরে গেছি। জানি তোমাকে ভুলতে পারবো কোনো দিন
তোমাকে যেন না ভুলতে পারী কেন আমার ভালোবাসা তো মিথ্য ছিলোনা তাহলে কেন তোমাকে কেন ভুলে যাবো বলো
-
-
-
©somewhere in net ltd.