নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

স্নার্ল

২১ শে মে, ২০১২ সকাল ৯:৫০



যেদিন আমি অথবা তুমি, অথবা আমরা দুজনেই, তীব্রতার আকাশে উড্ডয়ন শেষে প্যারাসুট থেকে সবেগে নীচে নামতে থাকবো,

অথবা যেদিন চুম্বনের সঙজ্ঞা জানতে ফিজিক্সের চর্মঘর্ষণবিদ্যার শরণাপন্ন হব,

অথবা যেদিন আমার মেনোপজকালীন বিষণ্ণতা এবং তোমার প্রস্টেট গ্রন্থির বিদঘুটে আচরণে একে অপরকে সদ্য রুট ক্যানেল অথবা ক্যাপকৃত ভাঙাচোড়া দাঁত দিয়ে কর্কশ শব্দে শাপ-শাপান্ত করব,

তার আগেই গল্পটা লিখে ফেলা যাক, কী বল? গল্প বলা রাতের রেশম জোৎস্নার রূপালী ওম গায়ে মেখে হাস্যমুখী মুখোশবিহীন এ্যাসাসিন, স্নাফ আর্টিস্ট, স্নিফিঙ এ্যাবিউজারস হয়ে আমাদের দেহের খন্ডিতাংশের গভীরে ঢুকে সুতীব্র, ব্যাখ্যাতীত ভালোবাসার তত্ত্বতালাশ আর কতদিন? খুঁজে পাই নি পরম আগুন- নিহারিকা কুঞ্জে। শুধু ছুটে চলেছি মরীচিকার পেছনে। আমাদের ক্লান্তি আসে নি এখনও। তৃষ্ণা মেটেনি। কিন্তু একদিন হয়তোবা আমরা আকন্ঠ হৃৎজল পান করে ব্লাডার ফুলিয়ে বসে থাকবো। তুমি আনমনে স্বমেহন অথবা প্রস্রাব করবে, আর আমি প্রেগনেন্সি কিট কিনে দুটো লাল দাগের খোঁজে উৎকন্ঠিত চিত্তে চেয়ে থাকবো। তুমি জানো, যাপিত জীবনে তীব্রতা, ঘোর এবং পারস্পরিক অনুসন্ধিৎসু শল্যকার্য বাদ দিলে নিপাট সুখী জীবন যাপন করা সম্ভব। তুমি কি তাই চাও? হয়তোবা হ্যাঁ, হয়তোবা না, ইউ কান্ট নেভার সে! তার আগেই আমাদের অপরবাস্তব অনুভূতির প্রাবল্যের গল্পটা লিখে ফেলা যাক, কী বল?



*

ঘুমো, ঘুমো! তোর কাছে গল্প লেখার অনুমতি চেয়েছি নাকি? তোর অনুমতির তোয়াক্কা করি আমি? তোকে আমার মোটেও দরকার নেই। ক্লকওয়ার্ক অরেঞ্জের পোস্টার, সেক্স পিস্তলসের পাঙ্ক ফিলোসফি, সালভাদর দালির আন্দালুসিয়ান ডগ, হাংরিয়ালিস্ট মুভমেন্টের প্রতি তোর অবসেশন তোকে খুব শিখিয়েছে নিহিলিস্ট রোমান্টিক মায়াকান্না। এ ছাড়া তুই কী! হাহা! এসবই তো তুই! আর এসবের কারণেই তোর জন্যে আমি। মেড ফর ইচ আদার! ভালোবাসার সাথে নিহিলিজমের মিক্সচারটা ভালোই রপ্ত করেছিস। আমাদের অতৃপ্ততার অণ্বেষণে যা খুবই সহায়ক। তবে তোর দ্বারা প্রভাবিত হলেও তোর কাছ থেকেই এসব শিখেছি ভাবলে ভুল করবি। আমি ওরকম ন্যাকাবোকা মেয়ের অভিনয় না করলে কার ওপর এইসব তত্ত্ব প্রয়োগ করতি জানোয়ার! এই দেখ, এখন যদি আমি তোকে ঘুম থেকে উঠিয়ে বলি "এই শোনো, আমার না খুব ভয় করছে" তখন তোর ঘুমমিশ্রিত চোখে অহমিকা আর তৃষ্ণার লেখচিত্রের প্রতিটি স্থানাঙ্ক কেমন হবে, তা আমি বলে দিতে পারি। আমাকে কেটেকুটে ভেতরে ঢুকে কিছুই পাস নি, পাবিও না, এই সুখবোধ আমাকে বাঁচিয়ে রাখে ভীষণভাবে। তবে ভয়ও হয়, কবে তোর এই অভিযানের আগ্রহে ভাটা পড়ে। খুব হতাশ লাগে মাঝেমধ্যে, তোকে এত সহজে বুঝে ফেলেছি বলে। তুই কেন আরেকটু দুর্বোধ্য হলি না বিমূর্ত কোন চিত্রকর্মের মত? তবে ভয় পাস নে, তোর শরীরের ভেতর শরীর, মনের ভেতর মনটা কেমন, জানার আগ্রহ আমি প্রতিনিয়ত নতুন করে সৃষ্টি করি।

-খবরদার... জড়িয়ে ধরবি না। আজ রাতে খুব গরম। ছাড় বলছি!

-ছাড়বো বলছো? কাম অন বেইবি, আই নিড সেক্স!

-হু ডাজন'ট! ওকে, লেটস হ্যাভ সেক্স। আমাদের প্রয়োজনের তো অভাব নেই। সেক্স, ফুড, জব, বেবি...প্রয়োজনের ঊর্ধে উঠতে বলি না তোমাকে আর, আমি নিজেই কী তা পারি! হাজার হোক, রক্ত-মাংসের মাংসল মানবীতো!

-ডোন্ট বি আপসেট! স্যরি, বি আপসেট! আপসেট হও তোমার মাংসল জীবনের জন্যে। এটাইতো চাচ্ছিলাম। তোমাকে আমি নাক্ষত্রিক আকাশের ঔজ্জ্বল্যের মাঝে লুকিয়ে থাকা কালো তারা বানাবো। আর তোমাকে খুঁজবো, খুঁজে চলবো... ফাক সেক্স! চলো কালো তারা, আকাশে চলো।

-কী বললা! ফাক সেক্স! হাহাহা!

-হু! এখন হাসো, তারপর ভাসো! ভেসে যাও! ওপরে উঠে যাও তারার গাউন পরে। তোমাকে আমি কেটেছিড়ে পাই নি, এবারও পাবো তাও আশা করি না। কিন্তু তোমাকে খোঁজার, পুনঃপুনঃ আবিস্কার করার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না কখনও।

-অথচ আমরা একসাথেই থাকি তাই, না!

-ইউ গট ইট মাই ব্ল্যাক স্টার!



*

গল্প লেখায় বাগড়া পড়েছে বলে আমার একটুও রাগ হয় নি। এভাবে ভাসতে ভালোই লাগছে। 'ই' প্রত্যয় দিয়ে আসলে ঠিক বোঝানো গেলো না। খুব... খুব ভালো লাগছে। অসম্ভব ভালো লাগছে। এই যে রক্তমাংসের নারী থেকে এভাবে পরী হওয়া, দেবী হওয়া, তারা হওয়া, কালো তারা! অজস্র তারার মাঝে লুকিয়ে থাকা একজন। চমৎকার ব্যাপার। বেশ অনায়াসেই হয়ে গেলো। তুমি চাইলেই হয়। আমি চাইলেই হয়। আমাদের চাওয়া পাওয়ার সমীকরণটা প্রথমদিকে খুব সরলভাবে শুরু হয়। তারপর যাবতীয় জটিলতা... একটার পর একটা চলক এবং ধ্রুবকের আগমন সমাধানটাকে জটিলতর করে দেয়। অবশ্য সমাধান নিয়ে আমরা ভাবলে তো!



গোলাপী নাইট গাউন পরা ঐ ছেমড়িটা ঘুমাক, তার পাশের দামরাটাও ঘুমাক! সকালবেলা ঘুম থেকে উঠে এলোমেলো বিছানা গোছগাছ করে অফিসে অথবা নিরুদ্দেশে যেখানে খুশি যাক। নাহ! বড্ড রূঢ় মনোভাব পোষণ করছি বোধহয় ওদের ব্যাপারে। ওরা কেউই এখন আর বিছানায় নেই। ওরা নেই, আমরা নেই, নেই এই বিছানা-বালিশ-এ্যালার্ম ক্লক-টুথব্রাশ মন্ডলীতে। রাতের তন্দ্রা কেটে যাবার আগেই নিকষ কালো আকাশে কালো তারা হয়ে ফুটে রই আমি। সে আমাকে খুঁজবে, এবং খুঁজে না পাওয়ার আনন্দে বিভোর হবে। সেই পুরোনো খেলা, নতুন রূপে। আমি ক্লান্তি আসার আগেই গল্পটি লিখতে চেয়েছিলাম। এখন মনে হচ্ছে অলিখিত এবং অদৃশ্য ঘটনাবলীই আমাদের পরিচালিত করবে আজীবন। গল্প লেখার কোন দরকার নেই।

-আমাকে খুঁজে বের কর! আই এ্যাম দ্যা ব্ল্যাক স্টার!

