| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধরা বলেই হয়ত
এতো ধরার সাধ,
অস্পর্শা বলেই হয়তো
এতো স্পর্শের সাধ,
আমি জানিনা
তুমি অনণ্যা হতে কিনা,
তবে এইটুকো জানি
তোমাকে দিয়েই
আমার কবিতারা প্রসব করতে পারতো
নিরাপদে।
আমি এ ও জানি
যে গানটার অন্তরা লিখেই
আমি বাউল হয়ে গিয়েছিলাম
সেই অন্তরাটা আজ শেষ হতো
তোমার পানে কবিতা বর্ষনকালে।
আমি জানিনা
কতটা আগুন ছিল
তোমার চেতনায়,
তবে এইটুকো জানি
আমার পৌষে জুড়িয়ে যাওয়া
বৃষ্টিগুলো
আবার ছন্দ পেতো।
আমি জানি
কারন আমি এতোটাই নিশ্চিত
তোমার প্রেম ও বেদনায়....
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২২
মায়াবী ছায়া বলেছেন: ভাল লিখেছেন...শুভ কামনা...।