![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-জোস্না কি বস্তু সখা?
- জোস্না হলো আলো।
- তবে আজ ফিরবোনা গো,
আরো খানেক ঢালো।
-এতো নয় জল কলকল, কেমনে ঢালি তবে?
- গালে মোর হাতটি রাখো, তাতেই আমার হবে!
আচ্ছা সখা, জোস্না কি গো সুখের মত ক্ষণিক?
- না গো না, সে হলো স্নিগ্দ সুধার বণিক।
-- আমি আজ করবো তা পান, একটু মেটাও তৃষা...
--- এ সুধা পান করিলে আর পাবেনা দিশা।
--- দিশা তো খুজিনা গো হারাবই কোথা,
তোমাতেই শেষ ঠিকানা,
তোমাতেই বাধা।
বলনা, জোস্না কি গো নীল, সাদা, না ধূসর?
-- জোস্না হলো রাত্রী বুকে
পাগল করা পশর!
--- আমি যে জন্ম অন্ধ
দেখার বড় সাধ,
--- না দেখে ভালই আছো
সবই মায়ার ফাঁদ।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২১
বেকার সব ০০৭ বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন তো পোস্টে+++++++++++++++++++++++++++++++++++++++++ না দিয়ে পারলাম না