ব্ল্যাক স্টারের কনসেপ্টটা চমৎকার। আমাদের কাঙ্খিত অতৃপ্তি অভিযানের অভিধানে আরেকটি শব্দ যুক্ত হল। এর প্রায়োগিক দিকটা দেখার জন্যে উন্মুখ হয়ে আছি!



*

কোথায় তুমি কালো তারা? আমি ধূমকেতুরথে চড়ে খুঁজে বেড়াচ্ছি তোমায়। বছরের পর বছর...বছরের পর বছর...। আমার বয়স বাড়ছে না, ক্লান্তি পাচ্ছে না। এই আনন্দময় অনুসন্ধান পর্বের গর্বিত অভিযাত্রী আমি। কখনও তোমার ছায়া পড়বে ভেবে সমুদ্রের গভীরে নেমে যাই, মুখরিত জলকল্লোলের মধ্যে হারিয়ে যায় আমার চিৎকার। মুখে লোনা পানি ঢুকে যায়। কখনও অরণ্যের পাখি এবং বৃক্ষপত্রের ধ্রুপদী কনসার্টে সবুজের প্রতি তোমার ভালোবাসার কথা ভেবে সন্ধান করি সেখানে। তবে মহাবিশ্বের ক্রমবর্ধমান প্রসারণে তোমার শুন্যতাও যে অসীমে বিস্তৃত হচ্ছে এটা ঠিক বুঝতে পারি। আমি খুঁজছি...খুঁজছি...খুঁজছি তোমাকে কালো তারা। এটা অনস্বীকার্য যে, আমাদের আগের কার্যপ্রণালীর সাথে এটার অনেক তফাৎ। ওটাতে কম বয়সের অপরিপক্ক তীব্রতা এবং সহিংসতার তীব্র আনন্দ ছিলো বটে, কিন্তু এই অভিযাত্রা আরো আনন্দময়, প্রশান্তিময়, ব্যথা এবং অশ্রূবিহীন, কষ্টবর্জিত।



হোয়াট দ্যা ফাক আই এ্যাম থিংকিং!



আনন্দ! প্রশান্তি! যন্ত্রণাহীনতা!



আমার কী বয়স বাড়ছে? ক্লান্তি আসছে? আমার কালোতারার খোঁজে আমি পেরিয়ে যাচ্ছি সবুজ মাঠ, নিবিড় বন, গায়ে মাখছি জলজ সতেজতা। এর মাধ্যমে কি আমি আমার মধ্যবয়স্ক আরামপ্রিয় শরীর, আর প্রশান্তিভ্রান্ত চোখকে মহান যন্ত্রণা আর বিচ্ছেদ থেকে দূরে সরিয়ে দিচ্ছি না? কালোতারার খোঁজে আনন্দভ্রমণ তাহলে আমার বিলাস অজুহাত ছিলো? তীব্রতা এবং অপ্রাপ্তির অনুসন্ধান না? আমি সুখী গেরস্থ হয়ে যাচ্ছি? কালো তারা, নেমে এসো। নেমে এসো প্লিজ! অনেক বছর পার হয়ে গেছে, অনেক তো হল! এবার নেমে এসো! এই খেলা আর ভালো লাগছে না। আমি অরণ্যের সজীবতা চেয়েছিলাম, সমুদ্রের গভীরতার সাথে ভালোবাসার গভীরতাকে পরখ করতে দেখতে চেয়েছিলাম-কিন্তু কিছু শামুকের বাড়ি ভেঙে দেয়া ছাড়া আদতে কিছু হয় নি। উজ্জ্বল নক্ষত্রদের সাথে বন্ধুত্ব করেছিলাম- আমার চোখ ঝলসে গিয়েছিলো। তোমাকে না পাওয়ার নিশ্চয়তার ছত্রতলে দাঁড়িয়ে ভুলে গিয়েছিলাম সুখ নামক অশ্লীল আরাম মাদক। অপ্রাপ্তির অনুভব আর বোধ করছি না কালো তারা, তোমাকে প্রয়োজন আমার এখন। হ্যাঁ, অনেক বছর আগে যে স্থূল শব্দটি নিয়ে আমাদের মাঝে মন কষাকষি হয়েছিলো সেটার কথাই বলছি।



তোমাকে আমার প্রয়োজন। নেমে এসো!



*

এভাবেই কেটে যায় বছর-মাস-দিন! এভাবেই কেটে যায় সময়ের দেহ! আমাদের সবচেয়ে দীর্ঘস্থায়ী, কিন্তু ফলপ্রসূ প্রক্রিয়াটা এভাবে পরিত্যক্ত হয়ে গেলো! এতদিন অন্ধকারে সাঁতরে চলে, ঘাপটি মেরে মজা দেখে নিজেকে মনে হচ্ছিলো অসূর্যস্পর্শা অহংকারী এক তারা, যার খোঁজে আজীবন ছুটে চলবে একজন প্রেমিক পুরুষ। এই আত্মম্ভরীতার আড়ালে ঢেকে গিয়েছিলো আমার বয়স, ক্লান্তি, তীব্রতা, গভীরে ঢোকার মোহ...। আসলে কালো তারা বলে কখনও কিছু ছিলো না। থাকবেও না...



*

Snarl (verb)

-(কুকুর সম্বন্ধে) দাঁত বের করে ক্রুদ্ধ গর্জন করা।

-(ব্যক্তি সম্পর্কে) কর্কশ কন্ঠে কথা বলা।



*

-এভাবে ঘোরগ্রস্থ জীবন আর কতদিন কাটাবা হ্যাঁ? রাখো, ভদকার বোতলটা রাখো!

-শাট আপ বিচ!

-শোন, গালি আমিও কম জানি না, প্রতি বৃহস্পতিবার আসলেই তোমাকে বোতল নিয়ে বসতে হবে?

-গেট দ্যা ফাক আউট অফ হিয়ার!

-মদ খাইলে খালি ইংরাজি মারাও, না? মদ খায়া যেই টাকা উড়াইছো, সেইটা দিয়া আমারে কয়টা শাড়ি কিনা দিতে পারতা!

-তুমি আমাকে ভালোবাসো না আর?



এরকম স্টুপিড প্রশ্নের পরে তার সাথে কথা চালিয়ে যাওয়ার আর কোন মানে খুঁজে পাই না। দুঃখজনক ব্যাপার হচ্ছে, তাকে আমি ভালোবাসি, এবং তাকে আমার প্রয়োজন। ঘেন্না লাগে নিজের ওপর। আমি জানতাম, এরকমটাই হবে শেষতক। আমাদের গল্পটা অনেক আগেই লিখে ফেলা উচিত ছিলো। লেখা হয় নি, কালো তারা নামক উদ্ভট অভিযানের কবলে পড়ে, আদতে যা ছিলো নির্ভরতা এবং আয়েশের একটা অজুহাত মাত্র! গত ক'বছর আমরা তৃষ্ণার্ত চাতক পাখির মত একে অপরের জলাধার পান করে জলীয় হয়েছি, জ্বলীয় হতে পারি নি। বেমালুম ভুলে গেছি! তবে হ্যাঁ, এখন আমরা একে অপরকে খুউব ভালোবাসি! পরস্পরের যত্ম নেই, জন্মদিনে টেক্কা দিয়ে দামী উপহার দেয়ার নেশায় মাতি। আর এভাবেই জ্বলে উঠলো সব বাতি। হারিয়ে গেলো কালো তারা।

-কালো তারা, তুমি আমাকে ভালোবাসো না?

-কালো তারার ব্যাপারটা নেহায়েৎ একটা পাগলামি ছিলো।

-আরেকটু পাগলামি করা যায় না? শেষবারের মত?

-তুমি ড্রাংক।

-এখন মদ্যপ যে, পাগলামি করার তার শ্রেষ্ঠ সময়!

-আই এ্যাম নট ড্রাংক, এ্যান্ড আই এ্যাম নট ইয়োর ব্ল্যাক স্টার।

-ইউ আর আ বিচ!

-গালি দিবি না বাঞ্চোৎ!

