![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শালীনতাই সৌন্দর্য্য
কেমন আছ ?
আমার “প্রাণের প্রিয়তম” কেমন আছ তুমি ?
আলহামদুল্লিলাহ । আমি ভাল আছি , কিন্ত তোমার বিরহে
এক্কেবারে যবু -থবু অবস্থা আমার।
তুমি তো কখনোই আমার কাছে ছিলে না, কিন্ত তোমার
সাথে বলা কথা গুলো আমায় ভাললাগায় জড়িয়ে রাখত সারাবেলা,
তাই কখনো মনেই হয়নি তুমি অনেক দুর ।
এখন দুরত্বটা মাইলের স্কেলে ডবল হয়েছে,
কিন্ত জানো, তোমার বিরহের কষ্ট আমার
বুকে বিঁধছে ডবলেরও কয়েক গুন বেশী ।
সবার মাঝে আছি তবু একা একা লাগে ।
হাসছি, খেলছি, আড্ডা দিচ্ছি, কিন্ত আমাতেই নেই আমি ,
আমার মনের ভাবনাতে যে সারাক্ষনই তুমি।
নিজের কাছে নিজেকে মনে হয় পাক্কা অভিনেত্রী ।
সর্বশেষে তোমার কাছে একটা মিনতি ,
“মনে রেখ আমায় “ “ ভুলনা আমায়”
“ তোমার আমি”
০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪
ওমেরা বলেছেন: ভাপু আপনি কেমন আছেন ? যতই প্রথম কমেন্ট করেন না আপনাকে আমি চা, কফি কিছু দিব না কারন আপনি বেশী কথা বলেন । ধন্যবাদ দিলাম শুধু ।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৯
নতুন নকিব বলেছেন:
প্রিয়জনের অনেক স্মৃতি এমনভাবেই জাগিয়ে রাখে।
চিঠি ভাল লাগলো।
০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭
ওমেরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৩
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: প্রিয়তম আজ স্মৃতিজাগানিয়া....
০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮
ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: বোঝা যাচ্ছে ভালোই শীত পড়েছে।
সংশোধনীঃ কোমার বিরহে না হয়ে তোমার বিরহে হবে না?
০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০০
ওমেরা বলেছেন: জী ভাইয়া ঠিক বলেছেন শীতে জমে যাচ্ছি ।অনেক ধন্যবাদ ভাইয়া, সংশোধনীর জন্য অতিরিক্ত একটা ধন্যবাদ সাথে আছে ভাইয়া ।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১
ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫
পবন সরকার বলেছেন: দারুণ লাগল।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১
ওমেরা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২২
মরুচারী বেদুঈন বলেছেন: নারী এমন এক জিনিস যাদের সাথেও থাকা যায় না আবার তাদের ছেড়েও থাকা যায় না!
দোয়া করি যেন তিনি দ্রুত দূরত্ব কমিয়ে আনেন।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
ওমেরা বলেছেন: তাহলে তো নারী আজব এক জিনিস !!! ধন্যবাদ
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮
আটলান্টিক বলেছেন: কিন্ত কোমার বিরহে
এক্কেবারে যবু -থবু অবস্থা আমার।
বানান ভূল।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১
ওমেরা বলেছেন: জী ভাইয়া বানান ভুল কিন্ত এটা কি হবে,সেটা যদি বুঝে থাকেন তাহলে আমাকে পূর্ণ নাম্বার দিতে হবে ।অনেক ধন্যবাদ ভাইয়া।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিরহের কবিতা লেখার চেষ্টা। গুড লাক।।।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২
ওমেরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫
ধ্রুবক আলো বলেছেন: চিঠি ভালো লাগলো। আপনার কামনা পূর্ন হোক।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
ওমেরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
মরুচারী বেদুঈন বলেছেন: মরুচারী বেদুঈন বলেছেন: বিরহ বিনা প্রেম হয় কি পূর্ণ!
