![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পুনর্বিচার করুন,
আমি নিজেই বাদি হয়ে
সেচ্ছায় বিচার চাইছি নিজের।
আমার ঘাম থেকে উঠে আসা
পোড়ামাটির ঘ্রাণ
আপনার সম্মোহিত নিদ্রা ভঙ্গ করেছে,
এমন ঘোরতর অপরাধের শাস্তি
কেবল মৃত্যুদন্ড হতে পারে না!
বিশ্বাস করুন আর নাই করুন
যদি বৃষ্টির একটা ফোটা ঝরবার আগেও জানতাম যে
আমার ঘামে আছে অমন সর্বনাশা ঘ্রাণ,
ঘুনাক্ষরেও মাড়াতাম না
আপনারসিুচারু পথ।
আমার পূনর্বিচার করুন
হে আমার ঘাম ও ঘ্রাণের অধিপতি!
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৭
শায়মা বলেছেন: সুন্দর!