-তুই শাড়ি কিনবি না? গহনা কিনবি না? নেকলেস কিনবি না? চল, কালকেই তোকে সব কিনে দেবো।



আমি অনায়াসেই একটা নতুন অনুসন্ধান প্রক্রিয়া শুরু করতে পারতাম, ভালোবাসার যাবতীয় আনুষ্ঠানিকতা বাদ দিয়ে। আবারও স্নাফ থিয়েটারে গিয়ে তাকে দিয়ে আমার দেহ কাঁটাছেরা করে ভেতরে, যতটা ভেতরে গেলে খুঁজে পাওয়া যায় ব্যাখ্যাতীত ভালোবাসা এবং অসহনীয় অর্গাজম, সেটার বিশ্লেষণ করতে পারতাম। আমাদের পরস্পরের দেহের খন্ডিতাংশ হাতে নিয়ে স্নিফ করতে পারতাম। এতটা হার্ডকোর লেভেল না গেলেও আবারও বছরের পর বছর কালো তারা হয়ে মিলিয়ে গিয়ে তার একান্ত অনুসারিত হতে পারতাম, এবার হয়তোবা আগের ভুলগুলো আর হত না। কিন্তু আমাকে পেঁচিয়ে ধরে দ্বিধার বাহু। তাকেও হয়তো বা!



আমরা একে অপরের দিকে খরচোখে তাকিয়ে থেকে মৌনভাবে বোঝাপড়া করতে থাকি। হয়তোবা সব দ্বিধা ঝেড়ে ফেলে সেই মহান, কিন্তু যন্ত্রণাদায়ক অনুসন্ধানে ব্রতী হব, হয়তো বা প্রাত্যহিক ভালোবাসা চর্চাটাই অব্যাহত রাখবো, হয়তো বা...

-চোখ নামাও!

এতসব দ্বিধার যাঁতাকলে পিষ্ট হয়ে সইতে না পেরে আমি চিৎকার করে উঠি।



এখন আমি তার বমি পরিস্কার করে বিছানায় শুইয়ে দেবো। ভালোবাসা রক্ষা করার ক্ষেত্রে এসব অতি প্রয়োজনীয়।



আমাদের নিয়ে সেই গল্পটা আর কখনই লেখা হবে না আমার।



# এই গল্পটি "তীব্রতা" ট্রিলজির শেষ গল্প। আগের দুটি গল্প হল,

স্নিফ

স্নাফ

মন্তব্য ১৬৮ টি রেটিং +৪৬/-১

মন্তব্য (১৬৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১২ সকাল ১০:০৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ভালো লাগলো।
একটু ভিন্নতা ছিলো।
গল্প না লেখা হয়ে উঠার গল্পের ৫ম অংশটা বেশি ভালো লেগেছে।

২১ শে মে, ২০১২ সকাল ১১:১৪

হাসান মাহবুব বলেছেন: গল্প ভালো লেগেছে এর চেয়ে ভিন্নতা খুঁজে পেয়েছেন এটা শুনে আমার বেশি ভালো লাগলো।

শুভসকাল!

২| ২১ শে মে, ২০১২ সকাল ১০:১৪

নীরব দর্শক বলেছেন: অন্যরকম ফ্লেভার।

দারুন লাগল। +

২১ শে মে, ২০১২ সকাল ১১:১৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৩| ২১ শে মে, ২০১২ সকাল ১০:১৪

জামিনদার বলেছেন: আপনার এই গল্পে খুব বেশি সরলতার প্রবাহ দেখলাম। একটা রোমাঞ্চকর অথবা মনযোগি পাঠকের দৃষ্টিনন্দন গল্প লিখতে যে পরিমান বিষন্নতার আবহ (বিষয়বস্তুর সাথে মিলে মিশে একাকার হওয়া) লাগে আপনি মনে হয়ে তা থেকে কিছুটা দূরে সরে এসেছেন। অনেক কথা আছে যা না বলেও বুঝানো যায়। যারা সাধারণত আবেগ তাড়িত হয়ে বলে বা লিখে তারা এই না বলাকে উপেক্ষা করতে পারেনা। সাহিত্যে রস খুঁজে এমন পাঠকের জন্য এটা বিরক্তিকর।


গল্পের অস্পষ্ট যৌন দিকটা খুব সুন্দর। তবে এটা নির্দিষ্ট শ্রেণীর পাঠকের জন্য বরাদ্ধ। সময় এবং বাস্তবতার প্রেক্ষাপটে এটা নিন্দনীয় বটে।

মনে হয় প্রথম ভাললাগা দিলাম। :)

২১ শে মে, ২০১২ সকাল ১১:১৮

হাসান মাহবুব বলেছেন: খুব বেশি সরলটার প্রবাহ ব্যাপারটা স্পষ্ট হল না। তবে কিছু কিছু জায়গায় বাকয়ের পুনরাবৃত্তি ঘটেছে, সেটা হয়তোবা আপনার পাঠে বিরক্তি ঘটিয়েছে। এজন্যে দুঃখিত।

যৌনতা খুব স্বাভাবিক একটা জিনিস। এটা কোন বিশেষ বয়স সীমার কথা মাথায় রেখে লিখি না। আর নিন্দনীয় জিনিস নিয়ে গল্প লিখতেই আমার বরঙ ভালো লাগে।

পাঠের জন্যে ধন্যবাদ জামিনদার।

৪| ২১ শে মে, ২০১২ সকাল ১০:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
@ জামিনদার

আমার ফার্স্ট লাইকের এতো পরে এসে ও কেন মনে হয়, ফার্স্ট লাইক আপনার?
হা হা হা!

৫| ২১ শে মে, ২০১২ সকাল ১০:২৩

ডেভিড বলেছেন: সেই যাপিত জীবনটাই, তবে অন্যরকম করে ভাবার একটা আবহ- অসাধারণ, আত্নস্থ করতে কিছুটা মনোসংযোগের অভাব অনুভব করেছিলাম, সেটা সম্ভবত ধারাবাহিকতার শেষ থেকে শুরু করেছি বলে।
ভালো থাকুন, শুভ সকাল

২১ শে মে, ২০১২ সকাল ১১:২১

হাসান মাহবুব বলেছেন: শুরু থেকে আরেকবার পড়েন, গল্প তিনটির মধ্যে ধারাবাহিকতা আছে চরিত্র এবং কাহিনীর। আছে বিবর্তন।

ধন্যবাদ ডেভিড।

৬| ২১ শে মে, ২০১২ সকাল ১০:২৬

প্রিন্সর বলেছেন: এইটাতে তেমন ভায়োলেন্স পাইলাম না । যা স্নাফ এ পাইছিলাম । গল্পের মাঝে মাঝে এর স্রষ্টার স্বগোক্তিতে সদূরে কেটে পড়ার প্রবনতা একটু ভিন্নতা এনে দিয়েছে গল্পটিতে । :)

২১ শে মে, ২০১২ সকাল ১১:২২

হাসান মাহবুব বলেছেন: স্নাফ গল্পটায় যে চরিত্র দুটো ছিলো, এটাতেও তারাই আছে। তবে তাদের বয়স বেড়েছে। তীব্রতা কমেছে। এজন্যে ভায়োলেন্স কম।

ধন্যবাদ প্রিন্সর।

৭| ২১ শে মে, ২০১২ সকাল ১০:৩৭

জামিনদার বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয়@ আমি যখন ভাল লাগায় মাউস পয়েন্টার রেখে আলতো করে চাপ দিচ্ছিলাম তখন সেখানে অন্যকারো ভাললাগার কোন প্রমাণ ছিলনা। :)

আপনে প্রথম হলেই বাঁচি। ক্লাসে ১ম কে ৩য় হতে দেখেছি। কিন্তু ২য় কে ৪র্থ বা ৫ম হতে দেখিনাই।

৮| ২১ শে মে, ২০১২ সকাল ১০:৪৯

প্রকৌশলী আতিক বলেছেন: পরে সময় নিয়ে পড়তে হবে। অনেক বড়।

২১ শে মে, ২০১২ সকাল ১১:২৩

হাসান মাহবুব বলেছেন: ঠিকাছে। আপনার মতামতের অপেক্ষায় থাকলাম।

৯| ২১ শে মে, ২০১২ সকাল ১০:৫০

সবাক বলেছেন: তীব্রতা সিরিজটা দারুন! একটা গল্পের ভেতরে অনেকগুলো গল্প। কেউ চাইলে এ ছোটছোট গল্পগুলো নিয়ে পাজল খেলতে পারে।

২১ শে মে, ২০১২ সকাল ১১:২৫

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস সবাক! এই প্রথম কোন ট্রিলজি লিখলাম। গল্পগুলো নিয়ে আপনার চিন্তা বহুমাত্রিক জেনে ভালো লাগলো।

১০| ২১ শে মে, ২০১২ সকাল ১০:৫৬

শিশিরের শব্দ বলেছেন: অন্যরকম গল্পটা....
বেশ লাগল।

২১ শে মে, ২০১২ সকাল ১১:২৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ শিশিরের শব্দ।

১১| ২১ শে মে, ২০১২ দুপুর ১২:১২

রবিন মিলফোর্ড বলেছেন: দারুন ব্যতিক্রমী একটা গল্প ।


+++++++

২১ শে মে, ২০১২ দুপুর ১:০৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রবিন!

