![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরাম আমার বারামখানায়
লালন যেথা কাদে,
ক্লান্তি আমায় দেয় সে ছুটি
মন বীণা সুর বাধে।
লালন ফকির জাত ভেদহীন
আমার আছে জাত,
কাহার ভালবাসায় যেন
পাতা আমার ফাদ।
ফাদের আবার মায়া সে কি
ঘর ছাড়িনা আমি,
এ সংসারের ছেলে খেলায়
এ জাত বড় দামি।
অপার হয়ে থাকি
পাড়ের আশায় নয়,
মনটা আমার অপাড়েতেই
দেহ এ পাড় রয়।
ক্ষুদ্র কালের ঘড়িখানি
দীর্ঘ তবু লাগে,
মাঝে মাঝে জাতের দোহাই
দিতেই ভাল লাগে।
নিজের তরেই লুকোচুরি
নিজের তরেই খেলা,
এমনি করেই যাক না আমার
অস্তপাড়ে বেলা.....
২| ০১ লা মে, ২০১৩ রাত ৮:১২
প্লাবণ ইমদাদ বলেছেন: thanks..।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৩ রাত ৮:০৭
কাজী দিদার বলেছেন: নিজের তরেই লুকোচুরি
নিজের তরেই খেলা,
এমনি করেই যাক না আমার
অস্তপাড়ে বেলা.....
ফাটা ফাটি