নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নতুন কিছু জানার জন্য নতুন কিছু করো\"

পলাশ তালুকদার

পলাশ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

ইতিহাস বিকৃত করে মুসলিম শাসকদের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়েছে হিন্দুরা

২৫ শে মে, ২০১৬ সকাল ৮:০৩

এক্ষেত্রে প্রথমেই বলে নেই স্তনকর বা ব্রেস্টট্যাক্স কি?
এক সময় নিয়ম ছিলো শুধু ব্রাম্মণ ব্যতিত অন্য কোন হিন্দু নারী তার স্তনকে ঢেকে রাখতে পারবে না। শুধুমাত্র ব্রাহ্মণ শ্রেণীর
হিন্দু নারীরা তাদের স্তনকে একটুকরো সাদা
কাপড় দিয়ে ঢেকে রাখতে পারতো, বাকি হিন্দু
শ্রেণীর নারীদেরকে প্রকাশ্যে স্তন উন্মুক্ত
করে রাখতে হতো। তবে যদি কোন নারী
তার স্তনকে কাপড় দ্বারা আবৃত করতে
চাইতো, তবে তাকে স্তনের সাইজের উপর
নির্ভর করে ট্যাক্স বা কর দিতে হতো। এই
নির্মম করকেই বলা হয় স্তনকর বা ব্রেস্টট্যাক্স।
এবার একটু সমালোচনায় আসা যাকঃ হিন্দুয়ানী মুখ থেকেই বোধয় আমি শুনেছি যে, এক সময় মহিশুর (দক্ষিণ ভারতের এলাকা)
শাসনকর্তা ছিলেন টিপু সুলতান।আর সবাই বলতো তিনি নাকি তরবারির ভয় দেখিয়ে অনেক হিন্দু নারীকে মুসলিম বানিয়েছিলেন।
কিন্তু ইতিহাস বলছে, ঐ সময় টিপু সুলতান হিন্দুদের একধরণের জংলী কালচার (স্তনকর) মোটেও পছন্দ করেননি।তিনি চেয়েছেন এই নগ্নতা বন্ধ হোক।তাই তিনি হিন্দু নারীদের আহবান করেছিলেন- “যদি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, তবে কাপড় পরার অধিকার পাবে।” এ কথা শুনে হাজার হাজার হিন্দু নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলো। অথচ বর্তামানে এই ইতিহাসটি এখন বিকৃত করে প্রচার করে হিন্দুরা যে, মুসলিম শাসক টিপু সুলতান জোর করে হিন্দু নারীদের তরবারি দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে। কিন্তু মাথা মোটার দলেরা একবার ও চিন্তা করেনা যে, ইতিহাস বিকৃত করার পরেও ণারীদের সাথে কেন পুরুষদের উপর জোর করে ধর্ম গ্রহণ এর কথা আসলো না। যদি টিপু সুলতান তরবারির ভয়ই দেখাতেন তবে পুরুষদের কেও দেখাতেন এটাই স্বাভাবিক। কিন্তু তা তিনি করেননি। কারন তখন পুরুষদের স্তনকর দিতে হতনা। (ব্যপারটা খুবেই পরিষ্কার)
আসলে ঐ সময় হিন্দুরা ছিলো অ্যামাজন জঙ্গলের জংলীদের মত অসভ্য ও বর্বর। মুসলিম শাসকরা এসে হিন্দুদের সভ্যতা শিক্ষা দেওয়াতে তারা কিছু সভ্যতা শিখতে পেরেছে। এ সম্পর্কে হিন্দু ইতিহাসবিদ সুরজিত দাসগুপ্ত বলে- “ঐ সময় হিন্দু নিম্নবর্ণের লোকদের উর্ধাঙ্গ অনাবৃত রাখতে হত। সে সময় ভারতবর্ষের কেরালাতে অমুক হিন্দু নারী ইসলাম গ্রহণ করেছে এটা বলার প্রয়োজন ছিলো না, বলতে হতো শুধু
‘কুপপায়ামিডুক’ শব্দখানা। এ শব্দখানার অর্থ ‘গায়ে জামা চড়িয়েছে’।
(সূত্র: বই-সুরজিত দাসগুপ্তের ‘ভারতবর্ষ ও ইসলাম’, পৃষ্ঠা:১৩০-১৩১)
হিন্দুদের বর্বরতাময় এবং জংলীদের মত সেই সময়ের ঐ স্তনকর এর পরিনতিঃ
১৮০৩ সালে নাঙ্গেলী (Nangeli) নামক এক
নারী তার স্তনকে আবৃত করে রাখে। যখন
গ্রামের ট্যাক্স কালেকটর তার থেকে স্তনকর
চাইতে আসে, তখন নালেঙ্গী তা দিতে
অস্বীকার করে এবং নিজের দুটি স্তনকে
ধারালো অস্ত্র দিয়ে কেটে পাতা দিয়ে মুড়ে
ট্যাক্স কালেকটরকে দিয়ে দেয়। তখন কাটা
স্তন দেখে ট্যাক্স কালেকটর অবাক হয়ে যায়। স্তন কেটে ফেলার কিছুক্ষন পরেই
অতিরিক্ত রক্তক্ষরণের জন্য নাঙ্গেলীর
মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যু শোকে নালেঙ্গীর
স্বামীও সাথে সাথে আত্মহত্যা করে। এই
ঘটনার পর থেকেই স্তনকর রোহিত হয়।তবে স্তনকর রোহিত হলেও দক্ষিণভারতে নারীদের স্তন আবৃত করার জন্য বহু সংগ্রাম করতে হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে রক্তক্ষয়ী দাঙ্গা পর্যন্ত করতে হয়েছে তাদের। ১৯ শতাব্দীর মাঝে এসে যখন কিছু হিন্দু নারী তাদের শরীরের উপরের অংশ আবৃত করার অধিকার দাবি করে, তখন হিন্দু পুরোহিতরা স্পষ্ট করে বলে দেয়, নিচু বর্ণের নারীদের শরীরের উপরের অংশ আবৃত করা
ধর্ম বিরোধী। বিষয়টি নিয়ে ১৮৫৯ সালে
দক্ষিণ ভারতে একটি দাঙ্গা সংগঠিত হয়। এই
দাঙ্গার উদ্দেশ্য ছিলো হিন্দু নারীদের
শরীরের উপরের অংশ আবৃত করার অধিকার
আদায় করা। এই দাঙ্গায় ‘কাপড়ের’ দাঙ্গা
হিসেবেও পরিচিত। আর এসব ফ্যাতনার থেকে সাধারণ হিন্দু নারীদের রক্ষা করার জন্যই মুসলিম শাসক টিপু সুলতান ইসলাম ধর্ম গ্রহনের আহবান জানিয়েছিলেন।