১২| ২১ শে মে, ২০১২ দুপুর ১২:২৪

জল ছাপ বলেছেন: আমি অনায়াসেই একটা নতুন অনুসন্ধান প্রক্রিয়া শুরু করতে পারতাম, ভালোবাসার যাবতীয় আনুষ্ঠানিকতা বাদ দিয়ে। আবারও স্নাফ থিয়েটারে গিয়ে তাকে দিয়ে আমার দেহ কাঁটাছেরা করে ভেতরে, যতটা ভেতরে গেলে খুঁজে পাওয়া যায় ব্যাখ্যাতীত ভালোবাসা এবং অসহনীয় অর্গাজম, সেটার বিশ্লেষণ করতে পারতাম। আমাদের পরস্পরের দেহের খন্ডিতাংশ হাতে নিয়ে স্নিফ করতে পারতাম। এতটা হার্ডকোর লেভেল না গেলেও আবারও বছরের পর বছর কালো তারা হয়ে মিলিয়ে গিয়ে তার একান্ত অনুসারিত হতে পারতাম, এবার হয়তোবা আগের ভুলগুলো আর হত না। কিন্তু আমাকে পেঁচিয়ে ধরে দ্বিধার বাহু। তাকেও হয়তো বা!


আমরা অনেক কিছুই করতে পারতাম...এবং কে জানে, আমরা হয়তো করেও ফেলি কখনো না কখনো...

আপনার ট্রিলজির তিনটা গল্পই আমার প্রিয়তে রইল। অদ্ভুত ঘোরগ্রস্ত লেখা।

২১ শে মে, ২০১২ দুপুর ১:১০

হাসান মাহবুব বলেছেন: আন্তরিক ধন্যবাদ জলছাপ এবং শুভকামনা।

১৩| ২১ শে মে, ২০১২ দুপুর ১২:২৬

সানজিদা হোসেন বলেছেন: মাথাটা গেল। আর আপনার গল্প পড়া যাবেনা।

২১ শে মে, ২০১২ দুপুর ১:১৫

হাসান মাহবুব বলেছেন: এটা কি আগের দুইটার তুলনায় এতই বেশি কঠিন হৈসে! আমিতো একটা রুমান্টিক প্রেমের গফ লিক্লাম :(

১৪| ২১ শে মে, ২০১২ দুপুর ১২:৪৩

রেজোওয়ানা বলেছেন:
এটাও সেই তীব্র ভালবাসার গল্প!!




মদ খায়া যেই টাকা উড়াইছো, সেইটা দিয়া আমারে কয়টা শাড়ি কিনা দিতে পারতা!


পছন্দ হইছে


২১ শে মে, ২০১২ দুপুর ১:১৭

হাসান মাহবুব বলেছেন: তীব্র ভালোবাসা একটু কমায়া দিসি এইবার। এখন মনে হচ্ছে ফিনিশিংটা চেঞ্জ কৈরা দেই!

থ্যাংকস আপু।

১৫| ২১ শে মে, ২০১২ দুপুর ১২:৪৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: যেখানে শুরুর কথা বলার আগেই শেষ
সেখানেই মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারি অভ্যেস....
যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণ
সেখানেই ছুটবো ভাবি...গিলবো গল্প...ভুল হবে বানান
এই বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেলো আয়োজনে
প্রত্যেকদিন ভয় পাওয়া ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে
আজ শেষমেশ নেই তোর কেউ নেই..
কেউ নেই..
কেউ নেই..
একবার বল নেই তোর কেউ নেই...
কেউ নেই..
তোর কেউ নেই. /:) /:)

২১ শে মে, ২০১২ দুপুর ১:১৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর কবিতা। কার?

১৬| ২১ শে মে, ২০১২ দুপুর ১:৩৪

নোমান নমি বলেছেন: অন্য দুইটা থেকে এটা আলাদা। আর বেশ সহজও মনে হল।
ভাল লাগছে। দেখি রাতে প্রথমটা থেকে টানা তিনটা পড়বো। ভাল লাগা বোধহয় তখন ভালভাবে বুঝা যাবে।

২১ শে মে, ২০১২ দুপুর ১:৪৫

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস নমি। আমারও মনে হয় টানা তিনটা পড়লে বেশি ভালো লাগবে। কালকে রাতে গল্প লেখার কোন প্ল্যানই ছিলো না। কিন্তু কী মনে করে স্নাফ এবং স্নিফ পড়ার পরে আমি বুঝতে পারলাম যে এটার আরেকটা পর্ব লিখতে যাচ্ছি!

১৭| ২১ শে মে, ২০১২ দুপুর ১:৪৮

জল ছাপ বলেছেন: আজ শেষমেশ নেই তোর কেউ নেই..
কেউ নেই..
কেউ নেই..



এটা একটা গান, ২২শে শ্রাবণ সিনেমার।

২১ শে মে, ২০১২ বিকাল ৩:২০

হাসান মাহবুব বলেছেন: ওহ! ছবিটা তো দেখসি। গানটার কথা মনে ছিলো না।

১৮| ২১ শে মে, ২০১২ বিকাল ৪:০৭

বেঈমান আমি বলেছেন: শুরুটা যেভাবে বর্ননা করছেন নিজেরে কল্পনা কইরা ভয় পাইছি। ;)

আন লাকি ১৩ +++

২১ শে মে, ২০১২ বিকাল ৪:১৩

হাসান মাহবুব বলেছেন: ভয় পাওয়াইতে পাইরা খুশি খুশি লাগতাসে B-)

১৯| ২১ শে মে, ২০১২ বিকাল ৫:৪৮

নিমা বলেছেন: জঠিললললল

২১ শে মে, ২০১২ বিকাল ৫:৫৩

হাসান মাহবুব বলেছেন: নিমান্ঠিঈ!

২০| ২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:০৭

অন্তি বলেছেন: আপনার গল্প অফলাইনে পড়া হয় বেশী। মন্তব্য করতে সাহষ পাইনা।

অঃটঃ আজ রস আলোতে,'বর্ণবিচ্যুতি এবং প্রবল দ্বিধান্বিত কিছু সময়'
শিরোনামে একটা লেখা পড়লাম যার লেখক হাসান মাহবুব। আপনারা দুজনে কি একজন?

২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:০৯

হাসান মাহবুব বলেছেন: ভয়ের তো কিছু নেই অন্তি! মন খুলে মন্তব্য করবেন।

হ্যাঁ, ওটাই আমি।

শুভবিকেল।

২১| ২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:০৯

অন্তি বলেছেন: স্যরি এক মন্তব্য দুবার পোস্ট হয়ে গেছে।
:(

২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১০

হাসান মাহবুব বলেছেন: আপনি বলার আগেই একটা মুছে দিয়েছি।

২২| ২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:২৮

অতন্দ্র তওসিফ বলেছেন: আগের দু'টা আগেই পড়েছিলাম। ট্রিলজি ভালো হয়েছে, ইউনিক।

২১ শে মে, ২০১২ রাত ৮:০৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ তওসিফ।

২৩| ২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৩২

উদাস_হাওয়া বলেছেন: ++++++++

২১ শে মে, ২০১২ রাত ৮:০৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ উদাস হাওয়া।

২৪| ২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৩

নাফিজ মুনতাসির বলেছেন: রোমান্টিক গল্প ভালো পাই.............ট্রিলজির শেষ গল্পটা দারুণ লাগলো.........একটু সরল করে লেখার জন্য অনেক ধন্যবাদ...........

তীব্রতা ট্রিলজিটা বেশ দারুণভাবে তার যাত্রা শেষ করলো...............দেখি আবার প্রথম থেকে তিনটা একসাথে পড়তে হবে............

অ:ট: আপনার রসআলোর লেখাটা পড়েছি B-)

২১ শে মে, ২০১২ রাত ৮:০৬

হাসান মাহবুব বলেছেন: প্রথম থেকে পড়লে আরো বেশি ভালো লাগবে আশা করি।

রস আলোর লেখাটা সেই কবে দিসিলাম, আজকে ছাপাইলো! আমি তো পুরা অবাক!

শুভসন্ধ্যা নাফিজ।

২৫| ২১ শে মে, ২০১২ রাত ৮:১০

আমিও মানুষ বলেছেন: গল্প শেষ! আসলে শেষ না...সামনে অনেক পথ...আরো নতুন কোনো গল্পের অপেক্ষায়...

২১ শে মে, ২০১২ রাত ৮:১৪

হাসান মাহবুব বলেছেন: হয়তো তৈরি হতেও পারে নতুন কোন গল্প তাদের জীবনে। ফিরে পেতে পারে সেই তীব্রতা, ক্ষণিকের জন্যে হলেও!

