![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রীতিমতো ইজ্জত নিয়া টানাটানি । বাসায় লুঙ্গি পড়ে খালি গায়ে শুয়ে আছি । দেখি একটি বড়আপা টাইপের মেয়ে হাতে লিপলেট নিয়ে দরজায় দাড়িয়ে ডাকছে ভাইয়া ভাইয়া । বললাম দাঁড়ান । খোঁজতে লাগলাম টি শার্ট । কাজের সময় কিছু খোঁজলে পাওয়া যায়না । এক্ষেত্রেও তাই । সারা গা যখন দেখেই ফেলেছেন তবে আর ঢেকে লাভ কি । চোখলজ্জা ত একটা বিষয় আছে তাই গামছা । বললেন ভোটটা কিন্তু চাই । বিদায় হওয়ার পর গামছা ছেড়ে বই পড়তে বসলাম । মিনিট দশেক পরে দেখি মহিলাদের একদল ডাকছেন ভাইয়া বলে । আবার লিপলেট চাইলেন মেয়র পদে ভোট । অপর আরেকজন বাবা ডেকে পানি খাইতে চাইলেন । বোতল আর গ্লাসে করে দিলাম পানি । যাওয়ার সময় বললেন বাবা ভাই সবই ডাকলাম ভোটটা কিন্তু দিবাই । আমি এমন ভাবনিলাম যে ভোট দিবই । আমার আক্ষেপ হল এদের আমি ভোট দিতে পারব না । কারণ আমি এই সিটির ভোটার না । কিন্তু তারপরেও এরা কেন বাসায় স্বাধীনভাবে থাকতে দিচ্ছেনা । দারুন সমস্যা এখন বাসায় এই গরমেও খালি গায়ে থাকতে দিচ্ছেনা প্রচারণা বাইরে কর ক্ষতি কি ?
©somewhere in net ltd.