নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নতুন কিছু জানার জন্য নতুন কিছু করো\"

পলাশ তালুকদার

পলাশ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

প্রায় ৯০% মুসলমানের দেশ "বাংলাদেশ" কি তাহলে সত্যিই "হিন্দুস্তানের" অঙ্গরাজ্যে পরিণত হচ্ছে? ????

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৭

সারা দুনিয়ায় মুসলিম দেশ নামেখ্যাত বাংলাদেশে কখনো শোনা যায় নি যে, মুসলমানদের কোন অনুষ্ঠানের কারণে হিন্দুদের পূজা স্থগিত করে দিছে। কিন্তু
এবার শুনতে হল হিন্দুদের পূজার কারণে স্থগিত করে দেওয়া হল কুরআনের তাফসীর মাহফিল।
গত ২২ অক্টোবর ঠাকুরগাঁও জেলায় একটি
বড় তাফসিরুল কুরআন মাহফিল করার কথা ছিল।আর এজন্যে জেলা পরিষধের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল(বাংলাদেশে কিন্তু কুরআনের মাহফিল করতে অনুমতি নিতে হয়)।সে অনুযায়ী চলছিল মাহফিলের প্রচার প্রস্তুতি। চলছে মায়িকিং,চলছে পোস্টারিং,চলছে প্রচারনা। কিন্তু ,শেষ পর্যায়ে এসে জেলা প্রশাসক মাহফিলটি স্থগিত করে দিয়েছে।আর এর কারণ হিসাবে দেখানো হয়েছে "দূর্গাপূজা"!!!!
কি আজব মুসলিম দেশে বাস করছি যেখানে
শাসক ও একজন মুসলিম কিন্তু মূর্তি পূজার জন্যে আজ কুরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়।শাসকগোষ্ঠীকে বলতে চাই....আমাদের পাশের রাষ্ট্র "হিন্দুস্তান" এর রাজধানী "নয়াদিল্লী" তে সকালের পূজা এবং ঘুমের সমস্যা দেখিয়ে উচ্চ আদালত থেকে "ফযরের আযান" প্রকাশ্যে দেওয়া বন্ধ করে
দেওয়া হয়েছে।আর আমাদের দেশ "মুসলিম রাষ্ট্র " হওয়ার পরেও পূজার জন্যে আল্লাহর কুরআনের মাহিফিল বন্ধ করে দেওয়া হল।তাহলে, "হিন্দুস্তান" আর
"মুসলিমরাষ্ট্র" এর মধ্যে পার্থক্য থাকল
কি?
হে শাসক....আল্লাহকে ভয় করুন।এই আল্লাহ তায়ালাই আপনাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।আর আপনারা দায়িত্ব পেয়ে তা ইসলামের বিপক্ষে ব্যবহার করছেন। মনে রাখবেন,"যে আল্লাহ দায়িত্ব দিতে পারেন, তিনি কিন্তু দায়িত্ব নিয়ে
নিতেও পারেন।"
আল্লাহ তায়ালা সকলকে হেদায়াত দান করুন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশকে আফগানিস্তানের অংগরাজ্য বানায়েছেন আপনিই।

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৮

পলাশ তালুকদার বলেছেন: সেটা কিভাবে

২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৩

বিপরীত বাক বলেছেন: চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশকে
আফগানিস্তানের
অংগরাজ্য বানায়েছেন আপনিই।

সহমত

কোরআন মাহফিল যে কোন দিন করা যায়।।
কিন্তু পুজার তো লগ্ন আছে।। বাৎসারিক অনুষ্ঠান।। ওই সময়েই করতে হবে।। আর যারা হিসেব কষে ওই সময় মাহফিল দিছে বোঝা যায় তাদের উদ্দেশ্য ছিল গ্যানঞ্জাম করা।।

যদি এতই হিন্দুস্তানি হতো সরকার তাহলে তাজিয়া মিছিল বন্ধ করে দিত বিসর্জন উপলক্ষে।। অথচ সময়সীমা নির্ধারণ করে কি সুন্দর ভাবে দুটোই সেরেছে।। কারণ মহররম ও হিসেব কষে বৎসরে একবার আসে।। তাই ওটাও নির্দিষ্ট তারিখেই করতে হবে।।

কিন্তু মাহফিল যেকোন সময়ে যেকোন দিন করা যায়।। যারা মাহফিলের আয়োজন করেছিল তারা যদি ভাল মানুষ হতো তাহলে শনি অথবা রবিবার মানে ২৪/২৫ এ করতো।।

এইসব সাম্প্রদায়িক উস্কানির মতো নোংরা কাজ থেকে বিরত থাকুন।।

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০

পলাশ তালুকদার বলেছেন: ধন্যবাদ

৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৫

পাউডার বলেছেন: আপনার মত কিছু লোক ইন্ডিয়াতে থাকে। যারা হিন্দু ধর্ম পালন করে এবং যারা পিটিয়ে মুসলিমদের হত্যা করছে।

সম্ভবত আপনার পিতা, পিতামহ কিংবা প্রপিতামহ কট্টর হিন্দু বা কাপালিক ছিলেন। তাই আপনি মুসলিম হবার পরও আপনার ফিতরাত বা স্বভাব পরিবর্তন হয় নি। এর ফলে আপনার ভবিষ্যৎ সন্তান বড় হবে মানুষ কিংবা নারী জাতির প্রটি বিদ্বেস নিয়ে। এবং যার পরিনামে সে হয়ে উঠতে পারে একজন ধর্ষক, শিশু নির্যাতনকারী কিংবা পর্ন এডিকটেড হিসাবে।

ভাববেন না। পর্ন এডিকটেড পার্সনরা বিবাহিত জীবনে সুখী হতে পারে না। এরা মানসিক ভাবে নিজেদের যৌনক্ষমতা কম বলে মনে করেন এবং এক সময় রিয়েল সেক্সে পারদর্শিতা হারিয়ে ফেলেন। এর ফলশ্রুতিতে, তাদের স্ত্রীরা পরকিয়ায় লিপ্ত হতে পারে যার ফলাফল হিসাবে আপনার বংশ নির্বংশ হতে পারে, হাসান সাহেবের নাতিকে আপনি দাদা দাদা বলে ডাকতে পারেন।

সো, চয়েস ইস ইয়োরস! সঠিক ইসলামের পথে হাটবেন? নাকি তাগুতের অন্ধকারে নিমজ্জিত হবেন?

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৬

পলাশ তালুকদার বলেছেন: সো, চয়েস ইস ইয়োরস! সঠিক ইসলামের পথে
হাটবেন? নাকি তাগুতের অন্ধকারে নিমজ্জিত
হবেন?
আমি ইসলামের সঠিক পথে হাটতে চাই @পাউডার

৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৪

বিপরীত বাক বলেছেন: ও বাবা।। এ তো দেখছি কঠিন চিজ।। এত জোরে জোরে বল মারার পরও অন্যের কোর্টে বল ঠেলে দিয়ে চুপচাপ ঘাপটি মেরে বসে আছে!!!!!

১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

পলাশ তালুকদার বলেছেন: কাকে 'চিজ' বলছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.