![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কার ঘন নি:শ্বাসে ফুরোয়
প্রেম, ঘুম, নিরবতা,
কার দহনের অগ্নি বারুদ
মুক থেকে কয় কথা,
কার ছাদে রাতে জোস্নার মত
ঝরে পড়ে অভিমান,
কার করিডোরে নাচে থেকে থেকে
সুর কথাহীন গান,
কার ফোয়ারা চোখের পাতায়
রক্তিম জল ঝরে,
কবিতার খাতা ছিড়ে ফেললেও
আমায় কি মনে পড়ে !!!!
২| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৯
বোকামন বলেছেন:
সুন্দর ! প্লাস ..
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২১
রাইসুল সাগর বলেছেন: চমৎকার লাগলো প্রথম কথাগুলো। শুভকামনা জানিবেন নিরন্তর।