![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
তোমার হাতটা ধরে সাগর পাড়ে হাটার শখ
না বলা কথার, আজ থেকে মৃত্যু হোক।
জানিনা, তোমার নানান বাহানায়
আমার জায়গাটা ছিল কোথায়?
তোমার সব গোপন, গোপন থাকে
আপন ভাবেছি আমি, কি এক ঘোরে।
বুঝিনি, তুমি আমার হবার সম্ভাবনা
অমাবস্যায় ভরা জোছনা।
ভাবতে,
আমি ভোরের ঝরা পাতা।
যদি আমার হতে-
দেখতে,
বিকেলেও ভোরের ফুল তাজা।
আমার হারাবার সময় হোল
তোমার শুধুই ভালো হোক।
ভালো থেকো...
ভালো থাকা চাই।
©somewhere in net ltd.