![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পার হয়ে যায় গরু
পার হয় গাড়ী,
থেমে থাকে কেবল এই
ছোট মনওতরী।
আমার সে ছোট নদী
চলে না তো বাঁকে,
বুড়ো কবি মিছে মিছি
কল্পনা আঁকে।
বৈশাখ মাসে ও তো
অথৈ সে জল,
শৈশব, কৈশোর
করে টলোমল।
এক ধারে কাশঁবনে
ঝলসানো ছাই,
কবি ব্যাটা ছানি চোখে
সাদা দেখে তা ই।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০২
ভিটামিন সি বলেছেন: এই কবিতা বন্দে আলী মিয়া যদি পড়েন, তাহলে নিশ্চিত হার্ট এটাক করবেন।