নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নতুন কিছু জানার জন্য নতুন কিছু করো\"

পলাশ তালুকদার

পলাশ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

নিজেদের দোষেই চাকরী না পেয়ে সরকারের উপর চড়াও হয়ে লাভ কি?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২১

কখনো কি ভেবে দেখেছো?
একটা মেয়ের কিন্তু ছেলেদের মত তার ভবিষ্যৎ নিয়া কোন চিন্তা করতে হয়না। কারন এখন সে তার বাবার ঘরে আর বাকি জীবনটা সে অন্য কোন প্রতিষ্ঠিত ছেলের সাথে কাটাবে। প্রমাণ সরুপ আজকে তুমি তাকে ছেড়ে দেও। এখান থেকে ঠিক ১ বছর পরে সে তার স্বামীর সাথে এক্স-গননাকারীকে খুঁজে পাওয়া তো দুরের কথা মনে ও করবেনা।
তুমি কি মনে কর?
সে তোমাকে প্রচুর সময় দিচ্ছে তাই সে তোমাকে অনেক ভালবাসে?
সে তোমাকে ছাড়া বাঁচবে না?
হা! ভাল!
প্রথমত কেউ কাউকে ছাড়া মরে না আর দ্বিতীয়ত ঐ মেয়েটির বাসায় কোন কাজ নেই। কারন ওর ভবিষ্যৎ তো অন্য কেউ দেখবে। ওর কাজই হচ্ছে একজন সুন্দর হ্যান্ডসাম জীবন সঙ্গিনী খোঁজা।আর ও সেটাই করছে।
তার প্রমাণ চাও?
মাঝেমাঝে ও তোমাকে বলেনা যে, বাবু কিছু একটা করো, তারপরে আমরা বিয়ে করব।
আজ তুমি না থাকলে সে অন্য কারো সাথে থাকবেই। অন্য কোন বড়লোকের ছেলে তাকে বাইকে করে ঘুরাবে। আর তোমাকে সেই বাইক কেনার যোগ্যতাটা অর্জন করতে হবে। তাই না হলে ঐ মেয়েটাই তোমাকে ২ দিন পরে ফাঁকি দেবে আর তুমি ফেইজবুকে দুঃখ ও কষ্টে ভরা আবেগময় পোষ্ট দিবে।
মেয়েদের জন্য এই জগৎ টা খুবেই সহজ কিন্তু একটা ছেলের জন্য তা অনেক কঠিন। অনেক কঠিন।
আজকে পড়াশোনা ফাঁকি দিয়ে প্রেম করছ, এর ফলাফল কি হবে জানো?
হ্যা, হয়তো তুমি পাশ করে যাবে। এরপর দেশের গননায় শিক্ষিত মানুষের কাতারে আরো একটা নাম আসবে। কিন্তু একটা যোগ্য মানুষের অভাব থেকেই যাবে।
তুমি কি মনে কর?
পড়াশোনা করলেই চাকরী হয়ে যাবে?
আরে, শুধু সার্টিফিকেট অর্জন করলেই চাকরী হয়না। চাকরী হয় যোগ্যতায়। তুমি পোষ্ট গ্রাজুয়েট কম্পলিট করে বসে আছো আর কম্পিউটার এর বাটন টা পর্যন্ত ঠিকমত ধরতে জানোনা। আর দোষ দিবা সরকারের যে, চাকরীটা সরকারের দেয়া দরকার?
বিভিন্ন দেশের উদাহরণ টেনে ও কথা বলবা।একবার ঐ দেশগুলোর কথা চিন্তা করার সময় তোমার হয়েছে? যেই দেশগুলোর উদাহরণ টেনে তুমি কথা বল?
আরে তারা ছাত্র জীবনে যেই পড়াশোনা ই করুক, পাশাপাশি একটা নির্দিষ্ট টাইমে তাদের কাজ করতে হয়েছে। তাই তাদের যোগ্যতা স্ট্রোং। স্টাডি শেষে ভাল চাকরি, গাড়ি,বাড়ি সব পেয়েছে তারা।
তোমার কি যোগ্যতা আছে?
কয়েকটা সার্টিফিকেট!
ব্যাস! হয়ে গেল?
রেসাল্ট কি আছে এখানে?
থার্ট ক্লাস?
চাকরী করতে হলে সার্টিফিকেট এর তুলনায় যোগ্যতাটা বেশিই দেখে। কারন সেখানে কাজ করতে হয়। তোমার সার্টিফিকেট ফটোকপি করে বিলি করতে হয়না।
আমরা বাংলা মায়ের কোটিকোটি সন্তানেরা জানিনা চাকরীর বাজার সম্পর্কে। আমরা শুধু সার্টিফিকেট অর্জন করে চাকরী করতে চাই। চাকরীর জন্য দরকার যোগ্যতার। আর সেটা পড়াশুনার পাশাপাশি কাজ করেই অর্জন করে নিতে হয়। অযথা গার্ল ফ্রেন্ড আর বাজে নেশার পেছনে সময় নষ্ট করা ভবিষ্যৎ এর জন্য মোটে এ সুখকর হবেনা।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৫

