নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবে শেষ থাকুক বা না থাকুক, প্রত্যেক জিনিসেরই একটা শুরু আছে।আমার জীবনের শুরু হয়তো বা আজ থেকেই মনে করলাম।কারন মত প্রকাশের স্বাধীনতা মানুষ হিসেবে মানুষের প্রথম স্বাধীনতা। তবে স্বাধীননামী এই বাংলায় সেরকম স্বাধীনতা না থাকলে ও সামহোয়্যার বাংলা ব্লগ সেই বাকশক্তির স্বাধীনতা আমাকে আজ থেকেই দিয়েছে।
আমি একজন ছোট্ট মানুষ। সবে মাত্র S.S.C পরীক্ষা দেব।আমি চাই নিজে সচেতন হওয়ার পাশাপাশি সামহোয়্যার এ লেখার মাধ্যমে অপর জনের সচেতনতার পথকে উন্মুক্ত করতে। জানিনা কতটুকু পারব কি পারবনা। তবে বুকে সাহস নিয়েই শুরু করেছি। সর্বোপরি একটাই কথা যে,আমার লেখার মাঝে ভুল-ত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সকলের প্রতি আমাকে ক্ষামার চোখে দেখার অনুরোধ রইলো।
আজ এখানেই সবার কাছে আমার জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
পলাশ তালুকদার বলেছেন: (-_-)