![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন কিছুই আর আগের মত থাকেনা
হলদে চাদ
প্রথম বর্ষনের পোড়া মাটির ঘ্রাণ
কিংবা বিলের শালুক।
হলদে চাদের কিনারে
ক্রমশ আবছা ছাইরঙা দহন,
পোড়া মাটির ঘ্রাণে
কেমন বিতৃষ্ণ ঝাঝ
আর বিলের শালুকে
জলজ ঘুণ।
এত পরিবর্তনের আবহে
তোমার হাসিটা বুঝি আজও ধ্রুব,
এই ভেবে তোমার পথে পা বাড়াই।
কাছে গিয়ে দেখি
তোমার হাসিতেও কেবল সন্দেহ
আর দ্বিধার উইপোকা।
আমি যে সরোবরটা গেথে দিয়েছিলাম
তোমার ঠোটে,
তাতে মৃত ঢেউগুলো
বড় কাতর স্বরে বলে
আজ ফিরে যাও তুমি।
আমি ফিরে আসি
নিভৃতে।
©somewhere in net ltd.