মন্তব্য ৪৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৬ সকাল ৮:৪২

মোস্তফা ভাই বলেছেন: কে কইসে? বড় হুজুরে?

২৫ শে মে, ২০১৬ সকাল ৮:৪৯

পলাশ তালুকদার বলেছেন: hmm @ডামিস মার্কা কমেন্ট

২| ২৫ শে মে, ২০১৬ সকাল ৯:০১

রোয়ানু বলেছেন: জানা ছিলো না ...জানলাম ... !

২৫ শে মে, ২০১৬ সকাল ১০:৫৪

পলাশ তালুকদার বলেছেন: ধন্যবাদ (জানাইতে পারার জন্য)

৩| ২৫ শে মে, ২০১৬ সকাল ৯:১২

মোস্তফা ভাই বলেছেন: আমি জানতে চাইলাম কোথা থেকে জানলেন এতো জিনিস? সূ্ত্র উল্লেখ করুন। নাহলে তো আপনার নিজের বানানো গল্প বলে মনে হবে। নাকি কোনো ওয়াজ মাহফিলে শুনেছেেন?

২৫ শে মে, ২০১৬ সকাল ১০:৫৮

পলাশ তালুকদার বলেছেন: সূত্রঃ উইকিপিডিয়া /গুগোল

৪| ২৫ শে মে, ২০১৬ সকাল ৯:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: হ্যঁ, এই প্রোপাগান্ডা হিন্দুরা চালিয়েছে টিপু সুলতানের বিরুদ্ধে! কিন্তু বস আপনি তো সব মুসলিম শাসককেই ধোয়া তুলসিপাতা বানিয়ে দিলেন! বাবর, আওরঙ্গজেব এর কাহিনী জানেন? ওরা কী করেছিলো?

