![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসেন আমরা বসি । পাবলিক তো আমাদের নিতাছে না । শেষে সবাই গালাগাল দিবে যে সরকার আর ঠিক হইল না ।
কি নিয়া বসবেন ?
দূরো কি যে বলেন । আমরা কি কি করছি আর বাসবভনে কত নতুন ফার্নিচার আনছি তার দরদাম কমু নে আরকি ! এবং মিডিয়ারে বলব এর নাম হিন্দি একটা সিরিয়ালের মত যে " ইস সরকার কো কেয়া নাম দিয়া "
না তাইলে যামুনা । নির্বাচনে কিরাম সরকার হবে তা নিয়া বন ।
আরে আপনেও দেখি ইনটেলেকচুয়াল টাইপ কথা কন । ওগো বেইল নাই ।একটা কথা আপনিতো বুঝেন যে গদি কি একখান জিনিস ! আমি এইডা ২১ সালের আগে ছাড়তেছিনা ।
না তাইলে আর আপনের সাথে বসতেছিনা ।
ভালকথা আইসেন না । জেলে যাইবার চাইলে আমার কি করা ?
কিভাবে ঢুকাবেন কেইস কি দিবেন ?
আপনে তো শিখাইছেনই । তয় ভালকথা আমি আপনের ভাল চাই। তাই বলতেছি তত্ত্বাধায়ক আইলে আপনের হালুয়া টাইট । ( আর আমার অবস্থা ...... ।মনে মনে)
আইচ্ছা তাইলে কিছু মানুষ মরুক । দেশের অবস্থা একটু খারাপ হোক !
করেন । আমাদের তো লোকে মেন্ডেট দিসে বিচার করার জন্যে । আমরা সেটা চোখ আঙ্গুল দিয়ে দিয়ে করতেছি । দেশ দিয়া আমার কি !!
আক্কাসের তহন ভয় হয়। দেয়াল থেকে কান সরাই ফেলে চা আনতে যায় । আর বিরবিরিয়ে বলতে থাকে- হায় হায় এরা এসব কি বলে ? চায়ের কথা বলে চায়ের দোকানের একজনরে এসব কথা বলে ফেলে ।
ঐ লোকে বলে এসব বলছ শুনলে তুমি তো শেষ ।
আক্কাস কয় আরে ভাই আমিতো এমনি তেই শেষ ।
কেন কি হইছে ?
আরে ঐদিন হরতালে পুলিশ আমার পুলাটারে এমন মাইর দিসে যে ও আর স্বাভাবিকভাবে হাটতে পারেনা । এহন ও বিছানায় কাতরায় ।
মোরাল : দেয়ালের ও কান আছে ।
©somewhere in net ltd.