অনেক ধন্যবাদ পাঠের জন্যে।

২৬| ২১ শে মে, ২০১২ রাত ৮:৪১

সালমাহ্যাপী বলেছেন: অসম্ভব ভালো লেগেছে ভাইয়া


অনেকগুলা প্লাস :)

২১ শে মে, ২০১২ রাত ৮:৪৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সালমা। ভালো থাকবেন।

২৭| ২১ শে মে, ২০১২ রাত ৯:২৩

সায়েম মুন বলেছেন: এই গরমের ঘোরে গপটা পড়লাম। যেন আরও ঘোরগ্রস্থ হলাম!

কালো তারার বিষয় আশয় আসছে। কিন্তু গপ কোমল রুমান্টিক হৈল না। /:)

সেক্স, ভায়োলেশন গপে কম আনেন। নাইলে মাইনষের সামনে পাতা উল্টাইতে সাহস পাইনা :P

২১ শে মে, ২০১২ রাত ৯:২৮

হাসান মাহবুব বলেছেন: এইটা এ্যাকচুয়ালি কালা তারারে নিয়া লেখার কথা ছিলো না। সিরিজটার শেষ গল্প হিসেবে লিখতে বসছিলাম, লিখতে লিখতে দেখি কালো তারা ঢুকায় দেয়া যাইতাছে। তাই এক ঢিলে দুই পাখি মারলাম B-))

আপনে কি এহনও ছুটো আছেন? /:)

২৮| ২১ শে মে, ২০১২ রাত ৯:৫১

সায়েম মুন বলেছেন: তাইলে জায়গামত ঢিল লাগছে :D

না মানে আশে পাশে কেউ আসলে --- :-P

২১ শে মে, ২০১২ রাত ১০:১০

হাসান মাহবুব বলেছেন: আশেপাশে কেউ থাকলে একটু কান ধৈরা টাইনা দিবেনে। ব্যাপার্না! B-))

২৯| ২১ শে মে, ২০১২ রাত ১০:০৯

মাহী ফ্লোরা বলেছেন: মনে হচ্ছিল আমি উদ্বেগ হাতে ধরে ভয়ংকর দ্রুততায় একটার পর একটা লাইন পড়েছি। ভাবছি হার্টের রুগীদের জন্য আপনার লেখা কত আতংকের!

২১ শে মে, ২০১২ রাত ১১:২০

হাসান মাহবুব বলেছেন: বলেন কী! অবশ্য এরকম অভিযোগ আমি আগেও শুনসি :| এবং উৎসাহিত হয়েছি B-)

৩০| ২১ শে মে, ২০১২ রাত ১০:২৮

রাহি বলেছেন: আগের দুই পর্ব না পড়ায় তেমন বুঝিনি। পরে পড়ব। রস আলোতে লেখাটা সুন্দর হয়েছে। মজা পেলাম। ;)

২১ শে মে, ২০১২ রাত ১১:০৮

হাসান মাহবুব বলেছেন: আচ্ছা পড়ে নিয়েন।

ধন্যবাদ!

৩১| ২১ শে মে, ২০১২ রাত ১০:২৮

কয়েস সামী বলেছেন: প্রচন্ড জ্বরের মধ্যেও যথন মোবাইল থেকে ব্লগে ঢুকে আপনার লেখা দেখলাম আর ধরে রাখতে পারলাম না নিজেকে! পিসি খুলে চটজলদি পড়ে নিলাম গল্পটা। জ্বরের ঘোরটাকে আরো বাড়িয়ে দিল আপনার গল্পটা। আচ্ছা, আজকের রসালোতে যে লিখাটা, তা কি আপনার?

২১ শে মে, ২০১২ রাত ১১:০৯

হাসান মাহবুব বলেছেন: আপনার রোগমুক্তি কামনা করছি, তবে ঘোরমুক্তি না ঘটুক!

হ্যাঁ, লেখাটা আমার।

শুভরাত্রি।

৩২| ২১ শে মে, ২০১২ রাত ১১:০০

সায়েম মুন বলেছেন: অনেকে বলার পর রস আলোতে গিয়ে আপনার লেখাটা দেখলাম । অনেক আগে পর্ছি। আবারও নতুন করে পড়া হলো। নতুন করে মজা পাইলাম। অভিনন্দন আপনাকে। #:-S

২১ শে মে, ২০১২ রাত ১১:০৯

হাসান মাহবুব বলেছেন: এরকম ব্যাকা মুখ কৈরা অভিনন্দন কেনু? :-/

৩৩| ২১ শে মে, ২০১২ রাত ১১:০৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এসে পড়েছি। এখন পড়বো :)

২১ শে মে, ২০১২ রাত ১১:১০

হাসান মাহবুব বলেছেন: আই ওয়াজ এক্সপেক্টিং ইউ। আগের দুটা পর্ব সম্ভবত তোমার পড়া আছে।

৩৪| ২১ শে মে, ২০১২ রাত ১১:১৯

মিরাজ is বলেছেন: আচ্ছা আপনার এই সিরিজটা কি সিড এন্ড ন্যান্সি মুভিটা দেখার পর ঢুকছিলো?? সম্পর্কটা ঠিক তাদের মত। হয়তো শেষটা ভিন্ন!!!

ঘোরগ্রস্ত পাঠ।

Snarl (verb)
-(কুকুর সম্বন্ধে) দাঁত বের করে ক্রুদ্ধ গর্জন করা।
-(ব্যক্তি সম্পর্কে) কর্কশ কন্ঠে কথা বলা।


এইটুকু সবচেয়ে জটিল লেগেছে =p~ ;) যারা বুঝবে তারা মজা পাবে শিওর।

২১ শে মে, ২০১২ রাত ১১:২৩

হাসান মাহবুব বলেছেন: আমি প্রথম যখন স্নাফ লিখি, তখন কোনো সিরিজের কথা মাথায় ছিলো না। স্লিপনটের ঐ শিরোনামের গানটা শুইনা অনুপ্রাণিত হৈয়া লিখসিলাম। পরে কী মনে করে এটার সিক্যুয়েল লিখলাম- স্নিফ। তখন মনে হৈসে যে আরেকটা পর্ব লিখা ওদের খুদাপেজ বৈলা দেই :#)

ঐ অংশটুকু লিখা আমিও অনেক মজা পাইসি :-B

৩৫| ২১ শে মে, ২০১২ রাত ১১:২২

মিরাজ is বলেছেন: আজকে রস আলোতে আপনার লেখা ছাপছে??? অভিনন্দন, অভিনন্দন। আজকে মুল পত্রিকা পড়লেও রস-আলোটা পড়া হয়নি। আগের মত মজা পাইনা :(

আপনার ঐ লেখাটা অবশ্য আগেই পঠিত :-0

২১ শে মে, ২০১২ রাত ১১:২৪

হাসান মাহবুব বলেছেন: থেংকু! ঐ লেখাটা অনেক আগে পাঠাইসিলাম পাঠক সংখ্যার জন্যে। এতদিন পরে ছাপাইলো!

৩৬| ২১ শে মে, ২০১২ রাত ১১:৩৬

দূর্যোধন বলেছেন: লাস্ট পার্টটা সফট হইয়া গেলো।ভাল্লাগছে।যদিও আপনারে কইছিলাম,নরকের রাজপুত্রের মতন কিছু বারবার দেন :)


ব্লগে কোন ট্রিলজী কি আগে প্রকাশিত হইছে?নাকি এইটাই প্রথম? আমার ঠিক মনে আসছেনা :|

২১ শে মে, ২০১২ রাত ১১:৫৬

হাসান মাহবুব বলেছেন: লাস্ট পর্বে তীব্রতা কমে আসছে দেখে সফট হৈসে। নরকের রাজপুত্র টাইপ লেখা লিখতে হৈলে হঠাৎ করে খুব রেগে যেতে হবে, ঐরম মুড ছাড়া হৈবো না!

ব্লগে আর কেউ ট্রিলজি প্রকাশ কর্সে কী না জানি না, তবে আমার এই একটাই।

শুভরাত্রি!

৩৭| ২২ শে মে, ২০১২ রাত ১২:৩৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: এই সিরিজের আগের দুইটা না বুঝলে , এইটা বুঝছি । আগের থেকে সহজ হইছে

++

২২ শে মে, ২০১২ রাত ১:৩২

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!

লগ ইন সমস্যার সুরাহা হয়েছে দেখে ভালো লাগলো।

৩৮| ২২ শে মে, ২০১২ রাত ১:৫৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: হুম! তীব্রতা কমছে!

