নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নতুন কিছু জানার জন্য নতুন কিছু করো\"

পলাশ তালুকদার

পলাশ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন কবিতা

১৮ ই মে, ২০১৬ দুপুর ২:১৫

বিশ্বাসের ভাইরাসে বিশ্ব আজ আক্রান্ত,

পাপের বলিষ্ঠ কণ্ঠস্বরে পৃথিবী জর্জরিত,

অন্যায়ের প্রকাশ্য থাবায় মানুষ আতঙ্কিত,

অত্যাচারের তীব্রতায় সংখ্যালঘুরা শঙ্কিত,

ক্ষমতার নেশায় পরে মনুষ্যত্ব হয় বর্জিত,

খুন-গুম-হত্যায় পুরো দেশটাই কুলষিত,

অশিক্ষিত পরিকল্পনায় দেশটা প্রায় মৃত,

রাজনীতির চরম পর্যায়ে জনগণ নির্যাতিত,

জীবন নাশের সম্ভবনায় মানব হৃদয় আহত,

কুখ্যাতদের কবলে শিক্ষকরা হয় অপমানিত,

তাইতো বাংলাদেশের সবার এটাই প্রার্থনা,

কোথায় এগুলোর সর্বশেষ বল দেও সম্ভাবনা।

বিঃদ্রঃ আমাদের দৃষ্টিহীন প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা অর্থাৎ আমাদের সরকারের মন ভ্রমরের চাঁক,পলকে দেয় আঠারো (১৮) পাঁক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:২২

কুব খাওয়া ব্লগার বলেছেন: আহেন ভাই নির্নয় করি কুন্টা ভাইরাজ, আর কুন্টা এন্টিভাইরাজঃ
আগাবাদী নাস্তিকেরা মনে করে,যান্ত্রিক সভ্যতাতেই বিজ্ঞান সিমাবদ্ধ, কিন্তূ তারা এটা ভুলে যায়, মনোবিজ্ঞান নামেও একটা বিজ্ঞান আছে,
সে আলোকে, দার্শনিকগন, বা বিজ্ঞানিগন অর্থাৎ মনো বিজ্ঞানীগন বলেন বলেন
বিশ্বাস মানুষের জিবনকে গতিময় দান করে
আর অবিশ্বাস জিবনকে ধংসের দিকে ধাবিত করে
সরল অর্থে কি দাড়ালোঃ
অবিশ্বাস যা ভাইরাজের মতো বিষাক্ত, আর বিজ্ঞান বলে তা জিবনকে ধংসের দিকে ধাবিত করে
আর বিশ্বাস যা এন্টিভাইরাজের মতো মনো বিজ্ঞান বলে তা জিবনকে গতিময় দান করে
তাহলে কাকে কি বলেন বুইজ্জা বলতে পারেননা?? আপনাদের মতো হাতুড়ে যুক্তিবাদীদের জন্য আজকে নাস্তিকদের অপমান,,ভালো পুস্টের জন্য ধন্যবাদ।

১৮ ই মে, ২০১৬ রাত ৮:০৪

পলাশ তালুকদার বলেছেন: আপনাদের মতো হাতুড়ে যুক্তিবাদীদের জন্য আজকে নাস্তিকদের অপমান।.... বেশ ভালোতো, আমি একঈশ্বরবাদী। তাই নাস্তিকদের অপমান আমার কাছে একটু ভালোই লাগে।

সত্যিটা উপলব্ধির জন্য আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.