নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরক্ত নিয়ে ছেলেটি ফোন রিসিভ করে,
-হ্যালো
-ফয়সাল... কি করো?
-কেন ?
-তুমি আমার ফোন রিসিভ করো না কেন?
-জানি না।
-আচ্ছা একটা জরুরী কথা!
-হুম।
-রাগ করবা?
-এত ঢং!! না করে বল।
-তুমি তো প্রথমেই রাগ করছো!
-বললে বল, না বললে চুপ করে থাক।
-আচ্ছা, জানো,আমার একটু একটু পেটের মধ্যে ব্যাথা করছে!
-তো ?আমি আমি কি করব?
-কেন বুঝ না? আমি ভয় পাচ্ছি!
-কিসের?
-আমমমি...মনে হয় কনসেভ করেছি!
-মানে কি?
-হুম..
-এখন আমি কি করতে পারি?
-জানি না, তবে...
-তবে কি?
-তুমি কি আমাকে বিয়ে করবে?
-বিয়া করবার জন্য মন সব সময় উতলা থাকে, তাই না?
-এভাবে বলবা?
-দেখ! এটা তোমার সমস্যা, তোমাকে কি করতে হবে তা তুমিই যান, আমাকে এর মধ্যে আনবা না, বাই।
অতঃপর মেয়েটি ভাবে,
এবার বুঝি মা আমাকে মেরেই ফেলবে !!!
ঠিক একই ভাবে পেটে থাকা শিশুটি ভাবে,
এবার বুঝি মা আমাকে মেরেই ফেলবে !!!
বি:দ্র: লেখাটি ফেসবুকের কোন স্ট্যাটাস থেকে অনুপ্রাণিত ।
১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
পবিত্র হোসাইন বলেছেন: আব্দুল্লাহ্ আল মামুন ভাই , আমার ব্লগ লেখার বয়স , এখন পর্যন্ত (একদিন আট ঘন্টা মাত্র) ।
এখনো প্রথম পাতায় লেখার সৌভাগ্য হয়নি । আপনাদের ভালোবাসা , সহযোগিতা পেলে হবে হয়তো ।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভাই আপনার লেখা কি প্রথম পাতায় যায়??
ফেসবুক আইডি লিংটা দিয়েন ।।।
ভালো থাকবেন ।ভালোবাসা রইলো