![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Entrepreneur, Journalist, Social Activist, Freethinke. www.fb.com/Pkhan.BD1, www.twitter.com/PkhanBD
বন্যার পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। থেকে থেকে প্রায় ১ কিঃ মিঃ রাস্তা প্লাবিত হয়েছে। তার উপর আবার খানাখন্দে ভরা, পানির নিচে খানাখন্দ থাকলে ড্রাইভারের অবস্থা একমাত্র ড্রাইভারই বুঝে!
নেতা গাড়ির বিশাল বহর নিয়ে সেই রাস্তা দেখতে আসছেন। ভালো কথা।
ঠিক যেখানে সবচেয়ে বেশী রাস্তাটি ভেঙ্গেছে সেখানে গিয়ে দেখি জটলা বেঁধে আছে। আর পুলিশের গাড়ী সহ দামী দামী গাড়ীগুলো সারিবদ্ধ ভাবে দাড়িয়ে আছে। প্রায় ২-৩ মিনিট সারি ধরে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছিলো ট্রাফিক সিগনাল পরেছে।
এক পুলিশ ভাইকে জিজ্ঞেস করলাম ভাই সামনে কি হয়েছে?
জানালো এই রাস্তায় পানি উঠছে তা দেখতাছি আমরা।
হর্ণ বাজিয়ে কোন রকমে সামনে গিয়ে দেখি নেতা মহাশয় ভাঙ্গা অংশে পানিতে দাঁড়িয়ে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন।
এখন আমার কথা হচ্ছে রাস্তায় যেহেতু পানি উঠে গিয়েছে এখন তা অক্ষত রাখতে উদ্যোগ নিবে পানি উন্নয়ন বোর্ড বা সড়ক বিভাগ। তারা ওখানে পরিদর্শন করতে গিয়ে জন সাধারণের চলাচলের বিঘ্নিত করলেও দুঃখ্য থাকতো না। কেননা তারা পরিদর্শন করে রাস্তাটি কিভাবে সংস্কার বা রক্ষণাবেক্ষণ করা যায় তা দেখার ছিলো।
কিন্তু জনপ্রতিনিধিরা জনগণের দুর্ভোগ দেখতে আসবে স্বাভাবিক ব্যাপার। তবে দুর্ভোগ দেখতে এসে দুর্ভোগ বাড়িয়ে দিবে এটা কেমন ব্যাপার হলো!!
আমরা বাঙালীরা যেমন কিউট তেমনই আবার খুবই ধৈর্যশীল। মানতে হবে আরকি।।
২| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫১
নেওয়াজ আলি বলেছেন: সীমিত পরিসরে কোরবানি করে বিপদে থাকা মানুষদের সাহস্য করা উচিত
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৬
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের জনপ্রতিনিধিরা নির্বোধ শ্রেনীর।