![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুক প্রতিষ্ঠাতা যে ফুটবলেও দক্ষ, এমনটা আগে কখনো শোনা যায়নি। তবে এতটুকু পড়েই উত্তেজিত হবেন না,জুকারবার্গ বনাম নেইমারের এই ‘লড়াই’ আসল ফুটবল নিয়ে নয়, বরং মোবাইলের স্ক্রিনে। ফেসবুক মেসেঞ্জারে এই গেম চালু হয়েছে। খেলায় মূল বিষয় হচ্ছে, বলটিকে নিচে পড়তে না দিয়ে লোফালুফি করতে থাকা। দুই দিন আগে জুকারবার্গ এই গেমে ৩৭ স্কোর করার পর নেইমারকে চ্যালেঞ্জ জানান। তাতেই হেরেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। তিনি করেছেন মাত্র ২৯ স্কোর। তবে হার মেনে বসে নেই ব্রাজিল অধিনায়ক। জুকারবার্গকে এবার আসল ফুটবলে
‘কিপি-আপি’ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
প্রতিযোগী হিসেবে ডেকেছেন ফর্মুলা ওয়ান
চালক লুইস হ্যামিল্টনকেও। এবার জমবে
ভালো!
তথ্যসূত্রঃগোলডটকম।
©somewhere in net ltd.