![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ এক চির সুনসান নির্বাক জগতে আছি যেন
এখানে
বড় নিশ্চিন্তে মরে বেচে যাওয়া যায়
কেবল লুঙির গিটে বাধা অজর স্বপ্নগেলো
খুলে ফেলে দিলে,
ছেলেবেলার গিটে যে মার্বেল
শত মার খেয়েও ফেলতে পারিনি,
লুকিয়ে রেখেছি খড়ের ফোকরে,
সেই মার্বেলের মত
আজও ফেলতে পারিনা
আমার ফেরারী যারজ স্বপ্নগুলো।
মগজের থেতলানো অন্ধ কুঠরে
আজো রেখে দেই তারে
তোমাদের চক্ষুকে ফাকি দিয়ে।
আমি আমার একটা বিকেল দিয়ে দিলেই
ওরা আমাকে দেবে সভ্যতা,
একটা ভোরের শালিক না দেখে
চোখে কেবল একমূহুর্তের পর্দা এটে দিলেই
ওরা দেবে নিরাপদ ঘুম।
আমার পাঞ্চাবির পকেট থেকে
একটা রমনীর রুমাল ফেলে দিলেই
ওরা দেবে তকতকে মসলিন।
আমার রঙজ্বলা শহরের এককেটা
খটখটে রিক্সা দিয়ে দিলেই
ওরা আমাকে দেবে
প্রাসাদ ধরার স্পর্ধা।
আমি কেবল, কেবল একটা ভুলে যাওয়া গানের
অন্তরাটা আর না গাইলেই
ওরা আমায় ভরিয়ে দেবে মুর্হূমুহু সুখছোয়ায়।
আমি কেন যে তবু মুচকি হাসি।
আমি আমার স্বপ্নের গিট
আজও খুলিনা।
©somewhere in net ltd.