নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব,
অত্যাচারীর লৌহ কপাট ভাঙ্গতে যাব,
ভাঙ্গব তালা প্রয়োজনে জীবন দেব,
আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব।
আমি চিন্তা হবো কাসেম নানুতুবীর,
ধিক্কা নেব স্বাধীনতার ব্রিটিশ ঘ্যাদাও আন্দোলনে ছিলেন যিনি মহাবীর,
আমি শাইখুল হিন্দের মতো যোদ্ধা হবো,
রক্ত নদী পারি দিয়ে সব জালিমের মোকাবেলায় স্বাধীন পতাকা উড়াব,
আমি হুসাইন আহমদ মাদানীর অস্র হব,
আমি কারী তৈয়ব সাহেবের হিকমা হব।
আমি মুজিব হয়ে ফের দাড়াব রেসকোর্সে,
বদলা নেব যারা দেশে সেবার নামে গরীব দুঃখীর রক্ত চোষে,
আমি মাওলানা ভাসানী, মেজর জিয়া বেশে,
দারাজ কন্ঠে বলব কিষাণ মজুর কেহ দুর্বল নয় স্বাধীন দেশে,
হাফেজ্জী হয়ে ঘুরে দাড়াবার পথ দেখাব,
আমি ফকরে বাঙাল তাজুলের ফকর হব।
আমি আল্লামা আজীজুল হলের চক্ষু হব,
এক চোখেতে পড়ব হাদিস অন্য চোখে খেলাফতের জাল বুনিব,
আমি খতীব ওবায়দুল হকের খুতবা হব,
হক বাতিলের ঠিক পরিচয় তুলে ধরে ভুল মানুষের ভুল সোধাব,
আমি শাহ জালালের তাকবীরের ধ্বনি হব,
আমি শায়েখে কুর্রা কারী ইব্রাহীম হব।
আমি আহমাদ শফি'র সাহস বুদ্ধি হব,
খাটি মানুষ ডর ভয়হীন সত্য বলে ইলমে ওহীর নুর বিলাব,
আমি মরতে জানি জেল জুলেমে করিনা ভয়,
জুনায়েদ বাবুনগরীর শিকল বন্দী নির্মমতায় শক্তি সাহস উৎসাহ পাই,
আমি মুষ্টিবদ্ধ মুফতী আমিনী হব,
আমি ঐক্য চেষ্টায় আতাহার আলী হব।
আমি সৈয়দ ফজলুল করীমের কান্না হব,
কাফনের কাপড় মাথায় রাজপথে ঐ বীরের বেশে হার না মানার শপথ নেব,
আমি রেজাউল করিম হয়ে জম্মাতে চাই,
যার ভয়েতে প্রাসাদ কাঁপে দৌড়ে পালায় নাস্তিক আর জালিম সবাই,
আমি শাহ তৈয়বের আত্মমর্যাদা হব,
আমি মোনাজিরে জামান ওলীপুরী হব।
আমি মাহমুদুল হাসানের বিদ্যা শক্তি হব,
মিথ্যা প্রাসাদ সব বিদায়াত মুক্ত করে সুন্নতের সমাজ গড়িব,
আমি তাবলীগের মুরুব্বি জুবায়ের হতে চাই,
দরদ ভরা হৃদয় যিনি দ্বীন বুঝাতে দারে দারে ঘুরে বেরায়,
আমি খতীবে আজমের প্রতিধ্বনি হব,
আমি সাহস বুকে হূর হোসেন কাসেমী হব।
আমি মহিউদ্দিন খানের কলম হব,
সাদা পাতায় কালির ছোঁয়ায় জাতির তরে সম্ভাবনার দোর খুলিব,
আমি মুফতী ফয়জুল করিমের কন্ঠ হব,
দ্বীন কায়েমের বজ্রধ্বনি বাজবে অসীম এই জমিনে শুনতে পাব,
আমি দেশ ও গণমানুষের সেবক হব,
আমি শায়েখ চরমোনাইয়ের প্রতিচ্ছবি হব।
আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব,
অত্যাচারীর লৌহ কপাট ভাঙ্গতে যাব,
ভাংব তালা প্রয়োজনে জীবন দেব,
আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব।
কথা/সূর/কন্ঠঃ হাবিবুর রহমান মিসবাহ
২৫ শে মে, ২০২০ রাত ১১:১৩
২| ০৯ ই মে, ২০২০ রাত ৮:৩৩
নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দ বুনন
২৫ শে মে, ২০২০ রাত ১১:১২
পলাশ তালুকদার বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৯
রাজীব নুর বলেছেন: গানের লিংক দেন শুনে দেখি সুরটা কেমন?