বিরহ ছাড়া প্রেম যে শূন্য.......
০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
০
লেখক বলেছেন: আপনার কি অনেক অভিজ্ঞতা আছে নাকি??
আবারও ধন্যবাদ ।
~~~~ আজ পর্যন্ত একটা প্রেমও জুটল না বিয়ে-শাদী
কপালে আছে কিনা আল্লাহ মালুম।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
ওমেরা বলেছেন: প্রেম না জুটুক তবে বিয়ে একটা কপালে আছে অপেক্ষা করেন ।
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
মলাসইলমুইনা বলেছেন: প্রথম হবার পরেও কফি (আমি চা তেমন খাই না ) নেই ? ব্লগ ট্রেডিশনের মস্ত বরখেলাফ হলো কিন্তু !
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৯
ওমেরা বলেছেন: আমার হাতের কফি পেতে হলে, সেঞ্চুরি করতে হবে পন্ডিত ভাইয়া। আগে তো সেঞ্চুরি করেন আপনার পুরো ফ্যামেলীকে ফফিতে ডুবাব সেদিন ।ধন্যবাদ ভাইয়া।
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লাইনে লাইনে বিরহ !
চমৎকার কবিতা।
০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
ওমেরা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে! এটা কী দেখলাম? আপনার কলম থেকে বিরহের কবিতা? অবাক হলাম! যাকগে, আপনার মনের আকাশেও যে বিরহের মেঘ জমে এটা বাস্তব জেনে আপনার জন্য সমবেদনার সাথে সাথে মনোবাঞ্ছা পুরণ হওয়ার কামনাও রইল। আশা করি আপনার সেই প্রিয়জন আপনার ব্যথাটা অন্তর দিয়ে অনুধাবন করতে পারবেন আর আপনার সাথে তাঁর ছিন্ন হওয়া বন্ধনের সুতোটা আবারও জোড়া লেগে যাবে!
০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
ওমেরা বলেছেন: কেন আমি তো মানুষ তাই আমার জীবনেও সবই আছে ভাইয়া ।আমার বন্ধন কখনো ছিন্ন হবে না এটা সাময়িক বিরহ ।
ধন্যবাদ ভাইয়া ।
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৬
মলাসইলমুইনা বলেছেন: সেঞ্চুরি করতে হবে তার মানে কি ? এই লেখায় কমেন্টস করে ? মার্ হাত ব্যাথা হয়ে যাবে ! তখন কফির কাপটাওতো আর মুখে তুলতে পারবো না ! আচ্ছা এতো ঝামেলা করতে হবে না | কফি লাগবে না | আমি স্টারবাক থেকে একটা লাটে কিনে নেবো একটু পর |
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০১
ওমেরা বলেছেন: পন্ডিত ভাইয়া আমি মিন করেছি আমার প্প্ররতি পোষ্টে প্রথম কমেন্ট করে যদি সেঞ্চুরি করতে পারেন তাহলে কফি পাবেন ।
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮
তারেক ফাহিম বলেছেন: বিরহ কবিতা শুরু করলেন দেখে অভিনন্দন।
বাস্তবের আলোকে হলে দুরুত্ব কমানোর কামনা করি।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯
ওমেরা বলেছেন: আমার পাচঁ মিশালী লিখা যখন যা মনে আসে তখন তাই লিখি । ধন্যবাদ ভাইয়া ।
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫২
মনিরা সুলতানা বলেছেন: এত এত আকুতি যেখানে ,ভুলে যেতে পারেই না ।
খোলা চিঠিতে ভালোলাগা ওমেরা
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১
ওমেরা বলেছেন: আপুনি সে যদি ভুলেও মেরে আমি ভুলিয় না তারে এটা আমার সংকল্প । ধন্যবাদ আপুনি ।
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০০
শামচুল হক বলেছেন: চিঠি ভালো লাগল।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১
ওমেরা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪০
শুভ_ঢাকা বলেছেন: হেই ওমেরা,
কেমন আছেন বোন। বিলেটেড হ্যাপি নিউ ইয়ার টু ইউ।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১
ওমেরা বলেছেন: হেই সেয়ানা !! আলহামদুল্লিলাহ !আমি ভাল আছি ভাইয়া । আপনি ভাল আছেন তো ভাইয়া ? ভাইয়া আপনার প্রতি আমার অনেক সন্মান ও কৃতজ্ঞতা আছে তাই আপনার একটা কমেন্ট আমার মাঝে অনেক ভাললাগার সৃষ্টি হয় । অনেক ধন্যবাদ ভাইয়া ।
