নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লতাপাতা

অপরিচিতা০০১

অপরিচিতা০০১ › বিস্তারিত পোস্টঃ

B-) #:-S 8-| পোস্ট করা যায় কিনা দেখি! ;) :P :D

২২ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৮

বাহ! :-* :-* আজ সরাসরি ব্লগে আসতে পারলাম। সেদিন এসে শুধু লগিন করতে পেরেছিলাম। :-* আজ পোস্ট করা যায় কিনা টেস্ট করি ;)
"একজন নিখুঁত স্রষ্টাকে ভালোবাসা সহজ কাজ, কারণ তিনি নির্ভুল এবং নিষ্কলঙ্ক। তার চেয়ে অনেক কঠিন কাজ হলো মানুষকে ভালোবাসা, তাদের সকল দোষত্রুটি এবং ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা। মনে রেখো, মানুষ কেবল সেটুকুই জানতে পারে, যেটুকু সে ভালোবাসতে পারে। ভালোবাসা ছাড়া কোন জ্ঞানের আগমন ঘটেনা। যতক্ষণ না আমরা সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসতে পারছি, ততক্ষণ পর্যন্ত সেই স্রষ্টাকে সত্যিকার অর্থে জানার, ভালোবাসার কোন সুযোগ নেই।"

'Forty Rules of Love' বইটার বাংলা পিডিএফ ভার্সন কারো কাছে থাকলে দিবেন প্লিজ। 8-|

আপডেটঃ ব্লগে অল্প একটু পাওয়া গেছে।
view this link

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ থেকে, নাকি বিদেশ থেকে লগিন করলেন?

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৮

অপরিচিতা০০১ বলেছেন: বাংলাদেশ থেকে

২| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:



আপনি পোষ্টে অকারণ, অসংখ্যা "ইমো" দিয়ে থাকেন; এগুলোর কি দরকার আছে?

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৭

অপরিচিতা০০১ বলেছেন: সামুর ইমো আমার ভালো লাগে। ইমোর ইউজ করার জন্যই দিয়েছি। আমি সবার মতো তেমন পোস্ট করি না। তাই ইমো ব্যাবহার করা হয় না। আট বছর পর একটা পোস্ট করলাম, ইমো না দিলে পাপ হবে :)

৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৪০

মা.হাসান বলেছেন: এতদিন কোথায় ছিলেন?
ফিজিকাল বুক শেয়ার করার সহজ ইবুক শেয়ার করতে গেলে কিছু কপিরাইটের ব্যাপার আছে । এর আগে এরকম ক্ষেত্রে মডারেটরের তরফ থেকে লিঙ্ক শেয়ারকারী কে সতর্ক করার ঘটনা ঘটেছে বলে মনে পড়ে। একটু কষ্ট করে নিজেই গুগুল এ খুঁজুন । এরপরেও না পেলে। যোগাযোগের জন্য একটা ইমেইল এড্রেস দিয়েন যার মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হবে।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৮

অপরিচিতা০০১ বলেছেন: খুজেছি। পাচ্ছি না। কিনে নিবো তাহলে। ধন্যবাদ আপনাকে।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১৫

চাঁদগাজী বলেছেন:



এসব আবর্জনা বই টই না পড়ে, বরং ব্লগের পোষ্ট পড়েন।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩৭

অপরিচিতা০০১ বলেছেন: আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ! :D :D :D

৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৩৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: অনেক দিন পরে লগইন করতে পারলাম

৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৩৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: জনৈক

৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৪০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: পুরো মন্তব্য পোস্ট হয় না কেন??

৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: একজন মানূষের প্রতি আরেকজন মানূষের ভালোবাসা থাকাটাই স্বাভাবিক। অথচ আজকাল মানূষের প্রতি মানূষের ভালোবাসা দেখাই যায় না।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৯

নীল আকাশ বলেছেন: স্বাগতম সামুতে ফিরে আসার জন্য।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আমিও কমেন্ট করলাম । দারুন খবর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.