নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজয়ী হওয়ার জন্য সাধারণ চিন্তাভাবনা আর সাধারণ কাজের থেকে অনেক বেশি কিছু করতে হয়। যদি বড় হতেই হয় তাহলে সমুদ্রের মতো বিশাল হও। যাতে লোকেদের চক্ষু ছাড়িয়ে যায় তোমার ক্ষমতা মাপতে গিয়ে। এই পৃথিবীর কিছু মানুষ আছে যারা নিজেরা ভেঙ্গে পড়ে আবার কিছু মানুষ আছে যারা রেকর্ড ভেঙ্গে ফেলে। আর যারা রেকর্ড ভেঙ্গে ফেলে, তাদেরকে দেখে সারা দুনিয়া অনুপ্রেরণা নেয়। এখানে ৯৫% মানুষ দুনিয়া দেখতে আসে আর স্রেফ ৫% মানুষ দুনিয়াকে দেখাতে আসে। তোমার স্বপ্ন কি? দুনিয়াকে দেখা নাকি দেখানো?
জীবনে সবাই সফল হতে পারেনা। সফলতা শুধু তারাই পায় যাদের ভাগ্য ভালো হয়, আর নয়তো যারা অনেক বেশি পরিশ্রম করে। কিন্তু দুঃখের বিষয় এটা যে, সবার ভাগ্যই সর্বদা ভালো হয়না। আর পরিশ্রম সবার দ্বারা করা সম্ভব ও হয়না। মনে রাখা উচিত দুনিয়ার সবচেয়ে প্রিয় ও কাছের মানুষটা তোমার সাথে বেইমানী করলেও পরিশ্রম কখনোই তোমার সাথে বেইমানী করবেনা। যদি স্বপ্ন থাকে তোমার কিছু পাওয়ার, কিছু হওয়ার, যেটা তুমি আজ পর্যন্ত হতে পারোনি, তাহলে তোমাকে আজ থেকে সেটাই করতে হবে যেগুলো এখনো পর্যন্ত তুমি শুরুই করোনি। মনে রাখা উচিত যে, সামনের প্রবলেম যদি অনেক বড়ই হয় তবে এর পেছনের সফলতা তার চেয়ে ও বড় যা তোমার জন্য অপেক্ষা করছে। কারণ যে মানুষ গুলো দিন রাত এক করে দেয় নিজের স্বপ্নের জন্য, সমস্ত কিছু ভুলে যায় নিজের লক্ষ্যের জন্য, তাদের ভাগ্যের দরজা চিরকাল বন্ধ থাকেনা। জীবনে যা কিছুই পেতে চাও সেগুলো পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আর সেটা করা এখনই শুরু করো। কখনো ভিরের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো না। তবে ভির জমে যাবে এরকম কিছু কাজ অবশ্যই করো। নিজের জন্য না হলেও সেই মানুষ গুলোর জন্য করো, যারা তোমাকে অসফল হতে দেখে মজা পায় হাসতে থাকে। আর হ্যা, বড় হতে হলে তোমাকে পরিশ্রম করতেই হবে। কারণ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এরি মধ্যে এটাও মনে রাখা জরুরি যে, শুধু কায়িক শ্রমের মাধ্যমে রৌদ্রে পুড়ে শরীরের ঘাম ঝড়ানোকেই পরিশ্রম বলে না। বড় বড় সফলতার ক্ষেত্রে মেধা শ্রমের কোন বিকল্প নেই। এই দুনিয়াতে এমন কোন মানুষ নেই যার জীবনে কোন সমস্যা নেই। না এখানে এমন কোন সমস্যা আছে যার কোন সমাধান নেই। কারণ লক্ষ্য সেটা যত দুরেই থাকুক, সেখানে পায়ে হেটে ও পৌঁছানো সম্ভব। নিজের চিন্তা ভাবনাকে এতোটাই উঁচু রাখো যে, লোকেরা তোমার ভাবনাকে শুনে ভাবতে বসে যায়। কারণ এরকম লাখো মানুষ আছে যারা শুধু হেরে যাওয়ার ভয়ে কখনো কোন অ্যাকশনই নেয়নি। শুধু জীবন ভর আপসোস করে গিয়েছে। কারণ তারা স্বপ্নের মধ্যে জীবন্ত থাকতো, নাকি নিজের ভিতরে স্বপ্নকে জীবন্ত রাখতো তা নিজেই জানেনা। কারন তাদের মধ্যে ভয় ছিলো তারা হেরে যাবে না তো! আর এই ভয়ের সাথে জেতার একটাই উপায় আছে যে, এটাকে দেখা মাত্রই তুমি এটাকে শেষ করে দাও। নিজের ভিতরে দীর্ঘদিন পুষে রেখোনা। "ভয়" এর অর্থ ২ টা দ্বারায়।
১. সবকিছু ভুলে গিয়ে ময়দান ছেড়ে পালিয়ে যাও
২. সবকিছু সহ্য করো আর একদিন মাটি ফুরে আকাশে ওঠো।
০৯ ই জুন, ২০২১ দুপুর ২:৩৪
পলাশ তালুকদার বলেছেন: বাস্তবতাকে ব্যাখ্যা করেই তো লেখাগুলো তৈরি হয়। তাই নয় কি?
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০২১ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: জলিখতে গেলে অনেক কিছুই লেখা যায়। বাস্তব বড় কঠিন।