![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভুল সময়ে জন্ম
আমার ভুল পথিকে দেখা,
তোমার সেই সময়ের কক্ষপথে
একটা পদরেখা
হবেনা আর আকা..!!
আমার, ভুল সিথিতে সিদুর একে
ভুল রমনী কেনা,
মনের দরের মুল্যহ্রাসে
জমলো তবু দেনা,
তোমার সেই সিথিটা থাকতো যদি
আমার ভুল সময়ের কাছে,
অশ্রু দামে হলেও যেত
কেনা তারে পাছে,
আমার ভুল সিদুরের অভিমানে
আজ তোমারে দেখি,
আমার সেই সময়ের জলছবিটা
এই সময়ে আকি
২| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৪১
মাক্স বলেছেন: সুন্দর!
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৯
মাক্স বলেছেন: সুন্দর!