আরো একবার পড়বো। তারপর বাকিটা বলবো।


অটঃ বাংলালায়ন সীমাহীন যন্ত্রণা দিচ্ছে! :/

২২ শে মে, ২০১২ রাত ২:০৫

হাসান মাহবুব বলেছেন: ওকে।

আমিতো বাংলালায়ন ইউজ কর্তাসি মহা আরামে! :||

৩৯| ২২ শে মে, ২০১২ রাত ২:৩৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: কিভাবে! আমার তো স্পীডের তেরটা বাজিয়ে রেখেছে। রাতে ব্রাউজ করতে গেলে তিন থেকে চার বার ডিস্কানেকট হয়! অথচ ডাউনলোড করতে গেলে ডিস্কানেক্ট হয় না!

২২ শে মে, ২০১২ রাত ২:৩৪

হাসান মাহবুব বলেছেন: একেক জায়গায় একেকরকম সার্ভিস এদের /:)

৪০| ২২ শে মে, ২০১২ রাত ৩:০৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাল্লাগছে।ভাই আগের পর্বগুলো সবাই বল্লো আরো কঠিন।পড়তে ভয় পাইতাছি :||

তবুও যাই সাহস কইরা পইড়া আসি :)

২২ শে মে, ২০১২ রাত ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! পৈড়া দেখেন, ভালো লাগলেও লাগতে পারে!

৪১| ২২ শে মে, ২০১২ ভোর ৪:৫০

শোশমিতা বলেছেন: গল্প অনেক ভালো লেগেলো +

২২ শে মে, ২০১২ ভোর ৬:৩৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সুস্মিতা।

শুভ সকাল।

৪২| ২২ শে মে, ২০১২ ভোর ৬:৩৪

মুনসী১৬১২ বলেছেন: একটু সহজ কিন্তু ট্রিলজির ধারাবাহিকতায় ঠিক আছে...
সময়ের সাথে সাথে সব কিছুতে শৈথিল্য আসে...

গল্পে আলগা বাঁধনের উল্টো পিঠ‍ করা সহবস্থানের চিত্র সুন্দরভবে ফুটে উঠেছে........

ভালো লাগা রইল....আর কালো তারা চমৎকার পাঞ্চ ওয়ার্ড

২২ শে মে, ২০১২ ভোর ৬:৪৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ মুনসী। পাঠে ভালো লাগা রইলো। ট্রিলজিটা শেষ করে নিজেকে ভারমুক্ত লাগছে!

৪৩| ২২ শে মে, ২০১২ সকাল ১১:৩০

মাহী ফ্লোরা বলেছেন: কয়দিন পরই আমার হার্টের অসুখ হয়ে যাবে। তখন আর আপনার গফ পড়ুম না। :-/

২২ শে মে, ২০১২ দুপুর ২:২৯

হাসান মাহবুব বলেছেন: ওষুধ খায়া পর্বেন B-))

৪৪| ২২ শে মে, ২০১২ সকাল ১১:৩৪

সকাল রয় বলেছেন:
একটা মজার ব্যাপার হলো লেখায় ভীন্নতার জন্য আপনার জুড়ি নেই।

২২ শে মে, ২০১২ দুপুর ২:৩০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সকাল!

৪৫| ২২ শে মে, ২০১২ বিকাল ৩:৪০

নস্টালজিক বলেছেন: ইলেক্ট্রিফাইং!!



আই এম ডি বি রেটিং : ৭.৮

২২ শে মে, ২০১২ বিকাল ৪:৪৩

হাসান মাহবুব বলেছেন: Rated R for sexual content, drug use and language :-B B-))

৪৬| ২২ শে মে, ২০১২ বিকাল ৫:৫৯

আরমিন বলেছেন: স্নার্ল অর্থটা দেখার পর গল্পটা অনুধাবন করতে পারলাম!

৪৭| ২২ শে মে, ২০১২ রাত ৮:৫৩

লিটল হামা বলেছেন: ধন্যবাদ আরমিন! তবে অনুধাবনের পাশাপাশি অনুভব করতে পেরেছেন জানলে আরো ভালো লাগতো।

ভালো থাকবেন।

৪৮| ২৩ শে মে, ২০১২ দুপুর ২:১০

সোমহেপি বলেছেন: যতটুকু পড়েছি তাতে মনে হলো কাব্যিক হয়েছে ।আজকে সন্ধ্যায় পড়তে পারবো মনে হচ্ছে।

২৩ শে মে, ২০১২ বিকাল ৫:৩৫

হাসান মাহবুব বলেছেন: ওকে। শুভবিকাল।

৪৯| ২৩ শে মে, ২০১২ দুপুর ২:১২

অনাহূত বলেছেন:
এত সুর আর এত গান
একদিন চাবাইবা খাব
সেই দিন বুঝবা চান্দু
কি ঢঙ্গের গান শোনাব।।

২৩ শে মে, ২০১২ বিকাল ৫:৩৬

হাসান মাহবুব বলেছেন: হাহাহা! ওয়েল সেইড।

৫০| ২৩ শে মে, ২০১২ রাত ১০:৪১

ধুর!! বলেছেন: তার আগেই গল্পটা লিখে ফেলা যাক, কী বল?


গল্প কি আগেই লিখতে হয় নাকি পরে? সাধারনত শেষ বিকালেই মানুষ নিজের গল্প লেখে।

২৩ শে মে, ২০১২ রাত ১০:৪৩

হাসান মাহবুব বলেছেন: এটা একটা বিশেষ গল্প, যা পরে লিখতে গেলে সেভাবে আর কখনই লেখা হবে না!

৫১| ২৪ শে মে, ২০১২ রাত ৩:২৬

চাঙ্কু বলেছেন: এখন মদ্যপ যে, পাগলামি করার তার শ্রেষ্ঠ সময়! - লাইকাইলাম :P

পুরা গল্পটা পড়ার শেষে দেখি -# এই গল্পটি "তীব্রতা" ট্রিলজির শেষ গল্প"। আমিতো বাকি দুইটা পড়ি নাই। এখন পড়ে আর মজাও পামু না। মাইনাস :P

২৪ শে মে, ২০১২ রাত ৩:৩৫

হাসান মাহবুব বলেছেন: বুকটা আফসোসে ভরে গেলো :(

৫২| ২৪ শে মে, ২০১২ রাত ১০:৪৩

আরজু পনি বলেছেন:

ভালোবাসার জন্যে নিহিলিজমের মিক্সচার, কালো তারা, সুখি গেরস্ত...শব্দের প্রয়োগ গুলো বেশ লাগলো।

আর...আর একটু কি অস্থির?? মনে হলো সুস্থির প্রকাশের ভেতর অস্থির হয়ে উঠা।

২৪ শে মে, ২০১২ রাত ১০:৫০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আরজুপনি। এটাতো অস্থিরতারই গল্প। তীব্রতার মধ্যে অস্থিরতা থাকবে না তা কী হয়! আজীবন যদি এই অস্থিরতা আর তীব্রতা ধারণ করা যেতো, তাহলে কতই না ভালো হত!

৫৩| ২৫ শে মে, ২০১২ ভোর ৪:০৬

হিবিজিবি বলেছেন: আপনার গল্পের নামকরন এত কঠিন কেন (বৈহাসিক বৈক্লব্য, স্নার্ল) !! আপনার এই সিরিজের গল্পগুলোর সব পড়া হয়নি। তাই ধারাবাহিকতা বুঝতে পারিনি। তবে সতন্ত্রভাবে এই গল্পটা কিছুটা কম কঠিন!! :D

২৫ শে মে, ২০১২ ভোর ৪:১১

হাসান মাহবুব বলেছেন: সাধারণত আমার গল্পের নাম কঠিন হয় না। লাস্ট দুইটা গল্পে হয়া গ্যালো কেম্নে কেম্নে যানি!

এই ট্রিলজির আগের দুটো গল্প আলাদাভাবেও পড়তে পারেন, ধারাবাহিকভাবে পড়ে মেলাতেও পারেন। তবে এই গল্পটা পুরোপুরি উপভোগ করতে হলে আগের দুটো পড়া থাকলে ভালো হয়। আগেকার কিছু বিষয় উল্লেখ করা হয়েছে এখানে।

অনেক ধন্যবাদ পড়ার জন্যে।

৫৪| ২৫ শে মে, ২০১২ সকাল ১১:০৫

ব্রেথ অব ফেট বলেছেন: B-)) +

২৫ শে মে, ২০১২ সকাল ১১:০৭

হাসান মাহবুব বলেছেন: হাসো ক্যা?

৫৫| ২৫ শে মে, ২০১২ দুপুর ১২:২৪

মিরাশদার১০ বলেছেন: এইটা হইল গিয়া লেখা। পড়তে গিয়া থামি নাই, স্ক্রল করতে কষ্ট হয় নাই। পেট ভরসে। থেঙ্কক্যু :)
+++

২৫ শে মে, ২০১২ রাত ৯:৫২

হাসান মাহবুব বলেছেন: যাক, এ্যাদ্দিনে তর মনের মত এক্ষান গল্প লিখতে পার্লাম!

