![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কেনে কান্দে মনা
মানুষ কেনে হাসে,
মানুষ কেন বান্ধে বাসা
সুখপাখিটার আ'শে।
মানুষ কেনে হাত বাড়াইয়া
চান্দিপসর খোজেঁ,
মানুষ কেনে এমন কইরা
মাইনসেরে না বুঝে।
মানুষ কেনে ধুলা দিয়া
বানায় খেলাঘর,
মানুষ কেনে যাত্রা করে
খোয়াবের শহর।
মানুষ কেনে চক্ষের নিশায়
আগুন জ্বালায় মনে,
বিষের সাগর ভাইসা বেড়ায়
অচিন মাঝির সনে।
মানুষ বড়ই আজিব জিনিস
আজিব কারিগর,
গইড়া তুলে দেহের ভিতর
খোয়াবের শহর!
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২২
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।