নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফটোগ্রাফি মানুষের শখ গুলোর মধ্যে অন্যতম। কম বেশি সবাই ছবি তুলতে পছন্দ করে। আমিও তার ব্যতিক্রম নই। তবে এ বিষয়ে আমি ভাল কিছু করতে পারিনি। সামুর ব্লগারদের মধ্যে আমাদের প্রিয় ছবি আপা, রাজিব ভাই অনেক ভাল ছবি তোলেন। ছবি নিয়ে তাদের বেশ কিছু পোস্ট আছে। তাদের দেখাদেখি আমিও একটা ছবি ব্লগ করার চেষ্টা করেছি তবে এই ব্লগের ছবি গুলো আমার তোলা নয়।
প্রতিটি ছবি আমার প্রিয় দেশী-বিদেশী বিখ্যাত ফটোগ্রাফারদের তোলা। তাদের নাম সহ ছবি গুলো দেয়া হল-
১। লুকাস পেজেটা, ব্রাজিল
২। লিজা রহমান, বাংলাদেশ
৩। লিসা ফটিস, ইউনাইটেড কিংডম
৪। জুলি,নরওয়ে
৫।হেদায়াতুল ইসলাম, বাংলাদেশ
৬। অজয়, ইন্ডিয়া
৭।এম্রি কাজু, তুর্কি
৮। ডেভিস সানচেজ, পানামা
৯। আনফিস এরেমিনা-রাশিয়া
১০। আমিনা মশিউর, আলজেরিয়া
১১। আবিদ, বাংলাদেশ
৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০২
পবিত্র হোসাইন বলেছেন: থাংকু
২| ৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০২
করুণাধারা বলেছেন: চমৎকার সব ছবি! ভালো লাগলো!
৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
পবিত্র হোসাইন বলেছেন: মচৎকার ভালবাসা
৩| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২০
ভুয়া মফিজ বলেছেন: এদের সাথে নিজের তোলা কয়েকটা ছবি দিলে পোস্টটা পূর্ণতা পেতো।
০১ লা মে, ২০১৯ সকাল ৯:৪১
পবিত্র হোসাইন বলেছেন: সেটাই তো পারলাম না ভুয়া মফিজ ভাই
৪| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর! মনমুগ্ধকর।
শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় পবিত্রভাইকে।
০১ লা মে, ২০১৯ সকাল ১০:০০
পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ দাদা।
আমার মনে হয় গল্পের সাথে আপনি ভালো কবিতা লিখতে পারেন। আপনি কবিতা কেন লিখেন না?
আপনার কবিতা পড়ার আশায় রইলাম
৫| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৩
ল বলেছেন: আপনার তোলা ছবি কোথায়!!
০১ লা মে, ২০১৯ সকাল ১০:০১
পবিত্র হোসাইন বলেছেন: আমি ছবি তুলতে পারি না
৬| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন পোস্ট
০১ লা মে, ২০১৯ সকাল ১০:০৩
পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ।
আপনি কিন্তু আমার ছবি তুলে দিতে চেয়েছেন ভুললে চলবে না।
৭| ০১ লা মে, ২০১৯ রাত ১২:৫৫
অর্পিতা মন্ডল বলেছেন: প্রত্যেকটা ছবি সুন্দর।
০১ লা মে, ২০১৯ সকাল ১০:০৪
পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ।
গান শোনা পাওনা আছে।
৮| ০১ লা মে, ২০১৯ রাত ১:০৬
মাহমুদুর রহমান বলেছেন: মনোমুগ্ধকর!
ছবিগুলো কি আপনার হাতে তোলা?
০১ লা মে, ২০১৯ সকাল ১০:০৬
পবিত্র হোসাইন বলেছেন: প্রিয় মাহমুদুর রহমান ভাই আমি ছবি তুলতে পারি না (
ছবি গুলো আমার প্রিয় ফটোগ্রাফারদের তোলা।
৯| ০১ লা মে, ২০১৯ রাত ১:১৬
মুক্তা নীল বলেছেন: ছবি সুন্দর এবং আপনার কালেকশন ভালো।
০১ লা মে, ২০১৯ সকাল ১০:০৯
পবিত্র হোসাইন বলেছেন: ধন্যবাদ।
আপনার নতুন পোস্ট কই?
নতুন চাকরিতে মিষ্টি পাইনি কিন্তু !!!!
এবার ছাড় নাই !!
১০| ০১ লা মে, ২০১৯ বিকাল ৪:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: অসাধারণ। প্রিয়তে রাখলুম।
০১ লা মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
পবিত্র হোসাইন বলেছেন:
থাংকু, থাংকু... প্রিয় মোঃ মাইদুল সরকার ভাই।
আপনার জন্য কবিতা-
শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার
জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা
ভূবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য
অপলক মুখশ্রীর শান্তি একঝলক;
শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু
কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত
শুধু কবিতার জন্য, আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়।
মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, মুধু কবিতার
জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি।
-সুনীল গঙ্গোপাধ্যায়
১১| ০২ রা মে, ২০১৯ বিকাল ৫:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়াও আমাকে সুনীলের কবিতা গিফট দেওয়ায় ধন্যবাদ ভাই।
০২ রা মে, ২০১৯ বিকাল ৫:৩২
পবিত্র হোসাইন বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয় ভাইজান।
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর পোস্ট