নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নতুন কিছু জানার জন্য নতুন কিছু করো\"

পলাশ তালুকদার

পলাশ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

স্বাগত 2014

০১ লা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৫

♥ আজ খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিন।

মহাকালের গর্ভে বিলীন হয়ে গেল

আরেকটি বছর ২০১৩। অসীমের

পানে মহাকালের যে যাত্রা,

সেখানে সূচিত হল

আরেকটি মাইলফলক। এই

যে মহাকালের যাত্রা,

সেখানে একেকটি বছর আসে নতুন

উদ্দীপনা, নতুন প্রেরণা নিয়ে।

আমরা মুছে ফেলি গত

হয়ে যাওয়া বছরের গ্লানি, উৎসাহ

খুঁজে পাই সুখকর ঘটনাগুলো থেকে,

তারপর এগিয়ে যাই অগ্রগতির দিকে।

কেমন কেটেছে আমাদের গত বছর?

প্রতিবছরের মতো গত বছরেও আনন্দ-

বেদনা, সুখ-দুঃখ, আশা-নিরাশার

দোলায় দুলেছি আমরা। তবে সুখকর

ঘটনায় হৃদয় পুলকিত হওয়ার

চেয়ে অনাকাক্সিক্ষত ঘটনায় হৃদয়

ভারাক্রান্তই হয়েছে বেশি।

রাজধানীর

কাছে সাভারে রানা প্লাজা ভবন

ধসে প্রাণ হারায় সহস্রাধিক

ব্যক্তি। এ মর্মান্তিক ঘটনা দেশ

ছাপিয়ে সারা বিশ্বকে নাড়া দেয়

প্রবলভাবে। যুদ্ধাপরাধের বিচার

প্রক্রিয়া এগিয়ে যাওয়ার

বিষয়টি স্বস্তিদায়ক হলেও

একে কেন্দ্র

করে নানা অনাকাক্সিক্ষত

ঘটনা মানুষকে উৎকণ্ঠিত করেছে।

বছরজুড়ে গুম-খুন-অপহরণের ঘটনাগুলোও

মানুষের উদ্বেগ বাড়িয়েছে।

বরাবরের মতো এ বছরেও জনদুর্ভোগ

ছিল অসহনীয় মাত্রায়।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি,

রাজধানীর যানজট ইত্যাদি অনেক

ভুগিয়েছে আমাদের। এ বছর অনেক

বিশিষ্টজনকে হারিয়েছি আমরা।

ব্রিটিশবিরোধী আন্দোলনের

বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী,

শিক্ষাবিদ খান সারওয়ার মুর্শিদ,

রাজনীতিক জোহরা তাজউদ্দীন,

সাহিত্যিক আবদুস শাকুর, নাট্যকার

আতিকুল হক চৌধুরী, অভিনেতা আনোয়ার

হোসেন, বিজ্ঞানী জামাল নজরুল

ইসলাম, সাংবাদিক মোহাম্মদ

মাহফুজউল্লাহ, ফটোসাংবাদিক আফতাব

আহমেদ তাদের অন্যতম। তাদের সবার

পরিবারের প্রতি রইল আমাদের

সমবেদনা।রাজনৈতিক ক্ষেত্রে গত

বছরটি ছিল এক কথায় নিরাশার।

বছরজুড়েই নির্বাচনকালীন নির্দলীয়

সরকারের দাবিতে আন্দোলন

করেছে বিরোধী জোট।

ওদিকে যুদ্ধাপরাধীদের বিচার

ঠেকাতে আন্দোলন করেছে জামায়াত-

শিবির। এসব আন্দোলন বেশিরভাগ

ক্ষেত্রেই সহিংস রূপ নিয়েছে।

সহিংসতায় জনজীবন

হয়েছে বিপর্যস্ত। জানমালের ক্ষতিও

কম হয়নি। বছরের

শেষদিকে সহিংসতায় দেশে দেড়

শতাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছে।

জাতীয় নির্বাচন

