![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Entrepreneur, Journalist, Social Activist, Freethinke. www.fb.com/Pkhan.BD1, www.twitter.com/PkhanBD
হাঠাৎ অচেনা একটি ফোনকল...
আমি রিসিভ করে, হ্যালো আসসালামু আলাইকুম।
ওপাশ থেকে, কিরে বেটা পাখা গজাইছে?
আমি, কে বলছেন?
ওপাশ থেকে, এত লাফালাফি করস কেন? জীবনের মায়া নাই?
আমি, জীবনের মায়া, এটা আবার কি, জীবনের মায়াতো সেদিনই ছেড়ে দিয়েছি যেদিন দেখেছি অন্যায় হচ্ছে, অন্যায়কারীদের বিচার হচ্ছে না। এবার বলুন আপনি কে হে মহান ভাই?
ওপাশ থেকে, এসব ছাড় নাহয় বেঘরোরে মরবি।
আমি, আমার আর বেঘোরে মরা, আমার থেকে কত গুণীজন বেঘোরে মারা যাচ্ছে। আমার আর বাকী রইলো কইরে ভাই?
ওপাশ থেকে, সরকার বিরোধী কথা বলতে মজা লাগে তাইনা? যখন ঘারের উপর পরবে তখন বুঝবি।
আমি, এ্যা হে্, উল্টাপাল্টা কথা বলছেন কেন ভাই, আমিতো আপনার মত কুলাঙ্গারদের বিরুদ্ধে বলার চেষ্টা করি মাত্র। সরকার টেনে আনেন ক্যা?
ওপাশ থেকে, ওরে বেটা চালাকি করো, আমরা ক্ষমতায় তাই আমরাই সরকার। আমাদের বিরুদ্ধে বললে সরকারের বিরুদ্ধে যায়। এসব ছেড়ে নিজেকে নিয়ে ভাব ভালো থাকবি।
আমি, ওহে ভায়া সরকার কি আপনার বাপের কেনা সম্পত্তি নাকি? যাইহোক কি বলতে ফোন দিয়েছেন বলেন ভাই?
ওপাশ থেকে, সাবধান করতে ফোন দিছি, পরেরবার সাবধান করবোনা।
আমি, বাহ্ আপনি তাহলে আমার শুভাকাঙ্ক্ষী বটে। তা আপনার পাকা ধানটা কোথায় ভাই, মইটা কি কম হয়ে গিয়েছে?
ওপাশ থেকে, পাকনামী করো, চাপার দাত ভাইঙ্গা দিমু।
আমি, ভাই তোরা তো এটাই পারিস, পুরুষ হয়ে থাকলে অন্তত নিজের পরিবারের কাছে নিজেকে সৎ প্রমাণ কর, তারপর আমাকে জ্ঞান দিতে আসিস।
ওপাশ থেকে, আমি সৎ হইমু না অসৎ হইমু ওই চিন্তা তোর করার দরকার নাই, তুই নিজের চিন্তা কর।
আমি, ভাই কেন এই অস্থায়ী ক্ষমতার লোভে কেন নিজেকে নীতিভ্রষ্ট করছেন? ন্যায়ের পক্ষে থাকেন আপনার জীবনে ভালো কিছু অপেক্ষা করছে।
ওপাশ থেকে, এই শালা আমি তোর থেকে জ্ঞান নিতে আসি নাই, তোরে সাবধান করতে ফোন দিছি।
আমি, ভাই তোর মেজাজ গরম আছে আমি ভালোভাবে বুঝতে পারছি, তুই আমাকে একটা যৌক্তিক পরামর্শ দিলে মানার চর্চা করতাম। তোকে শেষবার বলে দিচ্ছি তোর মত নীতিভ্রষ্ট কুলাঙ্গারের কথায় আমি আমার মানবিক ভাবনা আর দেশের প্রতি প্রেমের একটুও ঘারতি হতে দেবোনা। অন্যায়ের সাথে কখনো আপোষও করবো না।
ওপাশ থেকে, তুই কিন্তু ধৈর্যের সীমা পাড় করে ফেলছোস।
আমি, দুঃখ্যিত ভাই আপনার মত মহাজ্ঞানী লোককে বোঝানোর ক্ষমতা আমার নাই বুঝে গেছি। আপনার মত আগাছার সাথে আজাইরা পেচাল পাড়ারও সময় আমার নাই। বেয়াদবী হলে মাফ করবেন। আর ভালো থাকবেন।
অবশেষে, কথা বলার সুযোগ না দিয়ে ফোনের লাল বাটমটি টিপে দিলাম!
তারপরও অনেকবার ফোন দিয়েছেন মহাশয়, আমি আর রিসিভ করার প্রয়োজন মনে করিনি!
২| ২৯ শে মার্চ, ২০২১ ভোর ৪:৩৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: রগকাটা দল হুমকি দিয়েছে।এরাই হুমকি ধামকি দেয়।।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০২১ রাত ৩:০৩
রাজীব নুর বলেছেন: আপনার কি মনে হয়, কে ফোন দিয়েছে আপনাকে?