নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে ছেলেটা হঠাৎ করেই পাঁচ ওয়াক্ত
সালাত মাসজিদে গিয়ে আদায় করা
শুরু করল, শেইভ বা ট্রিম করা দাঁড়ি
গুলোকে লম্বা রাখতে শুরু করলো,প্যান্টটাকে টাখনুর ওপরে পরা শুরু করলো,
মেয়েদের দেখলেই মাথা নিচু করে চলা শুরু
করলো, হলিউড বলিউডের মুভি, নাটক,
অশ্লীল সবকিছু দেখা বাদ দিয়ে দিলো, অবসর সময়ে কোরআনের তাফসিরে মাথা
গুজেঁ রাখা শুরু করলো, সুযোগ হলেই দ্বিনী
ভাই বা আলিম-উলামাদর কাছে গিয়ে
দ্বীন শিখতে শুরু করলো, তাহাজ্জুদে উঠে
নিজের সমস্ত গুনাহর জন্য চাপা স্বরে
ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলো যে ছেলেটা,
যে মেয়েটা হুট করেই নন মাহরাম বন্ধু
বা আত্মীয়দের সাথে কথা বলা বন্ধ করে
দিলো, ক্লাসের বইগুলোর চাইতে ইসলামিক বইগুলোকে বেশি গূরুত্ব দেয়া শুরু করল, রুপচর্চার যত আয়োজন,তীব্র ঘাণে ভরা পারফিউমগুলো খুজে খুজে ফেলে দিতে লাগলো, যাতে শরীরের সামান্যতম ভাঁজ বোঝা না যায়,নিজেকে আকর্ষণীয় যাতে মনে না হয় এমন ঢিলেঢালা হিজাব আর নিকাব পড়তে শুরু করলো,গল্প উপন্যাসের বই ছেড়ে মহিলা সাহাবাদের জীবনী,তাঁদের লাইফস্টাইল পড়া শুরু করলো, যে মেয়েটা শেষরাতের অন্ধকারে একজন দ্বীনদার ছেলেকে নিজের সহধর্মী করার আশায়
আল্লাহর কাছে পাগলের মত কাঁদতে শুরু করলো,যারা এই "হুট করেই" আল্লাহর প্রতিটা আদেশকে মানা এবং সুন্নাহকে নিজের লাইফে পুরোপুরি ফলো করা শুরু করলো,
সেই তাদেরই আজ আমরা হাট্টা উপহাস
আর ব্যঙ্গ করে বলছি - মোল্লা,মুনশি,চাচামিয়া, গেয়োঁ, হুজুরনী, বুড়ি,জঙ্গি,আনসোশ্যাল, ব্যাকডেইটেড, ভন্ড,আনস্মার্ট আরও কত্ত কি!!
ভাবতেই অবাক লাগছে যে তারা কিভাবে এতকিছু সহ্য করেও এসব আকড়ে ধরে আছে তাইনা ?
আসলে কি জানেন- তারা এমন একটা
কিছুর সন্ধান পেয়েছে এমন একজনের
কাছে যার কারণে আসলে পৃথিবীর কোন
ঠাট্টা উপহাসের কষ্ট তাদের বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না।আল্লাহর গাইডেন্স আর রাসূল (স.) সুন্নাহ্ থেকে আলাদা করতে পারে না..!
কি সেটা জানেন? সেটা হচ্ছে"আল্লাহ"
সুবহানাহু তাআলার রাহমাহ্ এর
হিদায়াহ্। যা আপনি আমি এখনো
পাইনি যেটা তারা পেয়েছে! আর কেন
পাইনি জানেন কারণ আমরা সেটা কখনো
চাই-ই নি আসলে! কিন্তু তারা আল্লাহর
আদেশ আর রাসূলের সা. সুন্নাহকে পুরোপুরি
মানার মাঝে সেই কাঙ্খিত হিদায়াহ্ কে খুজেঁ পেয়েছে..আর আমরা নিজেদেরটা না খুজে ২৪ঘন্টা লেগে থাকি তাদের দোষ ধরার জন্য, ভুল ধরার জন্য, খোঁচা মারার জন্য, ঠাট্টা করার জন্য।নিজেদের চালাক আর স্মার্ট
ভাবা কতটা নির্বোধ আর বেকুব আমরা
তাইনা?
লাখ লাখ ফ্রেন্ডস,ফ্যানস্ আর ফলোয়ারসদের মোজ-মাস্তি আর আমোদ ফূ্র্তিতে মাতিয়ে রাখা লোকগুলোতো
আসলে সেলিব্রিটি না রে ভাই..!সেলিব্রেটি তো তারাই যাদের আমরা আল্লাহর আদেশ আর সুন্নাহ্ মানার কারণে ঠাট্টা,বিদ্রুপ আর উপহাস করেই যাচ্ছি, আর তাদের এই মিষ্টি ধৈর্য দেখে আসমানের কোটি কোটি
ফেরেশতারা তাদের জন্য প্রতিটা সময়
রাহমাহ্,মাগফিরাত আর জান্নাতের
দুআ করেই যাচ্ছে..!সারাটা দিন এত কিছু শুনেও দিনশেষে যখন তারা শুয়ে পড়ে সবাইকে
আল্লাহর খুশির জন্য মাফ করে দিয়ে ঘুমায়।
আল্লাহতো তাদেরই কিয়ামাতের দিন কোটি কোটি মানুষের চোখের সামনে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাবেন। এরাইতো আসলে সাকসেস, এরাইতো
সেলিব্রিটি রে ভাই!!
