![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এমন একটা চলচ্ছিত্র বানাব
যার সমন্ত সময় আর পুরোটা পর্দা জুড়ে থাকবে
কেবল তোমার দুটো গহীন সমুদ্রের মত চোখ।
তার সমস্ত আবহ সংগীত হবে
টুপ টুপ অশ্রু ফোটার শব্দ,
যেন পুরো সিনেমাটাই একটা
অমোঘ আষাঢ়।
আর একমাত্র দর্শক
আমার আখিজোড়।
কোনকালে তো তাকাবেনা
অমন করে,
কোন ক্ষণেই তো
অমন বিনাশী দৃষ্টি দিয়ে
বধ করবেনা
এক জীবনকে আর।
তাইতো
আমি সেই চলচ্ছিত্রই বানাব,
আমার সম্মোহনী ক্যামেরা দিয়ে।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার! ভালো লাগলো!