২৫ শে মে, ২০১৬ সকাল ১১:০২

পলাশ তালুকদার বলেছেন: "মুসলিম শাসককেই ধোয়া তুলসিপাতা
বানিয়ে দিলেন" ..... লেখাটার উদ্দেশ্য ঠিক সবার পক্ষে না। মুষ্টিমেয় কয়েকজনের জন্য। (অবশ্যই মনে রাখতে হবে যে, খারাপ অ ভালো নিয়েই সব কিছু গঠিত)

৫| ২৫ শে মে, ২০১৬ সকাল ৯:৪৯

রানার ব্লগ বলেছেন:
হিন্দু নারীরা তাদের স্তনকে একটুকরো সাদা
কাপড় দিয়ে ঢেকে রাখতে পারতো, বাকি হিন্দু
শ্রেণীর নারীদেরকে প্রকাশ্যে স্তন উন্মুক্ত
করে রাখতে হতো। তবে যদি কোন নারী
তার স্তনকে কাপড় দ্বারা আবৃত করতে
চাইতো, তবে তাকে স্তনের সাইজের উপর
নির্ভর করে ট্যাক্স বা কর দিতে হতো। এই
নির্মম করকেই বলা হয় স্তনকর



এই তথ্যেরই ভিত্তি আছে , বাকি সব গুলা কোই পাইলেন জানাবেন। ইতিহাসের ছাত্র আমি এমন তথ্য কোথাও পাই নি। আর তৎকালীন ভারতীয় সমাজে ব্রেস্ট ট্যাক্স বোল কোন শব্দ ছিল না।

২৫ শে মে, ২০১৬ সকাল ১১:০৫

পলাশ তালুকদার বলেছেন: কষ্ট হলেও চোখ খুলে খুঁজুন। পেয়ে যাবেন।

আর ইংরেজি টা ও একটু পড়ুন। যেমন : ভাই বা ব্রাদার (Brother)

৬| ২৫ শে মে, ২০১৬ সকাল ১০:০৫

সবুজ সাথী বলেছেন: সত্য ঘটনা যাদের সহ্য হচ্ছেনা তাদের জন্যঃ

১। টাইমস অফ ইন্ডিয়া
২। দি হিন্দু

৩। A Social History of India By S. N. Sadasivan

৭| ২৫ শে মে, ২০১৬ সকাল ১০:০৯

সবুজ সাথী বলেছেন: ভিডিও দেখুন টাইমস অফ ইন্ডিয়ার

৮| ২৫ শে মে, ২০১৬ সকাল ১০:২৫

সবুজ সাথী বলেছেন: @মোস্তফা ভাই, তুমার কি জ্বলতেছে?

৯| ২৫ শে মে, ২০১৬ সকাল ১০:২৮

সবুজ সাথী বলেছেন: @মোস্তফা, উপরে দেখ তুমার দাদাদের লিংক দেওয়া আছে। ভাল কইরা ইতিহাস জাইনা কমেন্ট কর।

১০| ২৫ শে মে, ২০১৬ সকাল ১০:৪৪

রানার ব্লগ বলেছেন: সবুজ সাথী @ ভাইজান সবই ঠিক আছে, যে লিংক দিলেন তাতে কিন্তু আমার উদৃতি করা অংশ টূকুর তথ্য দেয়া আছে। বাকি যা আপনি লিখেছেন তার তথ্য কোই দিলেন। যা ঘটেনি তা মিথ্যা প্রচার করা কিন্তু গুনাহের শামিল।

১১| ২৫ শে মে, ২০১৬ সকাল ১০:৫৭

মোস্তফা ভাই বলেছেন: @ সবুজ সাথী : তুমার ইংরাজী পড়ার ক্ষমতা দেখে পুরাই অবাক হলাম, এখানে কোথায় লিখা আছে যে টিপু সুলতান হিন্দু মেয়েদের রক্ষা করসে আর হাজার হাজার হিন্দু মেয়ে ইসলাম গ্রহন করসে? নালেঙ্গীর ঘটনার পরে স্হানীয় রাজা এ নিয়মের অবসান ঘটান। কথায় আছে "খায় কম হাগে বেশী"- তুমার মতো লো আই কিউ এর মাদ্রাসা ছাত্রদের হইসে এই সমস্যা।

১২| ২৫ শে মে, ২০১৬ সকাল ১০:৫৭

সবুজ সাথী বলেছেন: @রানার, ১ম লিংকেই তো নাঙ্গেলির কথা লেখা আছে, ভিডিওতেও আছে। আপনি দেখেননি?