রায়হান চৌঃ বলেছেন: "নিজেদের দোষেই চাকরী না পেয়ে সরকারের উপর চড়াও হয়ে লাভ কি? "

আপনার পুরো লিখা পড়ার মতো সময় আমার নেই। তবে অপনার লিখার হেডলাইনের বিপরিতে বলছি, আমর টেক্স এর টাকায় আমরা সরকার পুষি আমাদের "পিউবিক হেয়ার মানে আমাদের বালের পোঁজা বাঁধার জন্য" বুজ্‌চ্ছেন ?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

পলাশ তালুকদার বলেছেন: স্যার আমি ও আপনার সাথে একমত। তবে যদি কোনদিন সময় হয় তবে পোষ্টটা পুরো পরেই মন্তব্য করতে আসবেন বলে আশা করি।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সরকার নিয়োগপ্রক্রিয়ায় দলীয়করণ করে। স্বজনপ্রীতি করে। মুখ চেনে নিয়োগ দেয়। তাই সরকার দোষী হতে পারে। সব দোষ তো আর প্রার্থীর নয়।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

পলাশ তালুকদার বলেছেন: ঠিকই বলেছেন।
প্রার্থী শুধু একাই দায়ি না

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

কাউয়ার জাত বলেছেন: লেখার মূল সারমর্ম শিরোনাম থেকে অনেক বেশী দামী।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

পলাশ তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৩

তানভির জুমার বলেছেন: কপি-পেস্ট করলে তার নাম উল্লেখ করতে হয় এটা মনে রাখবেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২১

পলাশ তালুকদার বলেছেন: তানভীর ভাই ,,,,, দয়া করে আপনিই নামটা বলে দেন।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: হুম।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২১

পলাশ তালুকদার বলেছেন: hmm

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭

নতুন বলেছেন: গামেন্টস ইন্ড্রাস্ট্রিতে কত মেয়ে কাজ করে খেয়াল আছে? তারা নিজেদের জীবন নিজেরাই চালায়....

শুধুই কয়েকজন স্কুল/কলেজের মেয়ের দিয়েকে তাকিয়ে এমন ভাবে মেয়েদের ছোট করার মানে হয়না।

আর আমার মনে হয়না যে যদি আপনাকে কোন চাকুরী বা ব্যবসা করে প্রতিস্ঠিত মেয়ের সাথে বিয়ে দিয়ে ঘর সামালদিতে বলা হয় আপনি রাজি হবেন....

নিজের বাবার বাড়ী ছেলে একজন মেয়ে পরের বাড়ি গিয়ে নতুন জীবন শুরু করে... এটাকে এতোটা সহজ ভাবে শুধুই আহাম্মকেরাই পারে। একটা ভিডিও দেখেছিলাম এই বিষয়টা নিয়ে.... খুবই অপরিপক্ক ভাবনা থেকেই বানিয়েছিলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩

পলাশ তালুকদার বলেছেন: আমি আপনার কথার বিরুদ্ধে যাচ্ছিনা। তবে এই লেখাটায় মেয়েদের কে ছোট করে দেখানো হয়নি।
বরং লেখাটার মুল উদ্দেশ্য হল : যৌবনের সময়টাকে কাজে লাগানো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.