নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি থাকতাম তোমার পাশের উপজিলায়
সাইকেলে কইরা রোজ তোমার পিছু নিতাম
তুমি এনজিওর দেয়া মোটর সাইকেলে অফিস যাইতা
আর আমি মহিলা কলেজের গেটের সামনে দাঁড়ায়া থাকতাম
যদি থাকতাম তোমার পাশের উপজিলায়
ছবিঘরে নতুন বই আইলে মিস যাইতো না একলগে ফার্স্ট শো
নসিমনে কইরা রওনা দিতাম বাদজুম্মা, মিলাদের জিলাপী খাইয়া
তোমার জন্যে কিনতাম হাওয়াই মিঠাই আর বাতাসা
যদি থাকতাম তোমার পাশের উপজিলায়
ক্লাবের হাউজি খেলায় রাত পার না কইরা
গইড়া তুলতাম পাঠাগার আর সমবায় সমিতি
পান-তামুকের দোকানে হুদাই পইড়া থাকতাম না সারাদিন
যদি থাকতাম তোমার পাশের উপজিলায়
ইউএনওরে ধইরা সহজ শর্তে ঋণ লইতাম
পুকুরে ছাড়তাম নাইলোটিকা আর পাঙ্গাস মাছ
বাগানে লাগাইতাম একটা সূর্যমুখী গাছ
যদি থাকতাম তোমার পাশের উপজিলায়
পার্টি অফিসের বিবাদ নিয়া মাথা ঘামাইতাম না
মিছিলে থাকতাম সবার শেষে
চামে কাইটা পইড়া
তোমার ঘরের সামনে দাঁড়াইতাম কুলফি মালাই লইয়া
যদি থাকতাম তোমার পাশের উপজিলায়
সমাপনী পরীক্ষার শিক্ষকরে
অপদস্থ করতাম না নকল ধরার কারণে
হাসগুলারে রোজ দিতাম খুঁদ আর ভাত
গভীর নলকূপগুলি থিকা তুলতাম একশ বালতি পানি
তুমি নাই আমার পাশের উপজিলায়
অথবা জিলায়
অথবা পাশের বা দূরের বিভাগে
তাই কোথাও থিকা আসে না মন ভালোর সংবাদ
হুদাই ফাঁপর মাইরা কাটাই দিন আর রাত
০৩ রা মার্চ, ২০২৪ রাত ১২:১১
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৪৬
মিরোরডডল বলেছেন:
এটা কি কবিতা না গান?
মিছিলে থাকতাম সবার শেষে
চামে কাইটা পইড়া
তোমার ঘরের সামনে দাঁড়াইতাম কুলফি মালাই লইয়া
হা হা হা
প্রেমিক হতে হয় এরকম
ইশ্!!! কুলফি মিস করছি
০৩ রা মার্চ, ২০২৪ রাত ১২:১২
হাসান মাহবুব বলেছেন: এটা সুর বসালে গান, না বসালে কবিতা!
কুষ্টিয়ার অরিজিনাল কুলফি মালাই এসে খেয়ে যেয়েন দেশে।
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২৬
ইএম সেলিম আহমেদ বলেছেন: বাহ চমৎকার লেখনী। গ্রামের ষোড়শী সেই প্রেম আর সেই দিন গুলোর কথা মনে পড়ে গেল। কবির কলম চলুক বিরতিহীন ভালো থাকুক কবিরা। ধন্যবাদ।
০৩ রা মার্চ, ২০২৪ রাত ১২:১৩
হাসান মাহবুব বলেছেন: আমি ঠিক কবি না, কিন্তু কীভাবে যেন কী একটা হয়ে গেল।
অনেক ধন্যবাদ আপনাকে!
৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৩
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
০৩ রা মার্চ, ২০২৪ রাত ১২:১৩
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রাজীব।
৫| ০১ লা মার্চ, ২০২৪ রাত ১২:২৭
আরইউ বলেছেন:
হা হা হা! হাসান, একটা গান হয়ে যাক। মাঝে কয়েক লাইনের rap।
০৩ রা মার্চ, ২০২৪ রাত ১২:১১
হাসান মাহবুব বলেছেন: একজন গান করতে চেয়েছে। দেখা যাক!
৬| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:১৫
রোবোট বলেছেন: মুড়ির টিনের সাকসেস দেখে মনে হয়, গান ভালোই হবে। হয়তো কথা একটু এদিক সেদিক করতে হবে।
ভালো কথা, চতুরমাত্রিক শেষমেষ হারিয়েই গেলো। সামু আর সচু বেচে থাকুক।
১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৯:১৬
হাসান মাহবুব বলেছেন: মুড়ির টিনের মতো অত বিশাল কলেবরে করতে পারলে তো হইতো আংখল।
চতুরের জন্যে মন খারাপ লাগছে। সচুতে যাওয়া হতো না। সামু দীর্ঘজীবী হউক।
©somewhere in net ltd.
১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৬
মায়াস্পর্শ বলেছেন: জোশ, দারুন লিখেছেন, পিকচারটাও জোশ।