নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।। একজন বাঙালী ।। ধরণীর সন্তান ।।

মোঃ পলাশ খান

Entrepreneur, Journalist, Social Activist, Freethinke. www.fb.com/Pkhan.BD1, www.twitter.com/PkhanBD

মোঃ পলাশ খান › বিস্তারিত পোস্টঃ

কি ভাবছেন?

২৯ শে মে, ২০২০ রাত ২:২২

আল্লাহ্ আপনাকে কৃপা করে করোনাভাইরাস হতে রক্ষা করে নিবে?
জি না।
আপনি এমন ভালো কিছু করেননি যার জন্য আল্লাহ্ আপনাকে চমৎকারের মাধ্যমে বাঁচিয়ে রাখবে।

কেন আপনার মনে নেই? আপনি এই সুন্দর পৃথিবীতে আল্লাহর সৃষ্টির প্রতি কতটা অত্যাচার করেছেন, আপনি বৃত্তবান হয়েও নিজের সম্পদ অকাজে নষ্ট করেছেন অনাহারীর খবর নেননি, আপনি অন্যের হক জুলুম করে ছিনিয়ে নিয়েছন, অহংকারে নিজেকে মুড়িয়ে রেখেছেন, দাম্ভিক আচরণে ব্যস্ত ছিলেন, আপনি দুনিয়াটাকেই সব কিছু ভেবে নিজের অমানবিকতার বাস্তবায়ন করেছেন, এমনকি মহান সৃষ্টিকর্তাকেও ভুলে যাওয়ার উপক্রম হয়েছিল আপনার!

মনে রাখবেন সৃষ্টিকর্তা তাঁর আইনে অটল।

এখনো সময় আছে, সচেতন ও সতর্ক হোন, নিজের অধিক সম্পদগুলো কষ্টে থাকা মানুষের জন্য ব্যয় করুন, অহংকার ত্যাগ করুন, আল্লাহকে ভয় করুন।

বাড়ীতে অবস্থান করুন, অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা হতে বিরত থাকুন। আল্লাহ্'র ইবাদত করুন।
#PleaseStayHome
#COVID19

#মোঃ_পলাশ_খান
২৮/০৫/২০২০ইং।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২০ রাত ২:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আল্লাহ তো আমার কিছুই করছে না।আরো বড়লোক হতে সাহায্য করছে করোনা দিয়ে। খবর রাখেন পৃথীবির সবথেকে যারা বড় লোক তাদের কত কোটি ডলার আয় হয়েছে এই করোনার কারনে।

২| ২৯ শে মে, ২০২০ রাত ২:৪৮

চাঁদগাজী বলেছেন:



বিশাল ভয়ানক ভাবুক ও দার্শনিকের খৈ ভাজার ভাবনাচিন্তা

৩| ২৯ শে মে, ২০২০ ভোর ৫:২০

নেওয়াজ আলি বলেছেন: আপনি ভালো করে ভাবেন

৪| ২৯ শে মে, ২০২০ সকাল ৯:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনে রাখবেন সৃষ্টিকর্তা তাঁর আইনে অটল।
এখনো সময় আছে, সচেতন ও সতর্ক হোন,
নিজের অধিক সম্পদগুলো কষ্টে থাকা মানুষের জন্য ব্যয় করুন,
অহংকার ত্যাগ করুন, আল্লাহকে ভয় করুন।

................................................................................
আপনি কতটুকু পেরেছেন ?
আর যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না ?

৩১ শে মে, ২০২০ রাত ৯:৩১

মোঃ পলাশ খান বলেছেন: আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটা মানার এবং চলার চর্চা করে যাচ্ছি।।

৫| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: আমার তো কোনো সম্পদ নেই। আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.