![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ছবির দেয়াল
আর এক রংপেন্সিল,
আকো তুমি সে দেয়ালে
এক স্নিগ্ধ গাংচিল।
ঝলসানো সে দেয়ালে
ছাইরঙ স্বপ্ন,
ছেড়া ঘুড়ি শৈশব
অধো আলো লগ্ন।
প্রেম দ্রোহ বৃষ্টি
সব ছিল একদা,
আকো আজ আকো চিল
নেই নেই নেই বাধা।
মানবিক দেয়ালে
দানবিক উল্লাস,
চিল এলে উড়ে যাবে
অকরুন হাসফাস।
চিল আকো তবে হবে
দেয়াল দিগন্ত,
উড়িও চিলটারে
অসীম অনন্ত।।
২| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
প্লাবণ ইমদাদ বলেছেন: দননবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৯
মাগুর বলেছেন: বাহ! চমৎকার লাগলো শিরোনামহীন কবিতা! +