৫৬| ২৫ শে মে, ২০১২ রাত ১১:৩৩

কালীদাস বলেছেন: তীব্রতা ট্রিলজির বলতাছেন যদিও, তয় আমার কাছে আগের দুইটার চেয়ে কম ঝাঝালো মনে হইল কেন জানি:)

২৫ শে মে, ২০১২ রাত ১১:৪৬

হাসান মাহবুব বলেছেন: তীব্রতা ট্রিলজির শেষটা এমনই হবার কথা না? প্রথমদিকের মত কী আজীবন থাকে!

৫৭| ২৬ শে মে, ২০১২ রাত ১২:৪২

রেজওয়ান তানিম বলেছেন: চমৎকার বুনন। এই সিরিজের প্রতিটি লেখাই ভীষণ রকমের কাব্যিক।

এটাও সেই রকমটিই

২৬ শে মে, ২০১২ রাত ৩:৪৫

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস তানিম। এটা শেষ করতে পেরে ভালো লেগেছে।

৫৮| ২৬ শে মে, ২০১২ রাত ৯:৪৬

জাফরিন বলেছেন:
ধন্যবাদ। চাহিদা পূরণ হয়েছে। যা চেয়েছিলাম....বেশ একটা ঘোর ঘোর....

২৭ শে মে, ২০১২ বিকাল ৩:৪২

হাসান মাহবুব বলেছেন: প্রথম আলোতে আপনাকে নিয়ে লেখাটা পড়লাম।

অভিনন্দন জাফরিন।

৫৯| ২৭ শে মে, ২০১২ রাত ১১:১৩

ভিয়েনাস বলেছেন: স্নাফ টা বেশী তীব্র ছিল। তবে আপনি বলেছেন চরিত্র গুলোর বয়স বাড়ার কারনে এমন হয়েছে ,হতে পারে। তিনটা এক সাথে পড়লে মনে হয় ভালো লাগবে।

আমাদের চাওয়া পাওয়ার সমীকরণটা প্রথমদিকে খুব সরলভাবে শুরু হয়। তারপর যাবতীয় জটিলতা... একটার পর একটা চলক এবং ধ্রুবকের আগমন সমাধানটাকে জটিলতর করে দেয়। অবশ্য সমাধান নিয়ে আমরা ভাবলে তো! ( ভালো লাগলো) ... হুমম আমরা সমাধান নিয়ে তেমন ভাবি না।

২৮ শে মে, ২০১২ রাত ১:৩৫

হাসান মাহবুব বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ ভিয়েনাস।

শুভরাত্রি।

৬০| ২৮ শে মে, ২০১২ বিকাল ৩:০১

~মাইনাচ~ বলেছেন: /:) /:) (কেন সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন)




বরাবরের মতোই সুন্দর

কেউ গল্প লেখা শিখতে চাইলে আপনাকে ফলো করতে পারে, উন্নতি নিশ্চিত। যদিও আমি পারবোনা কোন দিনই :((

২৮ শে মে, ২০১২ বিকাল ৩:২৫

হাসান মাহবুব বলেছেন: গল্প লেখা কী শেখানো যায়! গভীর অনুভব অথবা পর্যবেক্ষণ ইত্যাদি যে যেভাবে বয়ান করে সেটাই তার গল্প।

পড়ার জন্যে অনেক ধন্যবাদ মাইনাচ।

৬১| ২৮ শে মে, ২০১২ বিকাল ৩:০৩

~মাইনাচ~ বলেছেন: সামু এখন কেন জানি তেমন এক্টা ভালো লাগেনা ভাই। তিক্ততা ভর করেছে। :( আগের সেই আগ্রহ হারিয়ে ফেলেছি কিছু অকারণ কারণে।

২৮ শে মে, ২০১২ বিকাল ৩:২৭

হাসান মাহবুব বলেছেন: এত তাড়াতাড়ি! আমাকে দেখেন সাড়ে তিন বছর ধরে ব্লগিং কর্তাসি। এটা ঠিক, আগের মত আগ্রহ নাই, কিছু তিক্ততাও আসছে/আসে মাঝেমধ্যে। তবে এখনও ক্রিজে আছি B-)

৬২| ৩১ শে মে, ২০১২ সকাল ৯:২৪

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
জটিল > দুর্বোধ্য > অসাধারন !!!!!!!

৩১ শে মে, ২০১২ সকাল ১০:০৭

হাসান মাহবুব বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ। সবসময় নিমন্ত্রণ থাকলো।

৬৩| ৩১ শে মে, ২০১২ বিকাল ৪:৪২

বাদ দেন বলেছেন: কিন্তু কিন্তু কিন্তু কিন্তু অথবা অথবা অথবা

২০ টি শব্দের বেশী দাড়ি বিহীন। থীম মাঝপথে হারিয়ে যাওয়া।
যোগিক বাক্য গঠনে বৈচিত্র্য ময় শব্দের অভাব, রিপিটেশন ।


জটিল শব্দের সংখ্যা বেশী ভূমিক অংশ, সংলাপে স্বর্তস্ফুর্ততার অভাব মনে হইল, লেখক দ্বিধগ্রস্ত, বা গল্পটি দ্বিধার সম্মুখে।

তিনটা সিরিজ মিলায়া কোন পূর্ণাংগ রুপ কি পাইল?

গল্প শেষ পূর্যন্ত A+

৩১ শে মে, ২০১২ বিকাল ৫:২৪

হাসান মাহবুব বলেছেন: এত সমালোচনার পরেও A+! B:-)

ত্রটিগুলো শুধরে নেবার চেষ্টা করব। থ্যাংকস!

৬৪| ৩১ শে মে, ২০১২ রাত ১১:১৪

শহিদুল ইসলাম বলেছেন: আমাদের এই ব্যবহারিক রক্ত মাংসের শরীর আর ভালো লাগে না , তারচেয়ে বরং সব কিছু কেটে ফেলে দিয়ে , জুড়ে দিই প্লাস্টিকের হাত , পা , হৃদপৃন্ড । জননাঙ্গ কেটে লাগিয়ে দেই সেক্স টয় । সেটাই বরং ভালো ।

সামগ্রিক জীবনের সব কিছুই তো এই শরীরের জন্য , স্নিফ করো অথবা পান করো অ্যালকোহল , সেক্স করো অথবা চুমু দাও ঠোটে । সবই আমাদের এইসব রক্ত মাংসের শরীরের জন্য !!

গল্প অনেক ভালো লাগল । আছেন কেমন ?

০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

হাসান মাহবুব বলেছেন: ভালো আছি। আপনিও ভালো আছেন আশা করি। শরীর অথবা প্লাস্টিক শরীর অথবা মন পূর্ণ তৃপ্তি কোথাও পাওয়া যায় না। যারা অন্যরকম ভালোবাসার অভিযানে নেমেছে। তাদের সংখ্যা অবশ্য খুব কম।নেই বললেই চলে। তবুও গল্পে সেরকম দুটো চরিত্র আনলাম!

৬৫| ০১ লা জুন, ২০১২ রাত ১২:২১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: "আজীবন যদি এই অস্থিরতা আর তীব্রতা ধারণ করা যেতো, তাহলে কতই না ভালো হত!"

দারুন বলেছেনতো.........

গল্পটির মতই, পূর্বের ২টির কঠিনতর রূপের পর তুলনামূলকভাবে সহজতর.....

০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মেঘনা পাড়ের ছেলে। শুভসন্ধ্যা।

৬৬| ০১ লা জুন, ২০১২ দুপুর ১২:৩১

ফাহাদ চৌধুরী বলেছেন:

এই নামটা আমি বলবো ভাবছিলাম । এখন দেখি এটা সিলেক্ট কৈরা পাব্লিশ করাও সাবাড় ।


গল্প পড়ুম পড়ে । ম্যালাদিন ব্লগানোর ইচ্ছা জাগছে । :-B

০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

হাসান মাহবুব বলেছেন: ধুমায়া ব্লগিং হবে এবার B-)

৬৭| ০১ লা জুন, ২০১২ দুপুর ১:৪৬

আশফাকুল তাপস বলেছেন: আপনার সাথে একটু যোগাযোগ করতে চাই।আপনার ইমেইল এড্রেস দেয়া যাবে?

০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

হাসান মাহবুব বলেছেন: [email protected]

৬৮| ০২ রা জুন, ২০১২ রাত ২:৪৫

এম চৌধুরী বলেছেন: ট্রাইওলোজি রকস! ম/


কি খবর ভাই? :)

০২ রা জুন, ২০১২ রাত ৩:০৫

হাসান মাহবুব বলেছেন: থেংকু। খবর... এইতো!

