নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিন্তু আজ আমরা সেই অমূল্য কথাটা মানছিনা বলেই আজকের সমাজের মধ্যে এরুপ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।বর্তমান সমাজের সবচেয়ে বড় বিশৃঙ্খলার হাতিয়ার হচ্ছে এই ধর্ম নিয়া বাড়াবাড়ি করা। কোন ধর্মই অন্য ধর্মের মানুষগুলোকে নিজের ভাই মনে করতে পারছেনা।ধার্মিকরা বুঝে গেছে যে,মুহাব্বত আর মানবতা আলাদা জিনিস। তাই প্রত্যেক ধর্মের মানুষেই অন্য ধর্মের মানুষগুলোকে অত্যাচার করতে আনন্দ পায় (পুন্যের কাজ মনে করে)।নিজের ধর্মকে টিকিয়ে রাখতে অন্য ধর্মের মানুষ গুলোকে হত্যা করতেও কেউ দ্বিধাবোধ করতেছেনা। ধর্মের দোহাই দিয়া মানুষ হত্যা করা যেন প্রত্যেক সমাজের(ধর্মের) নিত্যদিনের সঙ্গী। পপুলেশন প্রবলেম এর মতো ধর্মের দোহাইয়ে মানুষ হত্যা করা (অত্যাচার) বর্তামান বিশ্বের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর এই সমস্যার মূল কারনই হচ্ছে ধর্ম নিয়া বাড়াবাড়ি করা।তাই সবার উচিৎ বন্ধুসুলভ আচরণ নিয়া সমাজে বিরাজ করা আর আকাইট্ঠা ধার্মিকতার মনভাব পরিহার করা।
মনে রাখবেন, ধর্ম নিয়া বাড়াবাড়ি করা শুধু ব্যক্তি নয় বরং দেশ ও জাতির জন্যও ক্ষতিকর।
©somewhere in net ltd.