নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কোন কিছুতে অবাক হইনা।।।।।

মাজহার মুরাদ

আমি অচেনা

মাজহার মুরাদ › বিস্তারিত পোস্টঃ

কষ্ট হয় . . .

২৬ শে মে, ২০১৩ রাত ১০:১১

গতকাল সিলেটের একটি স্থানীয় ও বেশ জনপ্রিয় পত্রিকায় দেখি সম্পাদকীয় কলামে বাংলাদেশি পণ্যের অস্তিত্ব সত্ত্ব নিয়ে লেখা । পড়ে বড়ই মায়া হল আর শিরা ধমনী ভিতরে রক্তও গরম হতে লাগাল । সাম্রাজ্যবাদী " আমেরিকা অনেক আগেই নিম গাছের সত্ত্ব নাকি নিয়ে গেছে । বাসমতি চালের সত্ত্ব ভারত পাকিস্তান ভাগাভাগি করে নিয়ে গেছে । নকশী কাঁথার আর জামদানির মত অপূর্ব সৃষ্টির সত্ত্বও নাকি ভারত ছিনিয়ে নিয়েছে ভারত । এখন নাকি রাজশাহীর ফজলি আমের টা নিয়েও টানাটানি করছে ।" তাহলে আমাদের আর কি থাকল ?

পানিও আটকে রাখে , বর্ডারে গুলি করে মারে , টিভি চ্যানেল দেখতে দেয়না , চারদিকে বাঁধ দিতে চায় , আবার আমাদের দেশে বন্দর নির্মাণের জন্য তাদের দেশে বিজ্ঞাপন দেয় ! টোল নিয়ে নাকি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে ! আবার টোল নির্ধারণ নাকি লজ্জা !!! দেশের ভিতর দিয়ে তাদের পণ্যবাহী ট্রাক যাবে ।

আমাদের বাণিজ্য মন্ত্রণালয় কি করে !! আমাদের নেতা নেত্রীরা কি করেন !! দেশের পণ্যের অস্তিত্ব সংকটে আর তারা আছে ক্ষমতার চেয়ার নিয়ে । দেশই যদি না থাকে তাহলে ক্ষমতা দিয়ে কি করবেন ? আমরাও যে সচ্চার তাও না !! বড়ই কষ্ট হয় আমাদের জন্যই ॥

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.