গুডনাইট।

৬৯| ০২ রা জুন, ২০১২ সকাল ৮:০০

সু-হৃদি বলেছেন:
শুধু সুন্দর বললে কম বলা হয় ,
প্লাস দিয়ে গেলাম ।

০২ রা জুন, ২০১২ সকাল ৮:১৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ হৃদি।

শুভসকাল।

৭০| ০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৩

বৃষ্টিধারা বলেছেন: পড়ি নাই । B-)) B-))

আসলে পড়তে আসি নাই । খবর নিতে আসছি । কেমনাছেন ? ভাবী কেমনাছে ?

০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩০

হাসান মাহবুব বলেছেন: জ্বী ভালো। আপনি ভালো তো? ম্যালাদিন পর আইলেন।

গপ্পটা পড়লে প্রীত হৈতাম!

শুভবিকেল।

৭১| ০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৬

বৃষ্টিধারা বলেছেন: পড়তে ভালো লাগে না আর তাই আসি না । মনে মনে সবাইরে গালাগালি কইরা প্রচুর সুখ পাই , সারাদিন এখন শুধু এটাই করি ।

এবার আপনি ই ভেবে দেখেন আছি কেমন !!

০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৫

হাসান মাহবুব বলেছেন: যেহেতু গালাগালি কৈরা সুখে আছেন, তার্মানে ভালোই আছেন!

৭২| ০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

বৃষ্টিধারা বলেছেন: B:-/ B:-)

০২ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:১০

হাসান মাহবুব বলেছেন: শুভসন্ধ্যা!

৭৩| ০২ রা জুন, ২০১২ রাত ১১:২৭

অনিক আহসান বলেছেন: ববিরে নিয়া তাড়াতাড়ি নতুন লেখা চাই। গল্প ভালো লাগলও।

০২ রা জুন, ২০১২ রাত ১১:৪০

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!

ববিরে নিয়া আর লিখুম কী না জানি না। মাথায় একটা চিন্তা ঢুকসে। ঐডা গল্পে পরিণত করতে পারতেসি না। মেজাজ খ্রাপ।

৭৪| ০৩ রা জুন, ২০১২ রাত ২:১৪

নীরব 009 বলেছেন: আজ শুধু গল্পের নাম দেখে গেলাম। পড়ব একসময়। নামগুলো সত্যি ইউনিক :)

০৩ রা জুন, ২০১২ রাত ২:৪১

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস নীরব!

শুভরাত্রি!

৭৫| ০৬ ই জুন, ২০১২ রাত ৮:৩১

আহমাদ জাদীদ বলেছেন: একটু বড় হয়ে নিই.........মনে থাকলে এই পোস্ট আবার পড়ে যাবনে.........

০৬ ই জুন, ২০১২ রাত ১০:৫৯

হাসান মাহবুব বলেছেন: হাহাহা! ওকে!

৭৬| ০৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৩

রুপ।ই বলেছেন: প্রিয় লেখক, আপনার সব লেখা সবই আমি পরি, ট্রিলজির আগের দুটা ভালো লেগেছিল এটা কেমন জানি ভাল লাগেনি, খাপছাড়া মনে হয়েছে।
কি জানি হয়তো সব লেখা বুঝবার ক্ষমতা অর্জন করতে পারিনি ! যে কজন ব্লগারের ব্লগিং এর জন্য এই সাইটের মান বজায় রয়েছ্বে আপনি তাদের মধ্যে অন্যতম । আপনি আরো বেশী বেশী লিখুন এই কামনা করি।

০৭ ই জুন, ২০১২ রাত ৮:০১

হাসান মাহবুব বলেছেন: সব লেখা সবার ভালো লাগবে না এটাই স্বাভাবিক। আপনার মতামতের জন্যে ধন্যবাদ।

আমার লেখা নিয়মিত পড়ে থাকেন জেনে ভালো লাগলো। ভালো থাকুন।

৭৭| ১৭ ই জুন, ২০১২ সকাল ৭:৪৫

বখাটে পুলা বলেছেন: B:-)

১৭ ই জুন, ২০১২ সকাল ৮:০৩

হাসান মাহবুব বলেছেন: কিতা! /:)

৭৮| ১৮ ই জুন, ২০১২ দুপুর ১:২৭

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভালো লাগলো :)

১৮ ই জুন, ২০১২ দুপুর ১:৪১

হাসান মাহবুব বলেছেন: শুভদুপুর চয়ন!

৭৯| ২০ শে জুন, ২০১২ বিকাল ৪:০৩

অদম্য১২৩৪ বলেছেন: জীবন তো এরকম-

২০ শে জুন, ২০১২ বিকাল ৪:০৫

হাসান মাহবুব বলেছেন: কী আর করা!

৮০| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৩:০৫

অর্ণব আর্ক বলেছেন: ট্রিপিকাল হা মা ভাই। অনেক দিন পর পড়লাম। অনেক ভাল পাইলাম গল্পটা। ব্যস্ততার কারণে ব্লগে আসাই হয়না। আর আপনার ব্লগে ভয়ে ঢুকি না। একবারে দুই তিন ঘন্টা খাইয়া ফালায়। অনেক সময় পড়া গল্পও ভালো লাগে বলে দ্বিতীয়বার পড়ি। এগুলোর একটা সংকলন বাইর করেন না কেনো। :(

২৭ শে জুন, ২০১২ বিকাল ৩:০৭

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস অর্ণব। গত বইমেলায় তো আমার বই বের হৈসে। জানো না তুমি? "প্রবেশাধিকার সংরক্ষিত"। সামনেরটা কবে বের হবে বা আদৌ বের হবে কী না জানি না :|

৮১| ২৭ শে জুন, ২০১২ রাত ১১:১২

শেখ আমিনুল ইসলাম বলেছেন: ভিন্নরকম! আত্নকেন্দ্রিক এই গল্পটায় লেখক নিজেকে সহজ সরলতায় তুলে আনতে চাইলেও, পাঠক হিসেবে বলতে পারি বিষয়্টা ততটা সহজ ছিলো না হয়্ত। কবি গুরু যেখানে বলেছেন সহজ কথা সহজে বলা যায় না, সেখানেই আপনি স্বার্থক। কালো তারা আসলেই কি, কোথায় গেলে পাবো তারে; সেটাই বুঝার চেষ্টা করছি। অনেক অনেক ভালো লাগা রইল :)

২৭ শে জুন, ২০১২ রাত ১১:২৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুল ভাই। কালো তারা গল্পটির একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট। ওটা নিয়ে পাঠক ভাবুক আমি তাই চেয়েছিলাম। এজন্যে আপনার পাঠ প্রতিক্রিয়া অনেক ভালো লাগলো।

শুভরাত্রি!

৮২| ১৪ ই জুলাই, ২০১২ রাত ১২:৪৬

হামিম কামাল বলেছেন: With Respect to Say, A Romantic Butcher Lives In You, My Dear Elder...!

১৪ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৯

হাসান মাহবুব বলেছেন: এটাকে কমপ্লিমেন্ট হিসেবে নিলাম ভ্রাতা! শুভ মেঘদুপুর।

৮৩| ২৬ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২০

নক্ষত্রচারী বলেছেন: স্নিফ, স্নাফ, স্নার্ল সিরিজ কি এখানেই শেষ নাকি? সিরিজের গল্পগুলো ভায়োলেন্স পূর্ণ এবং খানিকটা সাইকো টাইপের মনে হল।

২৬ শে জুলাই, ২০১২ রাত ৮:০৫

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ এখানেই শেষ! ভায়োলেন্স এবং সাইকো জাতীয় জিনিস লিখতে ভালু পাই :#>

৮৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

সোহাগ সকাল বলেছেন: লিখাটি পড়েছিলাম অনেকদিন আগে। মন্তব্য করতে দেরী হয়ে গেল। ভালোলাগা জানিয়ে গেলাম। ভালো থাকুন।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! শুভসকাল।

৮৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অবশেষে ট্রিলজ পড়া শেষ হইলো। হা-মা ভাই, অভিনন্দন জানান আমাকে! :-B :-B

তবে এই গল্পটা সহজ লাগছে! :D

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন ভাগাভাগি কইরা লই! কারণ এটা শেষ করার পর আমি নিজেরেই নিজে অভিনন্দন জানাইতে চাইসিলাম :-B

৮৬| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অসাম লাগসে বল্লেও কম বলা হবে। ওই দুটোও পড়ছি এটা পড়ার আগে।

১৮ ই মে, ২০১৩ রাত ৮:০০

হাসান মাহবুব বলেছেন: এটা লেখার পর ট্রিলজি কমপ্লিট হৈসে।

আর আপনার জন্যে একটা গান, এই গল্পের প্রেরনা ওটাই।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.