২০| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৫
শুভ_ঢাকা বলেছেন: সেয়ানা কেন বললেন? ব্যাখ্যা দিতে হবে। হা হা হা।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২২
ওমেরা বলেছেন: ভাইয়া এটা বাংলা সেয়ানা না ,এটা একটা সুইডিশ ওয়ার্ড মানে হল বন্ধু, এই ওয়ার্ড কাছের বন্ধুদের সাথে ব্যবহৃত হয় ।
২১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৭
শুভ_ঢাকা বলেছেন: ও সরি বলতে ভুলে গেছি। খুব ভাল আছি ওমেরা।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৩
ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ । শুকরিয়া ভাইয়া ।
২২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৮
শুভ_ঢাকা বলেছেন: Your explanation is granted and I am honored. Very nice indeed, thank you, Omera.
০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
ওমেরা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন:
অন্তর্জ্বালার নিশ্চুপ আলাপ ভাল লাগলো বেশ ।
০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
খায়রুল আহসান বলেছেন: ভাল রেখো আমায়, ভুলোনা আমায়, এগুলো মানুষের মৌলিক হৃদয়াবেগ। কেউ প্রকাশ করে, কেউ করেনা। কেউ আড়ালে আবডালে করে, কেউ প্রকাশ্যে।
কবিতার আবেগ ভাল লেগেছে।
০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪০
নাগরিক কবি বলেছেন: এটা কেমন হয়ে গেলো না!!! আবেগের চিঠিতে আলহামদুলিল্লাহ্
০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
ওমেরা বলেছেন: কেন ভাইয়া,আবেগ-বিবেক সর্বঅবস্থায়ই তো আল্লাহর শুকরিয়া করতে হবে ।কেমন আছেন ভাইয়া?
২৬| ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২৬
নীল-দর্পণ বলেছেন: ভাললাগা রেখে গেলাম। কেমন আছেন আপুনি?
১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৯
ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ! আপুনি আমি ভাল আছি ! আপনি কেমন আছেন আপুনি ?
অনেক ধন্যবাদ আপুনি ।
২৭| ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৯
ওমেরা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
২৮| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৫০
মলাসইলমুইনা বলেছেন: খুব ঠান্ডা এখানে |স্নো পড়ছে অবিরাম | আমার না পাওয়া কফিটা এখন চাই |
১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪
ওমেরা বলেছেন: সেটা আপনাকে কখনো দেয়া হবে না ভাপু যাতে আপনি বার বার আমার ব্লগে আসেন। কফি দিয়ে দিলে তো আর আসবেন না ।
কেমন আছেন ভাপু? একটা ধন্যবাদ নিয়ে যান সাথে।
২৯| ১৩ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:১২
জাহিদ অনিক বলেছেন: কেমম আছ তুমি শিরোনামে লেখা বিরহ চিঠিতে লেখকের আকুলতা স্পষ্ট; প্রাপকের কথা ভাবতেই শীতলতা থেমে যাচ্ছে স্পন্দন
১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৯
ওমেরা বলেছেন: প্রাপক তো চিঠিখানি পেয়েছে কিন্ত তার কোন অনুভূতিই বুঝলাম না, মনে হয় সে একটা রোবট ।
ধন্যবাদ অনিক ভাইয়া।
৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা- ভালো বলেছেন এই ধরনের চিঠির প্রাপক বেশিরভাগ ক্ষেত্রেই রোবোট হয়।
সত্য কথা।
১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১
ওমেরা বলেছেন: তাহলে তাকে আর চিঠি লিখব না !! আমার কথাকে সাপোর্ট করার জন্য আরেকবার ধন্যবাদ অনিক ভাইয়া।
৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯
আটলান্টিক বলেছেন: রেসিজম!!!!!!