নিয়ে বিরোধী দলগুলোর অবরোধ-

আন্দোলন

এবং মানবতাবিরোধী অপরাধের

বিচারকে কেন্দ্র করে জামায়াত-

শিবিরের সহিংসতায় দেশে এখনও

চরম অস্থিরতা বিরাজ করছে। এর বড়

ধরনের প্রভাব পড়েছে অর্থনীতিতে।

সহিংসতা ও টানা হরতাল-

অবরোধে মারাত্মকভাবে ব্যাহত

হচ্ছে আমদানি-রফতানি বাণিজ্য।

ছোট-বড় সব ধরনের ব্যবসা-

বাণিজ্যেই দেখা দিয়েছে স্থবিরতা।

নিত্যপণ্য সরবরাহে সমস্যার

কারণে দ্রব্যমূল্যের ওপর এর বিরূপ

প্রভাব পড়ছে। এ পরিস্থিতির

অবসানে বছরের শুরুতেই

আমরা সরকারের প্রতি আহ্বান

জানাব, বিরোধী দলকে দ্রুত আস্থায়

এনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন

অনুষ্ঠানের উদ্যোগ নেয়ার।

বিএনপিসহ বিরোধী সব দলের প্রতিও

আমাদের আহ্বান থাকবে সহিংস

আন্দোলন পরিত্যাগ করে বিকল্প

শান্তিপূর্ণ আন্দোলনের পথে অগ্রসর

হওয়ার।গত বছর আন্তর্জাতিক

পরিমণ্ডলে অনেক তাৎপর্যপূর্ণ

ঘটনা ঘটেছে। এর বড় অংশ

জুড়ে রয়েছে মধ্যপ্রাচ্য, বিশেষ

করে মিসর ও সিরিয়া।

মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত

প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ

মুরসিকে ক্ষমতাচ্যুত

করে সেনাবাহিনী।

সিরিয়া প্রশ্নে আন্তর্জাতিক

সম্প্রদায় দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।

বস্তুত মধ্যপ্রাচ্যে আরব-বসন্তের মধ্য

দিয়ে যে আকাক্সক্ষার জন্ম হয়েছিল,

তা মুখ থুবড়ে পড়েছে। বিশ্বের

সবচেয়ে শক্তিধর দেশ মার্কিন

যুক্তরাষ্ট্রের অর্থ সংকটের

বিষয়টি গত বছর অক্টোবরে অনেকটাই

স্পষ্ট হয়ে উঠেছিল। বছরের শেষ

দিকে নয়াদিল্লির

বিধানসভা নির্বাচনে অরবিন্দ

কেজরিওয়ালের নেতৃত্বে আম

আদমি পার্টি নামে প্রায় অখ্যাত

একটি দলের জয়লাভের

বিষয়টি একটি উল্লেখযোগ্য

ঘটনা অবশ্যই। গত বছর বিশ্ব

হারিয়েছে দক্ষিণ আফ্রিকার

অবিসংবাদিত নেতা নেলসন

ম্যান্ডেলাকে। তার মৃত্যু

গোটা বিশ্বকে ব্যাপকভাবে আলোড়িত

করে।২০১৪ সালে দেশীয় ও

আন্তর্জাতিক পরিস্থিতি কী রূপ

নেবে, তা এ মুহূর্তে বলা কঠিন।

তবে আমরা সবাই আশা করব, নতুন

বছরটি দেশবাসী তথা বিশ্ববাসীর

জন্য নিয়ে আসবে স্বস্তিদায়ক ও

আনন্দের সব খবর।

সমাজে থাকবে ইতিবাচক ঘটনার

আধিক্য। এজন্য অবশ্য নিয়তির ওপর

ভরসা করে থাকলে চলবে না। বস্তুত

দেশের রাজনৈতিক নেতৃত্বই পারেন

আমাদের বড় কোনো সুখবর উপহার

দিতে। রাজনৈতিক নেতৃত্ব নতুন

বছরে শুভবুদ্ধি দ্বারা পরিচালিত

হয়ে বছরটিকে তাৎপর্যপূর্ণ

করে তুলবেন- এটাই প্রত্যাশা।

স্বাগত নববর্ষ।

তথ্যসূত্র : যুগান্তর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.