নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিচিত্র এ পৃথিবীর কিছু অজানা কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম । এগুলো হয়তো আপনি আগে জানতেন না ।
# স্তন্যপায়ীদের মধ্যে একমাত্র মানুষের সন্তানরা তাদের বাবা-মায়ের দিকে তাকিয়ে হাসে ।
# আর্জেন্টিনায় রাজনৈতিক দলগুলোর নিজ নিজ দলের ব্র্যান্ডেড বিয়ার রয়েছে ।
# পৃথিবিতে প্রতি তিন সেকেন্ডে একটি নতুন শিশুর জন্ম হয় ।
# হাঙ্গরের দাঁত স্টীলের মতই মজবুত ।
# স্ট্রবেরিই একমাত্র ফল যার বীজ ফলের বাইরের আবরণে থাকে ।
# একটি ঈগল হরিণ শাবককে মেরে এটিকে নিয়ে উড়ে যেতে সক্ষম ।
# পৃথিবীতে প্রতিদিন ১০৮ বিলিয়ন ই-মেইল চালাচালি হয় ।
# আমেরিকানরা দৈনিক গড়ে ১৮ একর পিৎজা খেয়ে থাকে ।
# শীতকালে আইফেল টাওয়ার ৬ ইঞ্চি সংকুচিত হয়ে যায় ।
# নর্থ ডাকোটায় কখনো ভূমিকম্প হয়নি ।
# গাজরে চর্বির পরিমান ০%
# কবুতরের দেহের হাড়ের ওজন এর পালকের চেয়ে কম ।
# একটি বোয়িং 747, ৫৭২৮৫ গ্যালন জ্বালানি বহন করে ।
# মানুষের দাঁত প্রায় পাথরের মত শক্ত ।
# বৈদ্যুতিক বাতির আবিষ্কারক টমাস আলভা এডিসন অন্ধকারকে ভয় পেতেন ।
# একজন মানুষ বছরে গড়ে প্রায় ১৪৬০টি স্বপ্ন দেখে থাকে ।
# মুরগির এখন পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ উড্ডয়নকাল ১৩ সেকেন্ড।
# ইংরেজি ভাষায় প্রতি ৯৮ মিনিটে একটি নতুন শব্দ তৈরি হয় ।
# একজন পূর্ণবয়স্ক মানুষের তুলনায় একটি মানব শিশুর দেহে ৬০ টি হাড় বেশি থাকে।
# রেড ওয়াইন ক্যান্সার কোষ ধ্বংস করে ।
# পৃথিবীর মোট পানির মাত্র ১% পানযোগ্য ।
# বৃহস্পতিই একমাত্র গ্রহ যেটি কিনা ঘড়ির কাঁটার দিকে ঘুরে ।
# ইঁদুর এবং ঘোড়া বমি করতে পারে না ।
# পৃথিবীতে প্রতি ৭ জনের মধ্যে ১ জন ইংরেজীতে কথা বলতে পারে ।
# আমেরিকায় প্রতিদিন মনোপলির সেটের জন্য আমেরিকার টাকশালের চেয়েও বেশি খেলনা মুদ্রা ছাপানো হয় ।
# মানুষের পক্ষে কান দিয়েও বেলুন ফোলানো সম্ভব ।
# জলহস্তীর দুধের রং গোলাপী ।
# YouTube-এ প্রতি মিনিটে ১০০ ঘন্টারও বেশি নতুন ভিডিও আপলোড হচ্ছে ।
# ২০১১ সালে জনৈক মহিলা একটি অদৃশ্য চিত্রকর্ম ক্রয় করেন যার মূল্য ছিল ১০ হাজার ডলার ।
# মাদক সম্রাট পাবলো এসকোবার-এর এতই বেশি ক্যাশ টাকা ছিল যে ইঁদুর প্রতি বছর ১ বিলিয়ন টাকা কেটে নষ্ট করত ।
আজ এ পর্যন্তই ।
(চলবে)
২| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২য় পর্বের অপেক্ষায় থাকলাম।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪০
অরুনি মায়া অনু বলেছেন: জানলাম অনেক কিছুই
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
দিমিত্রি বলেছেন: জানার আছে অনেক কিছু!
"ইঁদুর এবং ঘোড়া বমি করতে পারে না ।"
কিন্তু ইঁদুর দেখলেই তো বমি পায়
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৯
ভবঘুরে যাত্রি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: কান দিয়ে বেলুন ফাটানোর চেষ্টা করে দেখতে হবে।