নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর একটি পৃথিবী চাই

পিট পলাশ

নিতান্ত অলস একজন মানুষ

পিট পলাশ › বিস্তারিত পোস্টঃ

নটর ডেম কলেজের গণিত বিভাগের শিক্ষক জনাব জহরলাল সরকার স্যারের কিছু ডায়লগ ( পর্ব-১)

১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১২

৪০ বছরেরও বেশি সময় ধরে পড়িয়ে চলেছেন তিনি নটর ডেম কলেজে । এই দীর্ঘ সময়ে তিনি পড়িয়েছেন অগণিত ছাত্র । অংক করানোর চেয়ে অংকের থিয়োরীতে তাঁর জোর ছিল বেশি । কলেজে বর্তমানে যাঁরা গণিত বিষয়ে শিক্ষকতা করছেন তাঁদের মধ্যে একমাত্র বিদ্যুৎ স্যার ছাড়া সবাই তাঁর ছাত্র । এই দীর্ঘ শিক্ষকতার সময়ে তাঁর পোশাক সব সময় ছিল একই । সাদা শার্ট, কালো প্যান্ট , কালো স্যান্ডেল । তাঁর প্রতিটি কথাই তাঁর ছাত্রদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে ভাবতে বাধ্য করে । অনেক গরীব ছাত্রের পড়ার ব্যয় নিজে বহন করেছেন । কিন্তু মুখে তখনো বলেননি কাউকে । এই মহান শিক্ষকের উক্তিগুলো নিয়ে লিখলাম আজ ।


শ্রদ্ধেয় জহরলাল স্যার

"চক্ষুর সাথে মনের সংযোগ না ঘটিলে মেধার বিকাশ ঘটে না ।"

"টেলিফোনের অপর প্রান্তে যে মহিলার সাথে তুমি কথা বল, সে তোমার মায়ের চেয়ে তোমাকে বেশি ভালবাসে না ।"

"কিরে বাপ, ক্লাসে ঘুমাস কেন?"

"ক্লাসে কথা বলবা না স্যার । যদি বল তাহলে আইজকে যেকটা আংক করাব প্রত্যেকটা ১০০০ বার করে নিয়ে আসতে হবে ।"

"কিচ্ছু বুঝিসনারে বাপ, কিচ্ছু বুঝিসনা । কেবল মুখস্ত করিস।"

"এই তুই ক্লাসে কথা বইলছিস কেন? যা বাইরাইয়া যা ক্লাস থেকে । অসৎ ছেলে ।"

" তোর বাপে কত কষ্ট করে তোর জন্যে টাকা পাঠায় । আর তুই ক্লাসে বসে ঘুমাস । অসৎ ছেলে । সকালের নাস্তা একদিন একটু ভাল না হইলে চিল্লাপাল্লা শুরু করিস । কিন্ত তুই কি তোর বাপকে ঐ নাস্তা খাওয়াতে পারবি?? পারবি না ।"

"আরে চোরে দুইডা ইট চুরি করলে দারোয়ানে ধইরা কি পিডাডা দেয় দেখসস? আর আমাগো বড় বড় অফিসারেরা বস্তার বস্তা টাকি চুরি করে । হেগোরে কেউ কিছু কয় না । তুই তো এমনি হবিরে বাপ । ডাকাইত হবি , ডাকাইত।"

"পাংশনের সংজ্ঞা পারিস? বল, একটা ছেলে বল। আরে তোরা ছাত্র, তোদের ভুল হবেই । বল, ভুলটা বললেই শুদ্ধটা জানতে পারবি ।"

"আরে কি লেখাপড়া শিখিস?? পেপারে দেখিস না যে ইন্জিনিয়ার ছাদের ঢলাই দেখতে গিয়া ছাদ ভাইংগা মরে । বুঝতে পারিস কি ইন্জিনিয়ার ঐ বেটায়?"

"আমাদের নিচের ক্লাসের স্যারেরা শুদ্ধ অংক শিখায় নাই । তাই আমাদের এই অবস্থা ।"

"তুমি যদি মিথ্যা বল তবে তিনটা মিথ্যা তুমি বললা । তোমার সাথে, তোমার গুরুর সাথে , বাপ-মার সাথে ।"

"তোরা নামায-রোযা করিস নারে বাপ । নামায রোযা কর, মনে শান্তি পাবি ।"

"আরে ওয়াজ মাহফিলে লোক যায় তবারক যেদিন দেয় ঐদিন । বদমাইশের দল ।"

"আমি এই কলেজে ৪০ বছর লেকচার দেই । তোর বাপেও আমার ছাত্র । বুঝতে পারিস?"



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৫ সকাল ১০:৪৪

নীল আকাশ বলেছেন: আমার জীবনে দেখা সেরা অংক শিক্ষক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.