![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Entrepreneur, Journalist, Social Activist, Freethinke. www.fb.com/Pkhan.BD1, www.twitter.com/PkhanBD
শ্রমিক কেন আন্দোলন করবে,
ওরা শুধু খেটে মরবে।
ঈদে বাড়তি ছুটি পাওয়ার আশায় বন্ধের দিনেও খেটে দিয়েছে শ্রমিকে'রা। তার পরেও অর্থপোকাদের মন পাওয়া হলোনা শ্রমিকদের!
ন্যায্য দাবী করতে গিয়ে উল্টো খেতে হলো পুলিশের গুলি!
হায়রে অভাগা বাংলার চাকা 'শ্রমিক'।
তোদের জন্য শিল্পপতি'র মনের জায়গায় নেই কোন ফাকা, গুনতে থাক তোরা শুধু আহত - মৃতদের ক্রমিক।
শ্রমিকের উপর নির্যাতন বন্ধ কর।
শ্রমিকের ন্যায্য পাওয়ানা পরিশোধ কর।।
২| ১১ ই মে, ২০২১ ভোর ৬:৩৩
কামাল১৮ বলেছেন: চা- শ্রমিকরা নির্যতিত এই উপমহাদেশে বাগান তৈরি হবার পর থেকেই।আর কতকাল চলবে
৩| ১১ ই মে, ২০২১ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা ধনীদের ভালোবাসেন।
৪| ১১ ই মে, ২০২১ দুপুর ২:৫০
স্থিতধী বলেছেন: বীভৎস
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০২১ রাত ৩:৩৫
অনল চৌধুরী বলেছেন: দুর্নীতিবাজ-ঋণখেলাপী আর বিদেশে টাকা পাচারকারীদের গুলি করা হলে ১ দিনে এসব বন্ধ হয়ে যেতো।