১৩| ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:০১

সবুজ সাথী বলেছেন: @মোস্তফা, আমি আল্লাহর রহমতে ইংরাজী খারাপ জানিনা। কিন্তু তুমি এখন লাইনে আইছ ক্যান? তুমি তো পুরাটাই অস্বিকার করলা প্রথমে। প্রথমেই কইতে পারতা টিপু সুলতানের কথা যা বলা হইছে, তা ইতিহাসে নাই। আর আমি টিপু সুলতানের কথা যা বলা হইছে তার ব্যপারেও জানিনা। তাই কিছু বলি নাই।

১৪| ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:০৭

রানার ব্লগ বলেছেন: নালেঙ্গীর ঘটনা কি , জানেন ???

১৫| ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:১০

মোস্তফা ভাই বলেছেন: @সবুজ সাথী : আমি কই অস্বিকার করলাম, তুমি দেখি বাংলাও কম বুঝ! আমি লেখককে বলেছি সূত্র দিতে। লিংক অনুযায়ী বুঝা গেলো লেখক “যদি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, তবে কাপড় পরার অধিকার পাবে।” এ কথা শুনে হাজার হাজার হিন্দু নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলো" - এই অংশটা বানিয়ে লিখসে।

১৬| ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:২৩

পলাশ তালুকদার বলেছেন: দয়া করে কেউ কাউকে খোঁচা দিয়ে কমেন্ট করবেন না (অনুরোধ)।

আসলে আমরা সবাই সব জানিনা
আবার
এক জিনিশই বিভিন্ন জনে ভিন্ন ভাবে জানি।

১৭| ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:২৩

সবুজ সাথী বলেছেন: @মোস্তফা, তুমার সাথে দুইএকটা কথা না হইতেই বুইজ্জা নিলা আমি কোথায় পড়ছি, কি বুঝি, কি বুঝি না? you are a genius realy. :-B তুমারে নো-বেইল দেওয়া হোক।

১৮| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১:৩৯

কৌশিক মোদক বলেছেন: ইতিহাস বিকৃত করে মুসলিম শাসকদের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়েছে হিন্দুর------------ শুরুতেই চাপাতির হুমকি, দয়া করে নয়ন চ্যাতারজির লেখা কপি করা বন্ধ করুন, এটা ফেসবুক নয়, যদি এই ধরনের সাম্প্রদায়িক খোঁচা দেওয়া লেখা এখানে চলে, তাহলে ফেসবুকের খিস্তি গালাগালি চলবে ত, " অমুসলিম দের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়ে নবী, কাতারে কাতারে লোক খুন করেছিল, নারী শিশু দের ধর্ষণ করেছিল"( ভিডিও সহ)।

২৬ শে মে, ২০১৬ সকাল ১০:০৯

পলাশ তালুকদার বলেছেন: চাপাতির হুমকি কই পাইলেন?

১৯| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১:৪০

সবুজ আমস্ট্রং বলেছেন:


-


লেখাটা কই থেকে কপি করসেন? পেস্ট করসেন যে দেখলেই বুঝা যায়। সোর্স কি?

২৬ শে মে, ২০১৬ সকাল ১০:০৮

পলাশ তালুকদার বলেছেন: আমার মোবাইল এর ডায়েরিতে লেখেছি। এর পর Copy করছি।
সোর্সঃ Mobile Diary.

২০| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১:৫৬

কৌশিক মোদক বলেছেন: কে আবার, বাংলাদেশের নতুন খলিফা নয়ন । অর থেকেই আবুল মমিন গুলা কপি পেস্ট করে,

২১| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৩৮

আল হাবসি বলেছেন: গোটা সমাজে আজ ইসলাম ফোবিয়া----মুসলমানদের অস্তিত্য বিলপ্তি সমা্সন্ন্য--এই চরম সত্যটী উপলব্দী হেতূ -
জ্যাস্ট অধিপত্য রক্ষার তাগিদে স্মমানিত লেখকের --উপরূক্ত আটিকেলের এ রুপ নাম করন---
কোনো করুনা নয়- কার ও কাছে--------

২৬ শে মে, ২০১৬ সকাল ১০:০৫

পলাশ তালুকদার বলেছেন: ততটা বুঝলাম না

২২| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:০৮

বাংলার জামিনদার বলেছেন: যতই চিল্লাও, মিথ্যা প্রতিষ্ঠিত করতে পারবেনা।

২৬ শে মে, ২০১৬ সকাল ১০:০৪

পলাশ তালুকদার বলেছেন: কি বুঝলেন!!!