ভাবতে পারেন সেদিন কি হবে
আপনার আর কোথায়-ই বা যাবেন আপনি,
আমি...
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৭
পলাশ তালুকদার বলেছেন: আপনাকে ও আমার আন্তরিক স্বাগতম।
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২১
বিপরীত বাক বলেছেন: আসল কথা হলো ইসলামে এখন বড় কিছু কারেকশন দরকার হয়ে গেছে।। শিশুকাল থেকেই শিক্ষা দিতে হবে, " খাই খায়েশ খাসলত যা মেটানোর মিটিয়ে নাও প্রথম,, তৃপ্ত হয়ে নাও যে কোন উপায়ে হোক সে অবৈধ,, চুরি চামারি ডাকাতি যেভাবে পারো টাকা পয়সার মালিক হও ৩৫ এর আগেই।।
তারপর।।।।।। তারপর।।।।।
হ্যা তারপর........!...............
দাঁড়িগুলোকে লম্বা রাখো,প্যান্টটাকে টাখনুর ওপরে পরো,
মেয়েদের দেখলেই মাথা নিচু করো, হলিউড বলিউডের মুভি, নাটক,অশ্লীল সবকিছু দেখা বাদ দাও, অবসর সময়ে কোরআনের
তাফসিরে মাথাগুজোঁ, সুযোগ হলেইদ্বিনীভাই বা আলিম-উলামাদর কাছে গিয়েদ্বীন শিখো, তাহাজ্জুদে উঠে নিজের সমস্ত গুনাহর জন্য চাপা স্বরে ডুকরে ডুকরে কাঁদো, হুট করেই নন মাহরাম বন্ধু বা আত্মীয়দের সাথে কথা বলা বন্ধ করো, ক্লাসের বইগুলোর চাইতে
ইসলামিক বইগুলোকে বেশি গূরুত্ব দাও, রুপচর্চার যত আয়োজন,তীব্র
ঘাণে ভরা পারফিউমগুলো খুজে খুজে
ফেলে দাও, যাতে
শরীরের সামান্যতম ভাঁজ বোঝা না
যায়,নিজেকে আকর্ষণীয় যাতে মনে
না হয় এমন ঢিলেঢালা হিজাব আর
নিকাব পড়ো,গল্প উপন্যাসের
বই ছেড়ে মহিলা সাহাবাদের
জীবনী!............................, যে মেয়েটা শেষরাতের
অন্ধকারে একজন দ্বীনদার ছেলের চোদা খাওয়ার জন্যে
নিজের সহধর্মী করার আশায়
আল্লাহর কাছে কাপড় খুলে কাঁদতে শুরু
করলো.........................
তা এইসব বালছালকে টিটকারি ( মোল্লা,মুনশি,চাচামিয়া, গেয়োঁ,
হুজুরনী, বুড়ি,জঙ্গি,আনসোশ্যাল,
ব্যাকডেইটেড, ভন্ড,আনস্মার) মারবে না তো কাকে মারবে???
বিশ্বে আর কোন ধর্মে এভাবে পাপের লাইসেন্স দেয়া হয়নি যেটা এই করাপ্টেড ধর্ম টাতে দেয়া হয়েছে।।। ইসলাম ধর্ম থেকে সব ধরনের নৈতিক, মানবিক, সামাজিক শিক্ষা তুলে দেয়া অবশ্যম্ভাবী হয়ে পড়েছে।।। বলতে হবে এগুলো সব ৩০-৩৫ র পরে শিখবে।।।
১৫-২০ বয়সে কেউ যদি ইসলাম শিক্ষা দিতে আসে তাকে পিটায়া মারে ফেলা উচিৎ।।।।
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৪
পলাশ তালুকদার বলেছেন: আমি আপনার কথায় কিছুটা হলেও বিব্রত হলাম না। কারন, বিপরীত মন্তব্যথাকতেই পারে। আর মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে।
বিঃদ্রঃ আপনার আইডির নাম < বিপরীত বাক।
so simple... ...... ........
৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৬
পলাশ তালুকদার বলেছেন: আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুক @ বিপরীত বাক
৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১২
বিপরীত বাক বলেছেন: বিপরীত বাক মানেই যে বেঠিক বা ভুল তা কিন্তুক নয় মশায়।। সত্যের বিপরীত মিথ্যে।। মিথ্যের বিপরীত সত্য।।। ঠিকের বিপরীত বেঠিক।।। বেঠিক এর বিপরীত ঠিক।। উচিৎ র বিপরীত অনুচিত।। অনুচিত এর বিপরীত উচিৎ।।
বিচার এর বিপরীত অবিচার।।। তেমনি অবিচার এর বিপরীত সুবিচার।।।
এখন প্রশ্ন হচ্ছে আপনি কি বলেছেন তা খোলাসা করা।।
আর একটা কথা,,,,
লেখক বলেছেন: আমি.........................................................কারন,
বিপরীত মন্তব্যথাকতেই
পারে। আর মত প্রকাশের
স্বাধীনতা সবারই আছে।
এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে।।।। বাপ রে।।।।
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
পলাশ তালুকদার বলেছেন: শেষেরটুকু বুঝলাম না
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৬
আল আমিন জিহাদ বলেছেন: এ রকমের একটি লেখা লেখার জন্য আপনাকে অন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।ভাই এখন থেকে আপনি বই লেখা শুরু করলে আমার বিশ্বাস জীবনে অনেক দুরে যেতে পারবেন।