![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আজ দূরের গ্রহে
যে নদী ধীরে বহে
এ হৃদয়ের কূল,
ভুলে গিয়েও মনে পড়ে
যত মিছে ভুল।
আমি আজ ক্লান্ত পাখি
মিছে ভরে জলে আখি
খুজে ফিরি এ আকাশে
কি যেন ব্যাকুল।
যে দিঘী দিলাম তারে
সে কেন তাহার ভারে
নুয়ে পড়ে শুধু,
আমি তো ভালই আছি
ফেরি করে স্বপ্ন বেচি
মরিচিকা প্রান্তরে এই
মরু বুকে ধু ধু।
আমি শুধু দেইনি তারে
এ জীবন ঘোর আধারে
একমুঠো আলো,
দিয়েছি তারও বেশী
যতনে ভালবাসি
ভাবনা এলোমেলো।
সে কি ভার সইবে দানের
যাতনা শ্রান্ত প্রাণের
এ জীবন বধি,
ভাববে কি সন্ধাক্ষণে
জল এনে আখির কোণে
এ প্রাণের ক্ষয় করা রিন শোধি!!
©somewhere in net ltd.