২৩| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:১৪

অগ্নি সারথি বলেছেন: আমি সকালেই পইড়া গেসিলাম ওস্তাদ! অখন আইছি কমেন্ট গুলান দ্যাকতে!

২৪| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:২১

বিজন রয় বলেছেন: আপনি বিরাট জ্ঞানী পন্ডিত পলাশ সাহেব।
আপনার শুভকামনা। আপনার মতো মুসলিমরা দীর্ঘজীবি হোক।

আমীন।

২৬ শে মে, ২০১৬ সকাল ৯:৪৭

পলাশ তালুকদার বলেছেন: ধন্যবাদ @বেশিই বোঝার জন্য

২৫| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

সজিব্90 বলেছেন: এই রকম একটা লেখা মনে হয় সদালাপে পড়ে ছিলাম , রায়হান সাহেব লিখেছিলা, authentic ইতিহাস বিত'কের কোন সুযোগ নেই।

২৬ শে মে, ২০১৬ সকাল ৯:৫৭

পলাশ তালুকদার বলেছেন: থাকতে পারে

২৬| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অগ্নি সারথি বলেছেন: আমি সকালেই পইড়া গেসিলাম ওস্তাদ! অখন আইছি কমেন্ট গুলান দ্যাকতে!
আমিও
ভয়ংকর........দ্যাহি ভীন নামে আবার উদয় হৈছে।চাপাতিগো সুড়সুড়ি দিতে মনে হয় হের ভালৈ লাগে।

২৭| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

যোগী বলেছেন:
একটা মানুষের পক্ষে নিজের দুইটা স্তন কেটে সেগুলো পাতা দিয়ে মুড়ে অন্যের হাতে তুলে দেয়া কি সম্ভব হবে?
আমাকে কোপানোর দরকার নাই বুঝিয়ে বললেই হবে। ইনশাআল্লাহ বুঝতে পারবো!

২৬ শে মে, ২০১৬ সকাল ৯:৫৬

পলাশ তালুকদার বলেছেন: if যদি is হয় but কিন্তু what কি ---- এরুপ কথা বললেন না! (?)
মনে রাখবেন কথায় আছেঃ Nothing is Impossible.

(ইতিহাস দেখেন)

২৮| ২৫ শে মে, ২০১৬ রাত ৯:২১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, ইতিহাস বলেছেন, ভাল লাগল। তবে লক্ষ রাখবেন, যাতে লেখার মাধ্যমে অন্যের সম্মানহানি না হয়।
এর ইসলাম নয়ে চুলকানিযুক্ত বেশ কিছু মানুষ সামুতে আছেন, ওনাদের সুযোগ না দেয়ার চেষ্টা করবেন।

২৬ শে মে, ২০১৬ সকাল ৯:৫২

পলাশ তালুকদার বলেছেন: উপকৃত হইলাম

২৯| ২৫ শে মে, ২০১৬ রাত ৯:২৩

ওলিউস তিরআশি বলেছেন: রেফারেনস দিলে ভাল হোত

২৬ শে মে, ২০১৬ সকাল ৯:৫১

পলাশ তালুকদার বলেছেন: গুগোল / উইকিপিডিয়া

৩০| ২৬ শে মে, ২০১৬ রাত ২:১৬

মুসাফির নামা বলেছেন: ভাই আপনার পোস্টের হেডলাইনটা মোটেই ভালো লাগেনি।ইতিহাস অনেকে নিজেদের পছন্দমাপিক লিখছে,এর হাজার হাজার উদাহরণ আছে,তাই বলে একটা জাতির সবাই দায়ী ,আপনার নিজের লেখাতে একজন হিন্দুর রেফারেন্স দিয়ে খন্ডন করেছেন,তাহলে আপনিতো ঐ ভদ্রলোককেও দায়ী করে ফেললেন।মুসলিমরাও ধোয়া তুলসি পাতা নয়।

তাই দুই একজনের জন্য সবাইকে দায়ী করা ঠিক নয়।

২৬ শে মে, ২০১৬ সকাল ৯:৫০

পলাশ তালুকদার বলেছেন: আপনার কমেন্ট ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.