![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কোন জন্মে মানুষ ছিলাম
বলতে পারো কি?
ঠিক মনে নেই আমার।
কোন জন্মে আমি তোমার ছিলাম?
মনে আছে কি তোমার?
ঠিক যে জন্মে আমি তোমার ছিলাম
ঠিক সেই জন্মেই আমি মানুষ ছিলাম।
কোন জন্মে
ঠিক কোন জন্মে আমি তোমার ছিলাম?
ডারউইনীয় ঠিক কোন পর্বে
আমার দুটো চোখ গজিয়েছিল
তোমার চোখের দিকে তাকিয়ে
মানুষ হবার অভিশাপ দেখবার?
ঠিক কোন জন্মে
আমার একটি হৃদপিন্ড ছিল
তোমার ভালবাসায় বিক্ষত হবার?
পৃথিবীর ঠিক কোন দশায়
আমি দু'পায়ে ভর করে
তোমার দু:খ মাড়াতে শিখেছিলাম?
ঠিক কোন সময়ে
আমার একটা মানবিক মগজ ছিল
যা ছিড়ে ছিড়ে খাইয়েছিলাম
আমার ভালবাসার স্নায়ুখোর দানবটাকে?
আমার মহাকালীন বিবর্তনের ঠিক কোন ভাগে
আমার একটা কান্না ছিল
যাকে আমি তোমার জোস্নাতলে
চিকচিক করতে দেখেছিলাম?
আমি ঠিক কোন দশায়
একটা মানুষ ছিলাম?
আমার কোন কালে
একটা বুকের বাশি ছিল
যাকে আমি বাজিয়েছিলাম
কেবল তোমাকে কাদাবার জন্যেই।
আমার কোন কালে
একটা বাউল ছিল
যাকে পাঠিয়েছিলাম তোমার পথে
কেবল সেই একটি গানের কলির খোজে?
আমি কি সত্যিই মানুষ ছিলাম
এ সুদীর্ঘ বিবর্তনের কালে?
আমি কি সত্যিই তোমার ছিলাম?
©somewhere in net ltd.