নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নতুন কিছু জানার জন্য নতুন কিছু করো\"

পলাশ তালুকদার

পলাশ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

চোখের আলো নয়,মনের আলোতে বিশ্ব জয়

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬

আমাদের মতোই ফিলপাইনের এক ছেলে নাম বিয়েনভেনিডো ক্যানোডিজাডো, সংক্ষেপে বিয়েন। বয়স কিন্তু মাত্র ষোল। ম্যানিলার ইউনিভার্সিটি অফ সান্টো থমাসে পলিটিকাল সায়েন্সে সে এই কেবল অনার্স শুরু করেছে। বলা যায় আমাদের তুলনায় একটু আগে ভাগেই, তাই না? লেখাপড়ার প্রতি তার ভীষণ আগ্রহ। তার ইচ্ছা আছে এখানকার পড়াশুনা শেষ করেই এটেনিও ল স্কুলে সে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রী নেবে।বলাই বাহুল্য যে,এখানে Chance পাওয়া কিন্তু মোটেই সহজ ব্যাপার নয়।তার পরে ও বিয়েন সুদৃঢ় আত্মবিশ্বাসী। পেছনের GPA গূলো অনেক ভালো বলেই এরুপ আশা করেছে সে।নিজের বয়সী অন্য সবার মতোই হাসিখুশি আর ব্যস্ত সময় কাটায় বিয়েন। অন্য সকল কাজের পাশাপাশি বাসার থেকে ইন্টারনেটের মাধ্যমে লাইব্রেরী Work করে। সব কিছুতেই সবার সাথে বিয়েনের মিল। কিন্তু অমিল শুধু সে অন্যদের মত চোখে দেখেনা। পৃথিবীর কোন আলোই তার চোখে বাধা সৃষ্টি করে না।সে দেখে তার মনের চোখ দিয়ে। হায়!গোটা দুনিয়ার ১৫ কোটি দৃষ্টিহীন মানুষের মধ্যে সেও একজন। মনের চোক মেলে সাদা ছড়ি হাতে এগিয়ে চলা ব্যতিক্রমী একজন।এছাড়া ও নাকি তার আরো অসুবিধা ছিল। তার পরে ও থেকে থাকেনি বিয়েন। সবধরনের কাজের সমন্বয়ে সে দক্ষতা অর্জন করেছে কম্পিউটার ব্যবহারে। অর্থাৎ বোঝা গেল যে, মনের আলো দিয়ে অনেক কিছুই সম্ভব যা আমরা কখনো কল্পনা করে ও দেখি না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.