সারা ইউরোপ জুড়ে চলছে ভয়াবহ রেসিজম।সুইজারল্যান্ড এ ও কম না বরং একটু বেশি।কি হবে আপু তোমার
১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০০
ওমেরা বলেছেন: ভাইয়া আপনি চিন্তা করিয়েন না আমার জন্য আমি যেমন আছি তেমনই থাকব , একদিন মরে লাশ হব। ধন্যবাদ ভাইয়া।
৩২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
মো: নিজাম গাজী বলেছেন: বাহ দারুন খোলা চিঠির গন্ধ। সুন্দর লেখনি প্রিয়া লেখিকা। শুভকামনা।
১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১
ওমেরা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ।
৩৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
মো: নিজাম গাজী বলেছেন: জাহিদ অনিক বলেছেন:
হা হা হা- ভালো বলেছেন এই ধরনের চিঠির প্রাপক বেশিরভাগ ক্ষেত্রেই রোবোট হয়।
সত্য কথা।
হাহাহা। কিন্তু আমি এই ধরনের চিঠীর প্রাপক হতে চাই। প্রেরক খুঁজে পাচ্ছিনা অনিক ভাই।♣♣♣
১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
ওমেরা বলেছেন: ভাইয়া আপনি আগে প্রেরক হন প্রাপক তখন পাবে , পরবর্তীতে সে প্রেরক হবে আপনি হবেন প্রাপক । আপনি অনিক ভাইয়া বলেছেন কিন্ত আমি একটা পরামর্শ দিলাম কাজে লাগতে পারে ভাইয়া।
৩৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১২
মিথী_মারজান বলেছেন: আমার কাছে বাংলা ভাষার সবচেয়ে রোমান্টিক আকুতি হল - ভুলোনা আমায়।
(যদিও এটা সম্পূর্ণ আমার ব্যাক্তিগত অভিমত)
যাইহোক, শুভ কামনা রইল।
প্রাণপ্রিয় তার প্রাণপ্রিয়ার ডাকে সাড়া দিবে এমনটাই আশা করছি।
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৭
ওমেরা বলেছেন: জী আপু দোওয়া করবেন সে যেন সারাজীবন আমারই থাকে । অনেক অনেক ধন্যবাদ আপু।
৩৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮
প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৮
ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
৩৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা ভালো লেগেছে বুবু। শীত কেমন আপনার ওখানে?
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩২
ওমেরা বলেছেন: সুইডেন এখন মাইনাসে আছে সারা শহর বরফে ঢাকা । অনেক ধন্যবাদ ভাইয়া।
৩৭| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪৩
ফড়িং-অনু বলেছেন: বাহ! চমৎকার।
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৫২
ওমেরা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:২৯
মলাসইলমুইনা বলেছেন: ওমেরা,কি ব্যাপার প্রচন্ড স্নো ফলে মন খারাপ ? কাওকে মনে পড়লো মনে হয় ? লেখাগুলো তো সিক্যুয়ালের মতো মনে হচ্ছে ! সাদা স্নোময় ভাললাগা একটি দিন,প্লাটিনামের রিং, অদ্ভুত ভালোলাগা, আর খোলা চিঠি | কঠিন হয়েছে খোলা চিঠি | খোলা চিঠি পৌঁছে যাক ঠিক ঠিকানায় |ঠিক আছে শার্লক হোমসকে খবর দিচ্ছি | এই ঠান্ডায় আমার কফি কই ?