নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নতুন কিছু জানার জন্য নতুন কিছু করো\"

পলাশ তালুকদার

পলাশ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার

১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪

সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য

জামায়াত-শিবিরকে পাকিস্তান ‘নূরানীচাপা ডট

ওয়ার্ডপ্রেস ডটকম’ নামে ব্লগ ও ওয়েবসাইট

তৈরি করে দিয়েছে। বর্তমানে এ সাইটের

মাধ্যমে সরকার বিরোধী প্রচার

চালিয়ে যাচ্ছে জামায়াত-শিবির।

বিটিআরসি নূরানী চাপা ব্লগ ও ওয়েবসাইট বন্ধ

করে দিয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টার

মধ্যে তারা আবার এটি সচল করে ফেলে। এখন

পর্যন্ত এ সাইট দিয়ে জামায়াত-শিবির তাদের

কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।

কর্মী পর্যায়ে সাংগঠনিক নির্দেশসহ মুক্তিযুদ্ধ

বিরোধী প্রচারে লিপ্ত রয়েছে।

জামায়াত-শিবিরের মিত্র দেশগুলোর

সহযোগিতায় কয়েক হাজার ব্লগ ও ওয়েবসাইট

খুলে দেশের মধ্যে সাম্প্রদায়িক

দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করে যাচ্ছে।

পাকিস্তানের পাশাপাশি তুর্কী ইন্দোনেশিয়ার

সাইবার আর্মিরা সহযোগিতা দিচ্ছে।এসব ব্লগ

ও ওয়েবসাইটে তারা হাজার হাজার পোস্ট

দিচ্ছে। প্রতিটি পোস্টে সাম্প্রদায়িক

সম্প্রীতি বিনষ্ট করার বক্তব্য তুলে ধরা হচ্ছে।

জামায়াত-শিবির বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক

পেজ, টুইটার ও ব্লগে ঘোষণা দিয়েছে, তাদের

কার্যক্রমে সরকার বিন্দু পরিমাণ

ঘাটতি ফেলতে পারেনি। শুধু তাদের কয়েক

নেতাকর্মীকে জেল হাজতে নিয়েছে মাত্র।

বাকি সব কিছুই ঠিকঠাক মতো চলছে। সংগঠনের

‘চেন অব কমান্ড’ আগের তুলনায় এখন আরও দৃঢ়

হয়েছে। আগে তাদের আইটি বিভাগ এত

শক্তিশালী ছিল না। বর্তমানে সরকার যেহেতু

মাঠে আন্দোলন করতে দিচ্ছে না-তাই তথ্য

প্রযুক্তির মাধ্যমে আন্দোলনের

ভাষা চারদিকে ছড়িয়ে দেয়া হচ্ছে।

তথ্য প্রযুক্তিবিদরা বলেন, বর্তমানে জামায়াত-

শিবির ইন্টারনেটে দেশ বিরোধী অপপ্রচার

আরও জোরদার করেছে। নতুন নতুন ওয়েবসাইট

খুলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে ভয়াবহ

মিথ্যাচার করে যাচ্ছে। ভুয়া ব্লগ খুলেও

একইভাবে দেশ বিরোধী কাজ চালিয়ে যাচ্ছে।

বিটিআরসি জামায়াতী অনেক ওয়েবসাইট ও ব্লগ

বন্ধ করলেও তারা থেমে নেই। দেশ-বিদেশ

থেকে তারা প্রতিনিয়ত ভুয়া ওয়েবসাইট, ব্লগ,

ফেসবুকে-টুইটারে ভুয়া আইডি খুলে ক্রমাগত

সরকার ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নানা ধরনের

বক্তব্য পোস্ট করছে। ওইসব মাধ্যমে বিভিন্ন

গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার বক্তব্য

দিচ্ছে। বর্তমানে কোণ্ঠাসা জামায়াত-শিবির

সুযোগ বুঝে নাশকতা চালাতে পারে বলে খবর

মিলেছে।

সূত্র জানিয়েছে, ওয়েবসাইটের ট্রাফিক-সংক্রান

্ত তথ্য সংগ্রহকারী ওয়েবসাইট ‘এ্যালেক্সা’ ও

‘কোয়ান্টক্রাস্ট’ জামায়াতী কয়েক শ’

ভুয়া ওয়েবসাইটের সন্ধান পেয়েছে। এই

ওয়েবসাইটগুলো বেশিরভাগই বিদেশ

থেকে পরিচালিত হচ্ছে। যুক্তরাজ্য, তুরস্ক,

পাকিস্তান ও ইন্দোনেশিয়া থেকে এসব

ওয়েবসাইটে থেকে অপপ্রচারের বক্তব্য প্রচার

করা হচ্ছে। ওইসব দেশ থেকে ফেসবুক-

টুইটারে ভুয়া আইডি খুলে তাদের কাজ

চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, ইন্টারনেটে ক্রেডিট কার্ডের

মাধ্যমে দেশের বাইরে থেকে শর্টকোড ব্যবহার

করে জামায়াত অপপ্রচারের এসএমএস

যাচ্ছে দেশের লাখ লাখ মোবাইল গ্রাহকের

কাছে। বিটিআরসি গত দুইদিন ধরে অনুসন্ধান

চালিয়ে কারণ খুঁজে পাচ্ছে না। বিটিআরসি এ

ধরনের এসএমএস বন্ধ করার জন্য দেশী-

বিদেশী কয়েকটি কোম্পানির

সহযোগিতা নিচ্ছে। একই সঙ্গে সর্বক্ষণিক

কল ও এসএমএস মনিটর করে যাচ্ছে।

অপপ্রচারের এসএমএস দিয়ে দেশের

মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা বন্ধ

করতে বিটিআরসি দিনরাত কাজ করে গেলেও

এখন পর্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

জামায়াতের ওয়েবসাইট ও ব্লগগুলোর ওপর

বিটিআরসি নজরদারি বাড়িয়েছে।

সংকলিত - ফিরোজ মান্না

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৯

বেলা শেষে বলেছেন: মুক্তিযুদ্ধ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার
...Hightech they are using the peoples of Bangladesh very easilly ....they are heating oures brain....

২| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৪

পলাশ তালুকদার বলেছেন: প্রায় ঠিক

৩| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৬

দালাল০০৭০০৭ বলেছেন: আরে আপনি কখন জেনারেল হলেন?

৪| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৯

পলাশ তালুকদার বলেছেন: সঠিক জানি না। তবে আমি খুব খুশি

৫| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৯

পলাশ তালুকদার বলেছেন: এই মাত্র GMail check করে দেখলাম যে, আমাকে মার্চ মাসের ৪ তারিখে জেনারেল করা হয়েছে।
দালাল০০৭০০৭@

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.