| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

একদিন রুহিন দেখল একটা বিড়াল। রুহিন সেই বিড়ালটাকে আদর করলো। সেই বিড়ালটা আমার বন্ধু। আমি বিড়ালটাকে ঘরে নিয়ে গেলাম। তার পরের দিন আমি আর বিড়াল বাহিরে গেলাম। তারপর একটা কুকুর দেখলাম। আমি কুকুরটাকে বিস্কুট খাওয়ালাম। কুকুরটা আমার বন্ধু। পরশুদিন আমি আর বন্ধুরা নানাবাড়ি গেলাম। তারপর নানার সাথে ঘুরতে গেলাম। তারপর একটা ছাগল দেখলাম। ছাগলটাকে পাতা খাওয়ালাম। ছাগলটা আমার বন্ধু। সবাই মিলে হাঁটতে গেলাম। তারপর একটা ভেড়া দেখলাম। ভেড়াটাকে আমি আদর করলাম। ভেড়াটাও আমার বন্ধু। একদিন সবাই মিলে অস্ট্রেলিয়াতে গেলাম। তারপর একটা ক্যাঙ্গারু দেখলাম। ঘাস খাওয়ালাম। তারপর একটা হানি বেজার্স দেখলাম। খুব কষ্ট করে হানি বেজার্সের বন্ধু হলাম। মিশরে গেলাম। উট দেখলাম। ক্যাকটাস গাছ খাওয়ালাম। উটও আমার বন্ধু। আমরা সাতটা বন্ধু একসাথে থাকি।
গল্প শেষ।
২|
০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১:০০
রাজীব নুর বলেছেন: ছোট লেখায় বিড়াল, কুকুর, ছাগল, উট সব প্রানীকে নিয়ে এসেছেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২০
চাঁদগাজী বলেছেন:
আপনি নিজের পরিচয় দেন; বিড়াল থেকে উট, সবাইকে বুঝা গেলো, আপনার পরিচয় বাকী কেন?