![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ভাইয়ের কাছে তার ছোট বোন এমপি থ্রি চাইল । বাবা মার কাছে চাইলে উনারা দিবেন না বা দিতে পারবেন না এটা জেনেই চাইল । ভাই এটা কিনবে কি এক প্যাকেট দামি চকলেট কিনে বোনকে দিতে পারে নি । বোনটা আবার এস এস সি তে জোশ রিসাল্ট করছে । ভাইয়ের এ অবস্থায় বুঝে সে বলে আমি টাকা দেব , তুমি কিনে দিবে । ভাই মাঝে মাঝেই তার কাছ থেকে টাকা নেয় । তবে আজকে নিতে তার বিবেকে খুব ধাক্কা লাগল । এরপর বোনের জন্মদিন ও চলে গেল । তারপরেও কিছু গিফট দিতে না পারার ব্যর্থতা কুঁড়ে কুঁড়ে খেতে লাগল । ভাইটি বলল তুই এক কাজ কর আমার মোবাইলটা নিয়ে নেয় । বোনটি তা নেবেনা । বলে এটা নিলে তুমি চলবে কিভাবে আর আমি মোবাইল কখনোই নেব না । তারউপর বাবা মা বকাবকি করবে । ভাইটি বুঝতে পারল যে বোন মোবাইল নেবেনা । তখন ভাইটি তার স্বাদের মোবাইল টি বিক্রি করে দেয় এবং এমপিথ্রি কিনে নিয়ে যায় । বোনটিমহাখুশি ভাইও খুশি । কিন্তু পরের দিন যখন বোনটা বুঝতে পারল ঘটনাটা তখন কেঁদে কেটে অস্থির । কাঁদছে আর বলছে . . . তুমি আমার সাথে আর কোনদিন কথা বলবে না । আমি আর কোনদিন তোমার কাছে কিছু চাইব না । তারপর বোনটাকে ভাই আর কোনদিন গান শুনতে দেখেনি, গাইতেও শুনেনি । তারপর থেকে ভাইটা ভাবে আর টাকার পিছনে ছুটে । এখন তার অনেক টাকা কিন্তু তার বোন তার কাছে কিছুই চায়না । এই আক্ষেপ আর অশান্তি ভাইটি এখনো বয়ে বেরায় । বোনটি তা জানল না . . . . . ।
©somewhere in net ltd.