![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার
আর হবেনা লাঙল চষা
এই মাটিতে বুকের ঘ্রাণে
প্রাণের টানে,
আমি মনভোলা চাষা
কেবল ভাসা
কথার বানে।
আমার
আর যাবেনা মিষ্টি দোয়েল
ভোর ছোঁয়াতে
কারোর ঠোটে,
আমার নীল আঁধারে
কিসের ঘোরে
ছন্নছাড়া আলোক টুটে।
©somewhere in net ltd.